У нас вы можете посмотреть бесплатно আমেরিকার দিনমজুর ॥ দিনে আয় প্রায় ৪০,০০০- ৬০,০০০ টাকা ॥ Daily labor’s income at USA или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
আমেরিকার দিনমজুর ॥ দিনে আয় প্রায় ২০,০০০- ৪০,০০০ টাকা ॥ Daily labor’s income at USA যুক্তরাষ্ট্রে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার ‘লেবার ডে’ বা শ্রমিক দিবস হিসেবে উদযাপিত হয়। ১৮০০ সালের পর, যখন কিনা আমেরিকান শ্রমিকরা খেত-খামারের কাজ ছেড়ে কারখানায় কাজ করতে শুরু করে, সেই সময়ই এই ‘লেবার ডে’র গোড়াপত্তন হয়। এর আগে, শ্রমিকদের দিনে ১২ ঘণ্টা এবং সপ্তাহের সাত দিন কাজ করার নিয়ম প্রচলিত ছিল। এরপর দিনে দিনে আমেরিকার শ্রমিকেরা নিজেদের সুসংগঠিত করে তোলে এবং দৈনিক শ্রমঘণ্টা ১২ থেকে কমিয়ে ৮ ঘণ্টা করা, ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং কাজের পরিবেশ উন্নত করারসহ বেশ কিছু দাবী তোলে। পাশাপাশি ইউনিয়ন নেতারা তাঁদের কাজের প্রাপ্য সম্মান ও ছুটির জন্য কর্তৃপক্ষের প্রতি চাপ প্রয়োগ অব্যাহত রাখে। পরে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে ১৮৯৪ সালে কংগ্রেস একদিনের জাতীয় ছুটি ঘোষণা করে। সাধারণ মানুষ কংগ্রেসের এই সিদ্ধান্তের পর ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে। এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবার আনন্দে প্যারেড, পিকনিকসহ নানারকম অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। বর্তমানে ‘লেবার ডে’ চলে আসলেই বোঝা যায় গ্রীষ্মকাল শেষ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র জুড়ে ‘লেবার ডে’-তে মানুষ লম্বা ছুটি উপভোগ করে, অনেকেই পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যায়। #আমেরিকার_দিনমজুর #আমেরিকার_শ্রমিক #আমেরিকার_কাজের_লোক #আমেরিকা #arifurrahman #আমেরিকার_গ্রাম