У нас вы можете посмотреть бесплатно অতিরিক্ত মা*দ*ক সেবনে গুরুতর অসুস্থ । Mike Tyson। Bijoy TV или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#মাইকটাইসন #MikeTyson বক্সিং দুনিয়ার পরিচিত মুখ মাইক টাইসন। এই বক্সারকে চেনেন না এমন মানুষ হয়তো খুব কমই রয়েছেন। জনপ্রিয় এই বক্সার রিং এবং রিংয়ের বাইরে নানা কাণ্ডে সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। মাসকয়েক আগেও বিমানে এক ‘মদ্যপ ভক্তকে’ মারধর করে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। তবে টাইসনকে নিয়ে নতুন খবর হলো, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই বক্সার। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারছেন না তিন। ব্রিটিশ সংবাদমাধ্যাম জানিয়েছে, টাইসনকে শেষবার দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে। সেখানে হুইলচেয়ারে বসে থাকা অবস্থায় তার কিছু ছবি ভাইরাল হয়েছিল। তার এক হাতে একটি লাঠিও দেখা গিয়েছিল সেসময়। কয়েকদিন আগে নিউইয়র্কেও টাইসনকে লাঠিতে ভর দিয়ে চলতে দেখা যায়। আর এসব থেকে একটা বিষয় স্পষ্ট, টাইসনের শরীরের অবস্থা ভঙ্গুর। চিকিৎসকদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, টাইসনের শারীরিক অবস্থার অবনতির জন্য দায়ী তার মাত্রাতিরিক্ত গাঁজা সেবন। এই মাদকের প্রতি আকর্ষণ থেকে ক্যালিফোর্নিয়ায় নিজের ৪২০ একর জমিতে গাঁজা চাষ শুরু করেছেন তিনি। সবচেয়ে অবাক করা তথ্য হলো, মাসে গাঁজা সেবনের পেছনে এই বক্সার খরচ করেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ টাকা! গাঁজার নৌকা পাহাড়তলী যায়, এই কথাটি প্রমান করতেই যেন ৫৬ বছর বয়সী এই তারকা বক্সার বুঁদ হয়ে থেকেছেন গাঁজার নেশায়। আর এতেই কাল হয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইসন নিজেই জানিয়েছিলেন, তার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। বর্তমানে হুইলচেয়ার ছাড়া কোথাও যাতায়াত করতে পারেন না তিনি। copyright © A BIJOY TV Production-2022 সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে Website: http://bijoy.tv/ Facebook: / bijoytvlimited Youtube: / bijoytvofficial