У нас вы можете посмотреть бесплатно কুমিল্লা বিশ্ববিদ্যালয় | Cumilla University Documentary | CoU или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা কুবি সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য: ১. প্রতিষ্ঠা ও অবস্থান: এক— ২০০৬ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক ময়নামতির শালবন বিহার সংলগ্ন কোটবাড়িতে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। লাল মাটির পাহাড় এবং সবুজের সমারোহ এই ক্যাম্পাসকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। ২. আয়তন ও ক্যাম্পাস: দুই— প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কোলে প্রায় ২৪৪.১৫ একর জায়গা জুড়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি নির্মিত। বর্তমানে মূল ক্যাম্পাসের পাশাপাশি নতুন ক্যাম্পাসের সম্প্রসারণ কাজও চলমান রয়েছে, যা এর পরিধি আরও বাড়িয়ে দিচ্ছে। ৩. আইকনিক গেট ও স্লোগান: তিন— কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হলো— ‘শিক্ষাই শক্তি’। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বা গেইটকে বিশ্ববিদ্যালয়ের ‘আইকন’ বা প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এর অনন্য স্থাপত্যশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে। ৪. অনুষদ ও বিভাগ: চার— প্রতিষ্ঠাকালে মাত্র ৭টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও, সময়ের পরিক্রমায় বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে মোট ১৯টি বিভাগ চালু রয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কলা ও সমাজবিজ্ঞানসহ সব অনুষদেই রয়েছে মানসম্মত শিক্ষার সুযোগ। ৫. শিক্ষার্থী ও শিক্ষক: পাঁচ— বর্তমানে এই ক্যাম্পাসে প্রায় ৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছেন একদল দক্ষ ও মেধাবী শিক্ষক। শিক্ষক-শিক্ষার্থীর এই মেলবন্ধন ক্যাম্পাসকে সবসময় প্রাণবন্ত রাখে। ৬. প্রযুক্তি ও উদ্ভাবন (রোবোটিক্স): ছয়— গবেষণায় ও প্রযুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন অনেক এগিয়ে। শিক্ষার্থীদের তৈরি ‘রোবট সিনা’, ‘রোবট ব্লুবেরি’ এবং ‘রোবট নিকো’ দেশজুড়ে প্রযুক্তিপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে। নতুন নতুন উদ্ভাবনে কুবিয়ানরা এখন সংবাদের শিরোনাম হচ্ছে। ৭. আবাসন ব্যবস্থা (হল): সাত— শিক্ষার্থীদের আবাসনের জন্য এখানে মোট ৫টি হল রয়েছে। এর মধ্যে ৩টি ছাত্রদের এবং ২টি ছাত্রীদের জন্য সংরক্ষিত। প্রতিটি হলের নামকরণ করা হয়েছে জাতীয় বীর ও বরেণ্য ব্যক্তিদের নামে। ৮. নীল বাসের রোমাঞ্চ: আট— কুবি’র শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন এবং আবেগের নাম হলো ‘নীল বাস’। বর্তমানে নিজস্ব ৮টি নীল বাস এবং বিআরটিসির ১২টি বাসসহ সর্বমোট ২০টি বাস শিক্ষার্থীদের পরিবহন সেবায় নিয়োজিত আছে। লাল পাহাড়ের পথে এই নীল বাসগুলো যেন এক যান্ত্রিক রোমাঞ্চ। ৯. ভর্তি পদ্ধতি (বিশাল পরিবর্তন): নয়— ভর্তিচ্ছুদের জন্য সবচেয়ে বড় আপডেট হলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন আর গুচ্ছ বা জিএসটি (GST) ভুক্ত নয়। এ বছর থেকে তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। তাই এখানে পড়তে চাইলে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। ১০. ভর্তি প্রস্তুতি ও গাইডলাইন: দশ— ময়নামতির এই ক্যাম্পাসে নিজের স্বপ্নের বিষয়ে পড়তে চাইলে প্রস্তুতি নিন এখন থেকেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষার মানবন্টন, জিপিএ রিকোয়ারমেন্ট এবং গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জানতে মেসেজ করতে পারেন ‘I Education’ (আই এডুকেশন) ফেইসবুক পেজে। -------------------------------------------------------------------------- Join my Facebook Page: / mdujjolhossen.page Follow my tiktok account: / mdujjolhossen.ieducation Connect My LinkedIn Account: / mdujjolhossenofficial Visit My Website: https://mdujjolhossen.blogspot.com/ Visite Our Other Channel: / @bdischool