Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Biographical interview of Tariq Anam Khan, Nima Rahman.তারিক আনাম খান,নিমা রহমানের সাক্ষাতকার। в хорошем качестве

Biographical interview of Tariq Anam Khan, Nima Rahman.তারিক আনাম খান,নিমা রহমানের সাক্ষাতকার। 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Biographical interview of Tariq Anam Khan, Nima Rahman.তারিক আনাম খান,নিমা রহমানের সাক্ষাতকার।

এদেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল দম্পতি তারিক আনাম খান-নিমা রহমান।সংস্কৃতির নানা শাখায় তাঁদের নানান কর্মযজ্ঞের মাধ্যমে এই দম্পতি হয়ে উঠেছেন এক বিশাল মহিরুহ।১৯৮৫ সালের ৩১ মার্চ তারিক আনাম খান-নিমা রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন।সেই থেকে বিগত প্রায় চার দশকের কাছাকাছি সময় ধরে তাঁরা সুখেদুখে এক সাথে জীবনযাপন করছেন।দুজনেই শৈশব থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন। তারিক আনাম খানের জন্ম সাতক্ষীরা জেলায়।ছোটবেলায় পারিবারিক পরিমন্ডল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়।পরে সরকারি বৃত্তি নিয়ে দিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়তে গিয়ে অভিনয়ের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি ব্যাপক প্রসারিত হয়।দেশে ফিরে তিনি মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন।এর পাশাপাশি বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।অভিনয়ের সাথে সাথে টিভি নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে। তারিক আনাম খান ১৯৯০ সালে নাট্যকেন্দ্র নামে একটি নাটকের দল প্রতিষ্ঠা করেন।অভিনয়ের পাশাপাশি নাট্যকেন্দ্র থেকে প্রযোজিত একাধিক নাটকের নির্দেশনা দিয়েছেন।এখন পর্যন্ত তিনি মঞ্চ,টেলিভিশন এবং চলচ্চিত্রে অত্যন্ত দাপটের সাথে অভিনয় করে চলেছেন।অভিনয় ক্ষেত্রে তিনি একটি নিজস্ব ধারা তৈরী করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন।তারিক আনাম খান তাঁর কাজের স্বীকৃতি হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অন্যদিকে নিমা রহমানের জন্ম ঢাকায়।পুরোপুরি একটি সাংস্কৃতিক পরিবারের মেয়ে তিনি।তাঁর নানা বিখ্যাত কবি গোলাম মোস্তফা এবং মামা বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার।তিনি খুব ছোটবেলা থেকেই টেলিভিশনে শিশু শিল্পী হিসেবে বেশ পরিচিত ছিলেন।সেই ছোট্টবেলাতেই নিমা রহমান শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় টেলিভিশন পুরস্কার লাভ করেন।এরপর যুক্ত হন মঞ্চ নাটকে।মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান।অভিনয় করেছেন চলচ্চিত্রেও।আবৃত্তি ও উপস্থাপনাতেও তাকে বেশ দাপটের সাথেই দেখা গ্যাছে।নির্মাতা হিসেবেও তিনি তাঁর দ্যুতি ছড়িয়েছেন।নির্মাণ করে চলেছেন টেলিভিশন নাটক।এছাড়া নির্মাণের ক্ষেত্রে টেলিভিশন ‘লাইফস্টাইল শো’র পাইওনিয়ার বলা হয় তাঁকে।এখন পর্যন্ত তিনি মঞ্চ,টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবে দাপটের সাথেই কাজ করে চলেছেন। তারিক আনাম খান-নিমা রহমানকে নিয়ে বিটিভির ঈদ-উল-ফিতর ২০২২ বিশেষ অনুষ্ঠানমালায় নির্মিত 'কীর্তিমানের গল্পকথা'-ভালোবাসার ঘর অনুষ্ঠান। পরিকল্পনা ও নির্মাণ: সাজ্জাদ কাদির নাজনীন দীপা নেপথ্য কণ্ঠ: নাজনীন দীপা উপস্থাপনা: সাজ্জাদ কাদির প্রযোজনা: সাহরিয়ার মোহাম্মদ হাসান আমার অন্যান্য লিঙ্ক ফেসবুকঃ   / sazzad.kadir.35   ইন্সটোগ্রামঃ   / sazzadbtv   লিঙ্কডইনঃ   / sazzad-ka.  . টুইটারঃ   / sazzadkadir7   সাজ্জাদ কাদির বুকসঃ https://www.rokomari.com/book/author/...

Comments