У нас вы можете посмотреть бесплатно এনআইডি সংশোধনে নাগরিকদের দুর্ভোগ কমেছে : ইসি সচিব || ঢাকা টিভি || DhakaTv || Dhakatv News или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
এনআইডি সংশোধনে নাগরিকদের দুর্ভোগ কমেছে : ইসি সচিব || ঢাকা টিভির সংবাদ || ঢাকা টিভি নিউজ || DhakaTv || Dhakatv News জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ অনেকটাই কমেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। তিনি বলেছেন, প্রতি মাসে সংশোধনের আবেদন যেমন কমেছে, তেমনি কমেছে ভোগান্তির মাত্রাও। আজ বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। 'এনআইডি সংশোধন সংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রামের' অগ্রগতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সচিব জানান, চলতি বছরের প্রথম দিন থেকে অনিষ্পন্ন থাকা আবেদন ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮০৬টি। এর মধ্যে গত ছয় মাসে নতুনভাবে জমা পড়ে আরও ৬ লাখ ৫ হাজার ৫২০টি আবেদন। সবমিলিয়ে আবেদন দাঁড়ায় ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টিতে। এর মধ্যে ‘ক্র্যাশ প্রোগ্রামের’ মাধ্যমে নিষ্পন্ন করা হয়েছে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি। তিনি বলেন, আগে প্রতি মাসে যেখানে এক লাখের মতো আবেদন আসত, এখন তা কমে ৮০ হাজারে নেমে এসেছে। বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা মাত্র ৭৬ হাজার ৬৯৪টি। আখতার হোসেন জানান, এনআইডি সেবা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এতে নাগরিকদের হয়রানি কমেছে। আগামী কয়েক মাসের মধ্যে এ সেবা আরও স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি। গণঅভ্যুত্থানের পর কিছু রাজনৈতিক ব্যক্তি ও নাগরিকের এনআইডি ‘লক’ হওয়া প্রসঙ্গে সচিব বলেন, বিভিন্ন কারণে এনআইডি লক করা হয়ে থাকে। বিশেষ করে অপব্যবহার ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়। এমনকি আমার নিজের এনআইডিও লক বলে শুনেছি। এনআইডি সংশোধনের ক্ষেত্রে ইসি চারটি ক্যাটাগরি নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট তথ্য ও কাগজপত্র যাচাই করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হয়। সচিব জানান, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত মোট ৫৪ লাখ ৭৬ হাজার ১১টি সংশোধনের আবেদন জমা পড়ে। এর মধ্যে নিষ্পন্ন হয়েছে ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি আবেদন। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এনআইডি সেবায় সবধরনের হয়রানি পুরোপুরি বন্ধ হবে। ============= #এনআইডি_সংশোধনে_নাগরিকদের_দুর্ভোগ_কমেছে_ইসি_সচিব #ইসি_সচিব #নির্বাচন_কমিশন_সচিবালয়ের_সিনিয়র_সচিব_আখতার_হোসেন #আগারগাঁওয়_নির্বাচন_ভবন #ঢাকা_টিভি #ঢাকা_টিভি_সংবাদ #তরতাজা_সংবাদ #আজকের_খবর #ঢাকা_টিভি_নিউজ #altaf_mahmud #dhaka_tv #dhaka_News #dhaka_Bangla #dhaka_tv_channel ** বিশেষ সতর্কীকরণ ** ================== এই চ্যানেলের কোন ভিডিও অনুমতি ছাড়া অন্য কোন চ্যানেলে আপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন । আমাদের কোন ভিডিও অন্য কোন চ্যানেলে পাওয়া গেলে কপিরাইট নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে । Enjoy and stay connected with us ► Subscribe Now: Stay updated