Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



#prithimpassa

‪@nashiatscookingandtravelli5079‬ জমিদারবাড়ি বলতে ভাঙাচোরা পলেস্তারা খসে যাওয়া দেয়ালের কথা মনে এলেও পৃত্থিমপাশা তার চেয়ে আলাদা। ৩৫ একর জায়গাজুড়ে বিস্তৃত পৃত্থিমপাশা জমিদারবাড়ি আজও সাজানো-গোছানো। বাড়িতে ঢুকতেই হাতের বাঁ পাশে রয়েছে বিশাল এক দিঘি। প্রায় ৩০০ বছর বয়সী বাড়িটির আসবাবপত্র, মসজিদের ফুলেল নকশা, ইমামবাড়া, দিঘি মানুষকে আকৃষ্ট করে। ইমামবাড়াই বেশি আকর্ষণীয়। রক্ষণাবেক্ষণের জন্য লোক নিয়োগ করা আছে। আলী আমজাদ খানের উত্তরসূরিরাই বাড়িটি দেখাশোনা করেন। মোগল সম্রাট আকবরের সময়কালে ইরান থেকে ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন সাকি সালামত খান। ধর্ম প্রচারের উদ্দেশ্যেই তাঁর ছেলে ইসমাইল খান পৃত্থিমপাশায় আসেন। ইসমাইল খানের নামে পৃত্থিমপাশার জমিদারবাড়ির দিঘির নাম রাখা হয়। ইসমাইল খানের ছেলের নাম শামসুদ্দিন খান। শামসুদ্দিন খানের ছেলে রবি খান। এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য জমি দান করে রবিরবাজার হাট প্রতিষ্ঠা করেন রবি খান। তাঁর ছেলে আলী আহমদ খান সিলেটের কাজি (বিচারক) ছিলেন। একটি ঘরের চূড়ায় বিরাটাকায় এ ঘড়িটি স্থাপন করা হয়েছে। ১৮৭৪ সালে সিলেটের কিন ব্রিজের ডান পাশে সুরমা নদীর তীরে ঘড়িঘরটি নির্মাণ করেন আলী আহমদ খান। নাম রাখেন ছেলে আলী আমজাদের নামে। পরে পিতার মৃত্যুর পর স্থাপনাটির নির্মাণকাজ পূর্ণ করেন আলী আমজাদ খান। এটি এখন সিলেট শহরের একটি উল্লেখযোগ্য স্থাপনা। নারী শিক্ষার প্রসারে মৌলভীবাজারে ১৯০৫ সালে ‘মৌলভীবাজার আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন নবাব আলী আমজাদ খান। এ ছাড়া কুলাউড়ায় প্রতিষ্ঠা করা হয় আলী আমজাদ স্কুল অ্যান্ড কলেজ। আমজাদ খানের দুই উত্তরাধিকারী হলেন—আলী হায়দার খান ও আলী আজগর খান। তাঁদের আমলেই বাড়িটি দুই ভাগ হয়ে যায়। আলী হায়দার খানের দুই পুত্র—আলী ছফদর খান ওরফে রাজা সাহেব ও আলী সারওয়ার খান ওরফে ‘চুন্নু নবাব’। আলী ছফদর খান ভাসানী ন্যাপের রাজনীতিতে সক্রিয় ছিলেন। অন্যজন আলী সারওয়ার খান ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৭৩ সালের উপনির্বাচনে কুলাউড়া আসনের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পৃত্থিমপাশার ইমামবাড়া পৃত্থিমপাশার জমিদারবাড়ির সদস্যরা শিয়া মতাবলম্বী। নবাব আলী আমজাদ খান ইমামবাড়াটি প্রতিষ্ঠা করেন। মহররমের দিন ইমামবাড়াকে কেন্দ্র করে কারবালার কাহিনি বর্ণনা, শোক মিছিল ও মাতম চলে। এখনো পৃত্থিমপাশা জমিদারবাড়ি থেকে মহররম উপলক্ষে তাজিয়া মিছিল বের হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। অনেক নামকরা লোক পৃত্থিমপাশা জমিদারবাড়ির আতিথেয়তা গ্রহণ করেছেন। এর মধ্যে ১৯৫১ সালে ইরানের রাজা রেজা শাহ পাহলভী অন্যতম। তাঁর সঙ্গে ছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পূর্ব পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আইয়ুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর খাজা নাজিম উদ্দিন প্রমুখ। ত্রিপুরার মহারাজা রাধা কিশোর মানিক্য বাহাদুরও এ বাড়িতে আতিথ্য নিয়েছিলেন। #পৃত্থিমপাশা

Comments