У нас вы можете посмотреть бесплатно দীর্ঘদিন ঔষধ কোম্পানিতে চাকরি করলে এমবিবিএস ডাক্তার হওয়া যায়-tmnews71 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
পটুয়াখালীর মহিপুর হতে একজন ভুয়া ডাক্তার আটক। র্যাব৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ অভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২১/০৩/২০২০ তাং বিকাল আনুমানিক ৩ঃ৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন আলিপুর কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে একজন ভুয়া ডাক্তার এস এম আঃ ছালাম (৫১) পিতা- মৃত শেখ আঃ লতিফ, স্থায়ী ঠিকানাঃ গ্রাম-গাওঘোরা, ইউপি-সুরখালি, থানা- বটিয়াঘাটা, জেলা- খুলনা অস্থায়ী ঠিকানাঃ গ্রাম- মিশ্রিপাড়া, ইউ পি- লতাচাপরী,থানা- মহিপুর, জেলা -পটুয়াখালি কে আটক করে। আটককৃত ব্যাক্তি চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেও নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন।উল্লেখ্য,আটককৃত এস এম আঃ ছালাম খুলনা বি এল কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স করে দীর্ঘ ১৩ বছর রেনেটা নামক ওষুধ কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি শেষে বিগত ৭ বছর যাবত বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা করে আসছেন। অভিযানকালে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ম্যাডিকেল অফিসার জনাব ডাঃ আরিফুর রহমান উপস্থিত থেকে আটককৃত ব্যাক্তিকে ভুয়া ডাক্তার হিসেবে সনাক্ত করেন। আটককৃত ব্যাক্তি কে মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে র্যাব বাদী হয়ে ধৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। tmnews71 Bangladeshi media News Crime Politics Corruption sport Prostitution News Various types of news can also be seen here Also watch entertaining video