У нас вы можете посмотреть бесплатно Bengal icon news: নদীর ঢেউয়ের দাপটে আলাদা ৩ ভাই, ট্রলার ডুবে মৃত্যু দুই ভাইয়ের или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Bengal icon news: নদীর ঢেউয়ের দাপটে আলাদা ৩ ভাই, ট্রলার ডুবে মৃত্যু দুই ভাইয়ের পূর্ব মেদিনীপুরে ট্রলারডুবিতে মৃত সাগরের দুই ভাই। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে ঘটলো বিপত্তি।পূর্ব মেদিনীপুরের খেজুরির কাছে মৎস্যজীবীদের ট্রলারডুবি। মৃত্যু হল দক্ষিণ 24 পরগনা জেলার সাগরের ২ জনের। এখনও নিখোঁজ ৭ মৎস্যজীবী।মৃত মৎস্যজীবীরা সম্পর্কে ভাই। দক্ষিণ 24 পরগনার সাগরের সুমতিনগর গ্রাম পঞ্চায়েতের বঙ্কিমনগর গ্রামের বাসিন্দা তাঁরা। মৃত মৎস্যজীবীর নাম খুরসেদ খাঁ ও সফিরুল খাঁ । সম্পর্কে তারা দুই ভাই। কয়েকদিন আগে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য সাগরের বঙ্কিমনগর এলাকা থেকে পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একই পরিবারের তিন ভাই খুরশেদ খাঁ, শফিরুল খাঁ এবং মুরশেদ খাঁ। শুক্রবার ট্রলার ডুবির ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় মুরসেদ বেঁচে ফিরতে পারলেও ফিরতে পারেনি তার দুই ভাই। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ চালিয়ে ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।নিখোঁজদের হদিশ পেতে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, ১৫ জুন থেকে শুরু হচ্ছে সমুদ্রে মাছ ধরার অনুমতি মিলেছে। সেই কারণে বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে ট্রলারে করে পেটুয়াঘাট বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল শেখ তাজেমানের এফবি আলামিন-৪ নামের একটি ট্রলার। মোট ১২ জন মৎস্যজীবী ছিলেন ট্রলারে। যাওয়ার সময় খেজুরির মসনদ-ই আলার কাছে চড়ে ধাক্কা লাগে ট্রলারটির। তাতেই ঘটে বিপত্তি। চড়ায় ধাক্কার জেরে উলটে যায় ট্রলারটি। সমুদ্রে পড়ে যান ১২ জনই। সাঁতরে বাঁচার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার কাজ।জানা গিয়েছে, ইতিমধ্যেই ৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন অসুস্থ। এখনও হদিশ মেলেনি ৭ মৎস্যজীবীর। একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় দক্ষিণ 24 পরগনার সাগরে শোকের ছায়া নেমে এসেছে। মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছে খাঁ পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার উপার্জনের আশায় বেরিয়েছিলেন সাগরের একই পরিবারের তিন সদস্য। কিন্তু বাড়ি ফেরা হল না। পরিবারের একমাত্র রোজগেরেদের হারিয়ে দিশেহারা খাঁ পরিবার।এই খবরে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা গ্রাস করেছে ওই ট্রলারের নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের। তাঁদের খোঁজে দফায় দফায় চলছে তল্লাশি। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে উপকূল রক্ষী বাহিনী। #bengal_icon_news #sagar #purbamedinipur #fisherman #fishingvideo