У нас вы можете посмотреть бесплатно UNO no Mercy update version 2025 খেলার নিয়ম বাংলায়। или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
UNO "No Mercy" একটি অফিশিয়াল নয়, কিন্তু জনপ্রিয় ফ্যান-মেইড ভার্সন UNO কার্ড গেমের। এটি মূল UNO-এর তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং, এক্সাইটিং আর দ্রুত গতির। এই ভার্সনে অতিরিক্ত কিছু বিশেষ কার্ড যোগ হয় যেমন: Draw 10, Draw 15, Skip Everyone, ইত্যাদি। নিচে UNO No Mercy খেলার নিয়মাবলী দেওয়া হলো: 🔢 সাধারণ নিয়ম (UNO-এর মতোই): 1. একজন খেলোয়াড় একটি কার্ড ফেলে যেটা হয় কালার বা নাম্বারে মিলে। 2. যদি কোনো কার্ড ফেলার মত না থাকে, তাহলে ড্র করতে হয় (এক বা একাধিক কার্ড, নিয়ম অনুযায়ী)। 3. হাতে একটি কার্ড বাকি থাকলে "UNO!" বলতে হয়, না বললে পেনাল্টি 2 কার্ড নিতে হয়। 🔥 UNO No Mercy বিশেষ কার্ডস ও নিয়ম: ✅ Draw Cards (নতুন ও কঠিন!) কার্ড কাজ 🔺 Draw 2 পরবর্তী খেলোয়াড় 2টি কার্ড তুলে নেয়, পালা মিস 🔺 Draw 4 (Wild) কালার পরিবর্তন + পরবর্তী খেলোয়াড় 4টি কার্ড নেয় 🔺 Draw 6 পরবর্তী খেলোয়াড় 6টি কার্ড নেয় 🔺 Draw 8 8টি কার্ড নেয় 🔺 Draw 10 10টি কার্ড নেয় 😱 ✅ Combo Allowed যদি কারো কাছে আরও Draw Card থাকে, সে ফেলে দিতে পারে, এবং পরবর্তী খেলোয়াড়কে সবগুলো গুনে নিতে হয়। যেমন: Draw 4 + Draw 10 = 14 কার্ড 😬 🚫 Skip Cards কার্ড কাজ ⏭️ Skip পরবর্তী খেলোয়াড়ের পালা বাতিল ⛔ Skip Everyone একমাত্র যে ফেলে সে ছাড়া সবাই স্কিপ হয় ↩️ Reverse খেলার দিক পরিবর্তন হয় (clockwise ↔️ counterclockwise) 🎨 Wild Cards কার্ড কাজ 🎨 Wild যেকোনো কালার নির্বাচন করা যায় 🎨 Wild Draw X কালার পরিবর্তনের পাশাপাশি draw করতে হয় 📌 অন্যান্য নিয়ম: 1. Combo Stack Allowed: Draw কার্ড একের পর এক ফেলে "stack" করা যায়। যেমন: যদি কেউ Draw 10 ফেলে, পরের জন যদি আরেকটি Draw 4 ফেলে, তাহলে পরবর্তী খেলোয়াড়কে 14 কার্ড তুলতে হবে 2. UNO বলা বাধ্যতামূলক: একটিমাত্র কার্ড বাকি থাকলে না বললে পেনাল্টি। 3. প্রথমে 500 পয়েন্ট পেলে জিতে যায় অথবা গ্রুপে নির্দিষ্ট রাউন্ড খেলার পর যে সবচেয়ে কম কার্ড জমায়, সে জিতে। আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ