У нас вы можете посмотреть бесплатно ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে লন্ডনের ওলামারা সৌচ্চার или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামের উদ্যোগে, ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে । আমাদের লণ্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, গত শনিবার লন্ডন মুসলিম সেন্টারের গ্যান্ড হলে সংগঠনের সভাপতি মাওলানা এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক ও মজলিসে আমেলা সদস্য মাওলানা আবুল হাসনাত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায়, ভারতে অব্যাহত সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রতিক দিল্লিতে মুসলিম গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে, জাতিসংঘের তত্বাবধানে দিল্লী গণহত্যার তদন্তের দাবী জানানো হয় । সমাবেশে বক্তারা বলেন, দিল্লিতে সাম্প্রতিক মুসলিম গণহত্যা, মোদি সরকারের নিরংকুশ হিন্দু রাষ্ট্র গঠনের জন্য ভারত থেকে মুসলিম তাড়নোর পরিকল্পনার অংশ। বক্তারা বলেন,ভারত একটি গণতান্ত্রিক ও সেক্যুলার রাষ্ট্র হওয়া সত্তেও, গণহত্যায় দিল্লী প্রশাসন ও পুলিশ নিরব ভূমিকা পালন করেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয় ,রাষ্ট্রের সংখ্যা লঘু নাগরিকদের সার্বিক নিরাপত্তা বিধান করা এবং তাদের স্ব স্ব ধর্মীয় স্থাপনাসহ তাদের বিশ্বাস ও ধর্মকর্মের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব । কিন্তু মোদি সরকার তা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে । সভায় বক্তব্য রাখেন ,ইসলামী শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সাঈদ,মস্ক কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক,মাইল এন্ড মসজিদের চেয়ারম্যান মাওলানা জমশেদ আলী ,ইস্ট লন্ডন মসজিদের খতীব শায়খ আব্দুল কাইয়ূম ও জাস্টিস ফর রোহিংগা ইউকের চেয়ারম্যান শায়খ রামজীসহ অন্যান্যরা। সভায় চার দফা প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং করোনা ভাইরাস থেকে সকলকে হেফাজত করা ও ভারতে মুসলমানদের নিরাপত্তা বিধানের জন্য দোয়া করা হয় । =============================== "Bangla TV" is News & Program Based TV Channel of Bangladesh. =============================== Follow us on Social Media =============================== ■ বাংলা টিভির অফিসিয়াল ওয়েবসাইটঃ https://banglatv.tv ■ অনলাইনে বাংলা টিভি দেখতে ভিজিট করুনঃ https://banglatv.tv/live ■ বাংলা টিভির ফেসবুক পেজঃ / banglatv.tv ■ নিউজ ফেসবুক পেজঃ / banglatvlivenews ■ টুইটারে ফলো করুনঃ / banglatvltd ============================== #BanglaTV #BanglaTVNews