У нас вы можете посмотреть бесплатно কর্ম-ই গীতার মর্ম || Swami Siddheshananda || Kathamrita Bhavan,Ramkrishna Math ||PRANARAM বাংলা или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
কর্ম-ই গীতার মর্ম || A spiritual talk from Gita by Swami Siddheshanandaji Maharaj,Kathamrita Bhaban,Ramkrishna Math at Kathamrita Bhaban,RKM on 17.11.2019 বিষয়- গীতায় কর্মযোগ । স্হান-কথামৃত ভবন । সমগ্র গীতা হচ্ছে অমৃতময় বানী । কর্মই হলো গীতার মর্ম। ঠাকুর বলেছেন- ঈশ্বর সদা সবর্দা জাগ্রত । যা কিছু করার ঈশ্বর করেন । তিনি যেমন রথী তিনিই আবার সারথী। আমরা যথার্থ 'আমি' নই। যথার্থ 'আমি ' ভগবান । রথের গতি যখন ধীর হয়, তখন ঈশ্বর নররূপে আসেন । রথের গতি বাড়িয়ে দেন। দেহের রথী হলো ঠাকুর ও মা, সারথী হলেন স্বামীজী। কর্ম করার জন্য কর্ম করো। আমি করছি, এই বোধ রহিত হয়ে কর্ম করতে হয় । কর্মে যেন আসক্তি না থাকে, কর্মে আমি,আমার ভাব না থাকে । এই সংসার ভগবান চালাচ্ছেন, এই বোধ তৈরী করতে হয় । আমিত্ব ভাব দূর করো। অসৎ কর্ম বন্ধন জড়ায়। সৎ কর্ম মুক্তি দেয়। মানসিক কর্ম, শারীরিক কর্ম দুটোই আমরা করি। কর্ম সৎ ভাবে করতে হয় । কর্মই তোমার ভাগ্য নির্ধারণ করবে । কর্মই তোমার ভাগ্য । জন্ম মৃত্যু হলো এক একটা অধ্যায় । শুভ কর্ম করো । তাহলে সুখ, আনন্দ পাবে । কামনা, বাসনা যুক্ত কর্ম কোনো শাস্ত্রীয় কর্ম নয়। কর্মে কামনা, বাসনা যুক্ত থাকলে ফল ভোগ করতে হয় । অলস হয়ে দিন যাপন করো না। কর্মই হলো লক্ষ্মী । সত্য, শান্তি কোথায়? যেখানে চাওয়া পাওয়া নেই । আসক্তি ত্যাগই হলো সব ত্যাগ করা। আসক্তি জর্জরিত জায়গায় শান্তি নেই । জ্ঞান পূর্বক কর্ম করো , সেটাই জ্ঞানযোগ। সূর্য হচ্ছে ভগবানের প্রতিনিধি । জগত সৃষ্টির আদিতে ভগবান । #PRANARAM #Gita #KathamritaBhavan