Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб সূরা ফুরক্বান (৬১-৭৭) | শায়খ হাসসান সালেহ в хорошем качестве

সূরা ফুরক্বান (৬১-৭৭) | শায়খ হাসসান সালেহ 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



সূরা ফুরক্বান (৬১-৭৭) | শায়খ হাসসান সালেহ

আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদের কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। মারেফুল কুরআনের বরাতে সেগুলো উল্লেখ করা হলো; ১. তারা হলো আল্লাহর বান্দা, দাস। দাস হলো, রব যেখানে কোনো বিধান দিয়েছেন, সেখানে সে নিরঙ্কুশ আনুগত্য করবে; আর যেখানে ছাড় দিয়েছেন, সেখানে ছাড় পাবে। ২. তারা নম্রতা সহকারে চলাফেরা করে। সর্বদা রবের দরবারে নিজের হীনতা প্রকাশ করে। অহংকারী হয়ে উঠে না। ৩. অজ্ঞতাপ্রসূত কথাবার্তা শুনলে সেখানে নিরাপত্তা কামনা করে; সেক্ষেত্রে বক্তা যত জ্ঞানী/মূর্খই হোক না কেনো। ৪. তারা রাত্রি যাপন করে সিজদারত ও দন্ডায়মান অবস্থায়। কুরআন তাদের রাত্রে বিছানার শয্যা থেকে পৃথক রাখে। ৫. তারা যদিও ইবাদতগুজার, তবুও নিজের ইবাদত নিয়ে কখনো নিশ্চিত নয়। সর্বদাই আল্লাহ ও পরকালের চিন্তায় থাকে (কি হবে অবস্থা সেদিন, এই ভাবনায়)। আর তাই জাহান্নাম থেকে পানাহ চায় রবের নিকট। ৬. তারা যখন ব্যয় করে তখন একেবারে কৃপনতা করেনা, আবার অপব্যয় করে না। দ্বীনের জন্য খরচ করে, আর পাপ কাজে ব্যয় করে না। ৭. তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো ইবাদতে আল্লাহর সাথে শরীক করে না। ৮. অন্যায়ভাবে (যে প্রাণ আল্লাহ হারাম করেছেন তা) হত্যাও করেনা, ব্যভিচারের নিকটবর্তীও হয় না। (যারা করে, তাদের জন্য ভয়াবহ আযাবের হুশিয়ারি এসেছে উক্ত আয়াতে।) ৯. আর তারা তওবা করে যদি এহেন পাপকার্য হয়েই যায়। প্রথমদল হলো ঈমান এনে তাওবা করে, যারা পূর্বে মুমিন ছিলো না, আর হত্যা ব্যভিচার করেছে। তাদের পাপকে পূণ্য দ্বারা বদলে দিবেন আল্লাহ। দ্বিতীয়দল হলো যারা মুমিন, পাপ হলে তাওবা করে আমল দ্বারা তওবার সত্যায়ন করে। ১০. মুমিন বান্দারা মিথ্যা ও বাতিল মজলিসে যোগ দেয় না। মুজাহিদ রাহি. একে গান-বাজনার (কনসার্ট) মজলিস অর্থ নিয়েছেন। ইবনুল কায়্যিম রহি. নাচ গানের আসরকে বুঝেছেন আর ইমাম যুহরী ও মালিক রাহি. মদ পান ও পরিবেশনের মজলিসকে বুঝেছেন। ১১. অনর্থক ও বাজে মজলিসের কাছ দিয়ে (অনিচ্ছায়) ঘটনাক্রমে গমন করলে, গাম্ভীর্য ও ভদ্রতা সহকারে চলে যায়। নিজেকে আবেদ/বুজুর্গ ভেবে অহংকার করে না। ১২. তাদেরকে যখন আল্লাহর আয়াত ও আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তারা অন্ধ বধিরের মতো মনোযোগ দেয় না। বরং শ্রবণশক্তি ও অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষের ন্যায় এগুলো নিয়ে ভাবে, তাদাব্বুর তাফাককুর করে, এর উপর আমল করে। ১৩. নিজ সন্তান-সন্ততি ও স্ত্রী(দের) জন্য আল্লাহ তাআলার কাছে দুআ করে, যেনো তাদেরকে চোখের শীতলতা স্বরূপ করে দেন। পুরো পরিবারকে মুত্তাকী বানানোর জন্য দুআ করে, আর পরিবারের কর্তা হিসেবে মুত্তাকীদের ইমাম বলে গণ্য হবে। (আল্লাহ আমাকে এবং আপনাকে উক্ত গুণগুলো অর্জনের তাওফীক দিন। হেদায়েতের উপর অটল রাখুন) #মুমিনের_গুণাবলী #সূরা_ফুরকান(৬১-৭৭) #শায়খ_হাসসান_সালেহ #Attributes_of_Mumin #Sura_Furqan #Shaikh_Hassan_Saleh

Comments