У нас вы можете посмотреть бесплатно খুলনা খালিশপুরের প্লাটিনাম জুট মিলের পরিত্যক্ত আবাসিক কলোনি | Platinum Jute Mill Workers Colony или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
খুলনা খালিশপুরের প্লাটিনাম জুট মিলের পরিত্যক্ত আবাসিক কলোনি | Platinum Jute Mill Workers Colony ► Your Queries👇 khalishpur platinum jute mill workers colony jute mill worker salary khulna jute mill jute mill news today khalishpur platinum jute mill khulna abandon jute mill colony abandoned jute mill khulna jute mill jute mill jute mill khulna khalishpur platinum jute mill khalishpur platinum jute mill colony khulna abandoned place khalishpur khulna খালিশপুর প্লাটিনাম আবাসিক এলাকাটি মূলত খুলনার খালিশপুরে অবস্থিত সাবেক রাষ্ট্রায়ত্ত "প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড"-এর শ্রমিক ও কর্মকর্তাদের আবাসিক এলাকা। মিলটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে এই এলাকাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি খুলনা জেলা ও বিভাগের খালিশপুর শিল্পাঞ্চলে ভৈরব নদীর তীরে অবস্থিত। মিলটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৭২ সালে এটিকে জাতীয়করণ করা হয়। লোকসানের কারণে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীনস্থ এই বৃহৎ পাটকলসহ খুলনা অঞ্চলের অন্যান্য পাটকলগুলো ২০২০ সালের ১ জুলাই সরকার বন্ধ ঘোষণা করে। খালিশপুর শিল্পাঞ্চলের ৩টি পাটকলের সাথে এই প্লাটিনাম জুট মিলও বন্ধ হয়ে যায়। ৪ পাটকলের কর্মহীন হয়ে পড়েন প্রায় ২৬ হাজার শ্রমিক। এ যেন এক ভুতুরে নিরাবতা,খুলনা খালিশপুরের প্লাটিনাম জুটমিলের পরিত্যক্ত আবাসিক কলোনি,খালিশপুর ছিল একসময়ের খুলনার গর্বিত শিল্পাঞ্চল। এখানেই দাঁডিয়ে ছিল দেশের অন্যতম বৃহত এই পাটকলটি। উনিশো চুয়ান্নো সালে যাত্রা করে এই পাটকল। মিলের পাশেই গরে উঠেছিল বিশাল এই আবাসিক কলোনি। এই কলোনিটি ছিল স্রমিকদের স্বপ্ন আর সংগ্রামের ঠিকানা। যেখানে প্রতিটি সকাল শুরু হতো ব্যাস্ততায়, প্রতিটি সন্ধা ভোরে থাকত গল্পো হাসি আর মানুষের উষ্ণতায়। মানুষের কোলাহলে ৬ বছর আগেও মুখর ছিল খুলনার সবচেয়ে বড় পাটকল প্লাটিনাম জুট মিলের এই শ্রমিক কলোনি। বর্তমানে এই কলোনির ভবনগুলো অযত্ন-অবহেলায় ঝোপঝাড়ে ভরে গেছে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। যেন এখন এক জনমানবশূন্য ভুতুড়ে কলোনি। কত স্মৃতি যে এখানে পড়ে আছে।এখানে গেলে সেই সময়ের মানুষের জীবনযাত্রা ও ঘটনার স্মৃতি ভেসে ওঠে। কলোনিতে এক সময় ৫-৬ হাজার মানুষ থাকতেন, মিল বন্ধের পর প্রায় ৮০ ভাগ শ্রমিকই তাদের পরিবার নিয়ে বাড়িতে চলে গেছেন। বাকিরা শহরের বিভিন্ন এলাকায় বসবাস করছেন।ফলে একসময় জমজমাট থাকা আবাসিক এলাকাটি বর্তমানে জনশূন্য ও পরিত্যক্ত অবস্থায় আছে। কলোনির অনেক ভবন থেকে জানালা, দরজা ও অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। এখন হয়তো ইটও খুলে নেওয়া হবে। #khulna #khalishpur #jutemill #abandonedplaces #memories #explorerrussell