У нас вы можете посмотреть бесплатно খরগোশ কি ছেলে মেয়ে একসাথে পালন করা যায় | খরগোশ একসাথে রাখলে কি হয়। মুক্তভাবে খরগোশ পালন или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
আমরা যে কোন পোষা প্রাণী কিনলে জোড়া ধরে কেনার চেষ্টা করি। উদাহরণ হিসেবে ধরুন আপনি জোড়া ধরে কবুতর কেনেন , গিনিপিগ কেনেন, কোন পাখি কিনলেও একজোড়া কিনে। আর এরই ধারাবাহিকতায় মানুষজনের মধ্যে একটা বিশ্বাস জন্মে গেছে যে খরগোশ পালন করতে চাইলে এক জোড়া খরগোশ কিনতে হবে আর একসাথে পালতে হবে। কিন্তু যখন আপনি একজোড়া খরগোশ কিনে নিয়ে আসেন বাচ্চা অবস্থায় তখন তারা একসাথে খুব ভালোভাবেই অবস্থান করে। দিন যেতে থাকে খরগোশগুলো ধীরে ধীরে বড় হতে থাকে আর সমস্যা দেখা দেয়। খরগোশ গুলার বয়স মোটামুটি চার মাস পার হলেই বাচ্চা গুলো মেটিং করতে শুরু করে। প্রথম প্রথম এতটা সিরিয়াসলি মেটিং না করলেও। একটা সময় ছেলে খরগোশটা সারাদিন রাত মেয়ে খরগোশটার পেছনে লেগে থাকে মেটিং করার জন্য। ফলাফল হিসাবে অনেক সময় মারামারি হতে দেখা যায়। বাচ্চা পেটে থাকলে এক্সিডেন্টলি বাচ্চা মারা যাওয়ার মত ঘটনাও দেখা যায়। আবার অনেক সময় আমি এমনও শুনেছি এক খাচার ভেতরে ছেলে মেয়ে উভয় খরগোশ কে রাখা হয়েছে আর রাতের বেলা মেয়ে খরগোশ ওই খাঁচার মধ্যেই বাচ্চা দিয়ে দিয়েছে। রেজাল্ট হিসাবে ছোট বাচ্চাগুলো বাবা খরগোশের পায়ের আচর খেয়ে এবং পায়ের নিচে পড়ে খন্ড-বিখন্ড হয়ে কিংবা আহত হয়ে পড়ে থাকে । গত বছরে এরকম একটা খরগোশের চার-পাঁচটা বাচ্চা রক্তাক্ত অবস্থায় একজন আমার কাছে নিয়ে এসেছিল। পরে মা সহ বাচ্চাগুলোকে ৪-৫ দিন আমার কাছে রেখে কোনরকমে সুস্থ করে তুলতে পেরেছিলাম। তাই আমার মনে হয় এই ভিডিওটা আপনারা যারা খরগোশ পালন করতে চান কিংবা খরগোশ পালন করছেন তাদের সবার জন্য দেখা খুবই জরুরী । কেন জরুরি কিছু ক্ষনের মধ্যেই বুঝতে পারবেন। প্রথমত : আমাদের জানতে হবে ছেলে আর মেয়ে খরগোশ একসাথে রাখতে পারবেন কিনা ? এর উত্তর হলো না আপনি একটা ছেলে খরগোশ এবং একটা মেয়ে খরগোশকে একটা খাঁচায় পালতে পারবেন না। আপনি চাইলে দুইটা চারটা বা পাঁচটা মেয়ে খরগোশ একসাথে পালতে পারেন কোন সমস্যা নেই। কিন্তু আপনি চাইলে কখনোই একটা মেয়ে খরগোশ আর একটা ছেলে খরগোশকে একত্রে রাখতে পারবেন না। দ্বিতীয়তঃ যদি ছেলে আর মেয়ের সাথে না রাখি তবে বাচ্চা হবে কিভাবে ? এই প্রশ্নটির উত্তর হল আপনি একসাথে সবসময় রাখতে পারবেন না কিন্তু কিছু সময়ের জন্য একদিন দুইদিন একত্রে দিতে পারেন । মাত্র একদিন যদি আপনি ছেলে আর মেয়ে করবে কি একত্রে রেখে দেন তবে ব্রিডিং করার পরবর্তী এক মাস থেকে 35 দিনের মধ্যে আপনার খরগোশটা বাচ্চা ডেলিভারি করবে। তাই যেহেতু একদিন একসাথে দেখেই বা উৎপাদন করা যায় সব সময় একত্রিত ছেড়ে রেখে একটা অস্থির সিচুয়েশন এবং দৌড়াদৌড়ি মারামারি পারাপারি তৈরি করার যুক্তিহীন। দেখুন আমি ব্রিড করানোর জন্য আমার ছেলে আর মেয়ে খরগোশগুলোকে একসাথে ছাদে ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ । আর এরমধ্যে কিন্তু ওরা ব্রিড করছে। যারা বাচ্চা উৎপাদনের জন্য খরগোশ পালন করেন। মানে বাণিজ্যিক আকৃতিতে খরগোশের উৎপাদন করতে চান তারা খরগোশের ব্রিড করার জন্য দশটা মেয়ে খরগোশ এর সাথে একটা ছেলে খরগোশ রাখলেই চলবে । আপনাকে জোড়া মিলিয়ে একটা একটা করে ছেলে আর মেয়ে খরগোশ রাখতে হবে না। একটা ছেলে খরগোশ দশটা মেয়ে করবে সেজন্য যথেষ্ট ব্রিডিং এবং বাচ্চা উৎপাদন করতে। তৃতীয়ত : আপনি যখন একটা প্রেগন্যান্ট মা খরগোশ কে ছেলে খরগোশের সাথে রাখছেন তখন সে বারবার নিজেকে তার থেকে দূরে সরানোর চেষ্টা করবে। আর ছেলে খরগোশটা বারবার তার কাছে যাওয়ার চেষ্টা করবে । ফলাফল হিসেবে কখনো কখনো এমনও দেখা যায় যে মা খরগোশের বাচ্চা পেটের মধ্যে মরে গেছে। তাই এমন পরিস্থিতি এড়াতে অবশ্যই ছেলে খরগোশ টাকে আলাদা রাখতে হবে। চতুর্থত : বাচ্চা হওয়ার পর কি করবেন খরগোশের বাচ্চার ছোট থাকা অবস্থায় কোনভাবেই বাবাকে তাদের খাঁচার ভিতর ঢুকতে দেয়া যাবে না। আসলে একটা পুরস্কার বয়স তার নিজের বাচ্চাদের কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করে না কিংবা মেরে ফেলতে চায় না। কিন্তু সমস্যাটা হল খরগোশ এমন একটা প্রাণী যাদের বুদ্ধি খুবই কম। ওরা নিজের বাচ্চার উপর দাঁড়িয়ে থাকতে পারে নখ দিয়ে আঁচড় দিতে পারে ইভেন পায়ের নিচে পড়ে বাচ্চা মরেও যেতে পারে। তাই এই সমস্ত দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য বাচ্চা খরগোশকে সম্পূর্ণরূপে আলাদা জায়গায় রাখুন। অন্ততপক্ষে বয়স ১৫ দিন হওয়ার আগ পর্যন্ত আপনাকে এটা করতেই হবে ।