У нас вы можете посмотреть бесплатно Thanchi Bazar | পাহাড়ি মেয়েদের রমরমা বাজার | Thanchi Bandorban | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
বান্দরবান হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ আধার ! পাহাড় জঙ্গল এবং ঝর্ণার উপত্যকায় ভরপুর ! এবারের গন্তব্য থানচি উপজেলা ! প্রভাতে আছে থানচি দেখে নাই যে বাংলাদেশ দেখে নাই সে ! থানচি উপজেলার আয়তন 2610.10 বর্গ কিমি !মারমা শব্দটি অর্থ বিশ্রামাগার ! ধারণা করা হয় 1950 সালে বা তার পূর্বে নৌকা পথে চলাচল করলে এখানে যাত্রীগণ বিশ্রামের জন্য নামতেন বলে একে থানচি নামকরণ করা হয়েছিল ! এই উপজেলায় দারুন দারুন দর্শনীয় প্রকৃতি পরিবেশ রয়েছে ! এবং প্রকৃতিক স্থান রয়েছে ! যা সমতলের বসবাসরত অনেকেই এই উপজেলা বেড়াতে আসত দূরের কথা তার নাম কেউ জানেনা ! থানচি উপজেলার উপর দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী ! এলাকায় একটা শঙ্খ নদী বলে ডাকা হয় ! সাঙ্গু নদী বান্দরবান জেলার দক্ষিণ পূর্ব সীমানায় আরাকানের পাহাড়ের জন্ম নিয়ে উত্তর দিকে বান্দরবান শহর হয়ে রুমা থানচি হয়ে 160 কিমি পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে ! সাঙ্গুর সাথে সাতটি নদী যোগ হয়ে এর জলধারাকে আরো গতিশীল করেছে ! এই নদী বর্ষায় প্রবল পাহাড়ি ঢল হয় ! এই সাঙ্গু নদীর পাশে থানচি বাজার অবস্থিত ! সেই থানচি বাজারে ঘুরাঘুরি এবং পাহাড়িদের বিভিন্ন রকম বাস্তবিক চিত্র ও কেনাবেচা দেখতে এসেছি ! যা ছিল অসাধারণ ! পাহাড়িদের সরলতা এবং তাদের সরলমনা আমাদের মুগ্ধ করেছে ! মানবতা আজও বেঁচে আছে পাহাড়ে ! সবচেয়ে বেশি বিস্মিত হয়েছি থানচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছোট ছোট বাচ্চাদের স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক বিভিন্ন শারীরিক কসরত দেখে ! আমাদের প্রচেষ্টা যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ! আমার এই চ্যানেলটি লাইক ,কমেন্ট ,শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ! রক্ত দিন জীবন বাঁচান রক্ত দানে এগিয়ে আসুন !