Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ডিম পাড়াতে বাজরিগার পাখির 5 টি খাবার | বাজরিগার পাখি পালন পদ্ধতি | budgerigar bird Breeding diet в хорошем качестве

ডিম পাড়াতে বাজরিগার পাখির 5 টি খাবার | বাজরিগার পাখি পালন পদ্ধতি | budgerigar bird Breeding diet 8 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ডিম পাড়াতে বাজরিগার পাখির 5 টি খাবার | বাজরিগার পাখি পালন পদ্ধতি | budgerigar bird Breeding diet

ডিম পাড়াতে বাজরিগার পাখির 5 টি খাবার | বাজরিগার পাখি পালন পদ্ধতি | budgerigar bird Breeding diet বাজারিগার পাখির খাবার ও ব্রিডিং প্যাকেজ কিনতে এই নাম্বারে যোগাযোগ করুন 01915970801 Grow Life official ফেসবুক পেজ লিঙ্ক https://www.facebook.com/profile.php?... আজকের ভিডিওতে বাজরিগার পাখির খাবার তৈরির এমন একটা ফর্মুলা বলতে চাচ্ছি যে ফর্মুলাটা ব্যবহার করলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার পাখিগুলো ডিম পারবে। মানে একটা পাখির ডিম পাড়ার জন্য যেই যেই খাদ্য উপকরণ গুলোর প্রয়োজন সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তাই আর যাই হোক এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না। 1, সোলা অনেকের পাখি আছে ডিম পাড়ে কিন্তু ডিম জমে না বা ডিম থেকে বাচ্চা ফুটে না। এই সমস্যাগুলো দূর করতে অল্প কিছু সংখ্যক খাবার রয়েছে যেগুলো খাওয়ালে আপনার পাখি উর্বর ডিম পারবে। এমন খাবার গুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হল সোলা। ছোলা এমন একটা খাবার যেটার পিশী গঠনে অনেক বেশি সহায়ক। তাছাড়া ছেলে পাখি শুক্রাণু গঠনেও সোলার ভূমিকা অসামান্য। মানে মেটিং এর মাধ্যমে ডিমকে উর্বর করতে ছোলা সহায়তা করে ছেলে পাখিকে। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে তিন চারটা ছোলা পানির মধ্যে সারারাত ভিজিয়ে রাখতে হবে এবং সকালবেলা এই ছোলাটাকে হালকা ভেঙ্গে আপনার পাখিকে খেতে দিবেন। সপ্তাহে 2 দিন এটা খাওয়ালে আপনার পাখির ডিম উর্বর হবে। 2, ব্রিডিং সীড মিক্স আমাদের পাখিগুলোর ডিম বাচ্চা উৎপাদন করতে এমন কিছু সীড খাওয়াতে হয় যেগুলো সাধারণ দোকানে বিক্রি করা সিট মিক্সের মধ্যে থাকে না। বাজারের পাওয়া সেট মিক্স গুলোতে সস্তা দামের খাবার আইটেম ব্যবহার করা হয়। যেগুলো খাওয়ানোর জন্য আপনাদের পাখিগুলো ডিম পারে না। কিংবা প্রথম প্রথম দিকে ডিম পারলেও কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা করা বন্ধ করে দেয়। এর কারণ হলো বাজরিগারের খাবারে সব ধরনের খাদ্য উপকরণ যদি সঠিক মাত্রায় না থাকে তবে সেটা পাখির শরীরে পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না এবং ফলাফলস্বরূপ তারা ডিম বাচ্চা করতে পারে না। এই সমস্যাটিকে মাথায় রেখে আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য এমন একটি খাবারের প্যাকেজ তৈরি করেছি। এই প্যাকেজটাতে আপনি 600 টাকায় বাজরিগার কমপ্লিট ব্রিডিং সমাধান পাবেন। আমাদের প্যাকেজে ৩ কেজি খাবার থাকবে আর পাখিকে ডিম পারাতে যেই খাবারগুলো প্রয়োজন হয় তার সব গুলো দেয়া থাকবে। এই খাবারটা আপনি আপনার পাখিকে খাওয়ালে আপনার পাখিগুলো ১০০% গ্যারান্টি সাথে ডিম বাচ্চা করবে। এখানে পাখির জন্য অত্যাবশ্যকীয় খাবার ক্যাটেল ফিস বোন এবং মিনারেল ব্লক দেয়া থাকবে। আমার বানানো এই মিক্স টি খাওয়ালে আশা করছি যারা শখের বসে বাজিগার পাখি পালন করেন আমার এই খাবারটা তাদের অনেক সাহায্য করতে চলেছে। যেগুলো খাওয়ালে আশা করা যায় আপনার পরিবেশটা যদি ভালো থাকে তবে আপনার পাখিগুলো থেকে ডিম বাচ্চা উৎপাদন শুরু করতে পারবেন। তাছাড়া যদি আপনারা নিজেরা বানিয়ে নিতে চান তবে এই ফর্মুলাতে বাজারিগার পাখির এক কেজি খাবার বানাবেন। চিনা 400-500 গ্ৰাম কাউন 300- 400 গ্রাম পোলাও ধান 50 গ্ৰাম সাধারণ ধান 50 গ্ৰাম ব্লাক মিলেট 20 গ্ৰাম ইয়োলো মিলেট 20 গ্ৰাম রেড মিলেট 20গ্ৰাম ক্যানারি 50 গ্ৰাম সূর্যমুখী বীজ 50 গ্রাম গুজি তিল 50 গ্রাম কিন্তু সমস্যা হল যদি আপনি এই সবগুলো উপকরণ সঠিক অনুপাতে মিশিয়ে পাখিকে খাবার খাওয়াতে না পারেন তবে তাদের ডিম বাচ্চা দেয়ার সম্ভাবনা অনেক কমে যায়। যদি আপনি আমার বাজরিগার পাখির ব্রিডিং প্যাকেজটি কিনতে চান তবে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন 01915970801 আপনি হয়তো বলতে পারেন তিন কেজি খাবার কেন। এর কারণ হলো তিন কেজি খাবারের মোটামুটি আপনার একজোড়া পাখির চার থেকে পাঁচ মাস চলে যাবে। এবং এই সময়টা যদি তাদের আপনি সঠিক ডায়েট প্ল্যান এর মধ্যে রাখতে পারেন তবে তার ডিম বাচ্চা দেওয়া শুরু করে দেবে। আমাদের প্যাকেজের মূল্য ৬০০ টাকা এবং সাথে ডেলিভারি চার্জ আপনার এলাকার ভিত্তিতে প্রযোজ্য হবে। ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ ১০০ টাকা আর ঢাকার বাইরে হলে এলাকা ভেদে ভিন্ন হতে পারে। তাই খাবার অর্ডার করতে এখনি ফোন করুন আমাদের নাম্বারটিতে।

Comments