У нас вы можете посмотреть бесплатно Japanese Language Course N5 Level | Ma Navi LTD & Apar’s Classroom или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Japanese Language Course N5 কোর্সটি নিয়েছেন Muhammad Shahinur Rahman Fatemee Founder, Ma-Navi LTD. & Life ARK Tokyo University ভাইয়া এবং Native Japanese Speaker সহ ক্লাসগুলো নেয়া হয়েছে। সরাসরি বাংলা থেকে জাপানিজ শিখতে পারবে এই কোর্সটির মাধ্যমে, N5 কোর্স হলেও, N4 পর্যন্ত টাচ করা হবে। বাংলাদেশ থেকে কেউ জাপানে গিয়ে আন্ডারগ্র্যাজুয়েট করতে চাইলে এই কোর্সটা সেরা বিনিয়োগ হবে। আর ভাইয়ারই জাপানে HR কোম্পানি আছে, বাংলাদেশ থেকে কেউ ভার্সিটি ফাইনাল ইয়ারে বসে ভাইয়ার এই কোর্সগুলো শেষ করে রাখলে ভাইয়া তার কন্সালটেন্সি ফার্ম হয়ে সরাসরি জাপানি কোম্পানির সাথে ইন্টারভিউ এর ব্যবস্থা ও চাকরির ব্যবস্থা করিয়ে দিতে পারবে ইন শা আল্লাহ। এতে গ্র্যাজুয়েশন শেষেই চাকরি হাতে থাকবে জাপানে, যা বাংলাদেশ এর বেকারত্ব দূর করবে। জাপান সরকার তাদের ইয়াং জনসংখ্যা কমে যাওয়ার কারনে ৮.৫ লাখ মানুষ নিবে, সরাসরি white collar job এ। এটা বাংলাদেশ এর জন্য সুযোগ, কোনো এক্সপেরিয়ান্স ছাড়া চাকরি যেখানে বাংলাদেশেই হয়না সেখানে জাপানে ভালো বেতনে(২.৫ লক্ষ+- yen) চাকরি। আমি মনে করি, ২০৩০ সাল পর্যন্ত জাপান টার্গেট করাটা স্মার্ট ডিসিশন হবে বিশেষ করে ফ্রেস গ্র্যাজুয়েটদের, যার কারনেই এই প্রোগ্রামগুলো অনলাইনে নিয়ে আসা।