У нас вы можете посмотреть бесплатно নগদ মোবাইল ব্যাংকিং অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার পদ্ধতি । Nagad App A to Z или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটরিয়ালে। আজকে আমি আপনাদেরকে নগদ অ্যাপস এর ব্যবহার পদ্ধতি দেখাবো। নগদের বিভিন্ন সার্ভিস গুলি অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নগদ বাংলাদেশ ডাক বিভাগের একটি ডিজিটাল পেমেন্ট সার্ভিস। অন্যান্য মোবাইল ব্যাংকিং এর সাথে পাল্লা দিয়ে নগদ মোবাইল ব্যাংকিং এর ব্যবহার খুব দ্রুত বাড়ছে। বর্তমানে নগদের রেজিস্টার্ড গ্রাহকের সংখ্যা বিকাশ থেকে বেশি। নগদ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এবং এর খরচ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় খরচ কম এজন্য নগদের প্রতিনিয়ত বাড়ছে। ইতিমধ্যে নগদ তার সার্ভিসের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে। অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিতে নগদ তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করেছে। যা খুবই সময়োপযোগী। নগদের মোবাইল অ্যাপস খুবই সিম্পল বিকাশ ও রকেটের তুলনায়। এখন ও পর্যন্ত রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান হিসাবে নগদের সার্ভিস খুবই সন্তোষজনক। কেননা এটি খুব ভালোভাবেই অন্যান্য মোবাইল ব্যাংকিং অপারেটরদের সাথে প্রতিযোগিতা করেই টিকে রয়েছে। নগদের বিভিন্ন সার্ভিসগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি। বর্তমানে শুধুমাত্র নগদের মাধ্যমে সবথেকে কম খরচে লেনদেন করা যায়। নগদে প্রতি ১০০০ টাকা ক্যাশ ইন করলে ৫ টাকা ক্যাশ ব্যাক পাওয়া যায়। যা অন্য কোন মোবাইল ব্যাংকিং সার্ভিসে পাওয়া যায় না। নগদের ক্যাশ আউট চার্জ মাত্র ১৪.৫%। অর্থাৎ আপনি যদি ১০০০ ক্যাশ ইন করেন তাহলে আপনি পাবেন ৫ টাকা আর এই ১০০০ ক্যাশ আউট করলে আপনার খরচ হবে ১৪.৫ টাকা। আপনি যেহেতু বোনাস পাচ্ছেন ৫ টাকা বোনাস পাচ্ছেন এজন্য আপনার ক্যাশ আউট চার্জ পড়বে মাত্র ৯.৫ টাকা। এত কম রেটে আপনি অন্য কোন মোবাইল ব্যাংকিং সার্ভিসে ক্যাশ আউট করতে পারবেন না। রকেটের মাধ্যমে ৯.৫ টাকাই ক্যাশ আউট করা যায় কিন্তু সেটা শুধুমাত্র এটিএম বুথ এর মাধ্যমে। কিন্তু নগদের মাধ্যমে আপনারা সারা দেশব্যাপী যে কোন নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে এই খরচে ক্যাশ আউট করতে পারবেন। যা খুবই সাশ্রয়ী। নগদ ডাক বিভাগের আওতাধীন একটি ফিন্যান্সিয়াল সার্ভিস। যা রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। নগদ আমাদের দেশের সাধারণ জনগণেরই একটি প্রতিষ্ঠান। নগদ তার সার্ভিসের মাধ্যমে লাভবান হলে তার সুফল প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সাধারণ জনগণ ভোগ করবে। এজন্য নগদের সুফল আমাদের সকলের কাম্য। অন্যান্য লিমিটেড কোম্পানিগুলো সাধারণত প্রফিটের ধান্দায় থাকে। সাধারণ জনগণের স্বার্থের কথা বিবেচনা করে না। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসাবে নগদ সাধারণ জনগণের স্বার্থের বিষয়টি বিবেচনায় রাখবে এটাই সকলের কাম্য। ইউটিউবে রকেট এবং বিকাশ অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ের উপর অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে কিন্তু নগদ অ্যাপ নিয়ে এধরনের কোন টিউটোরিয়াল নেই। এজন্য নগদের জন্যেও এ ধরনের একটি টিউটোরিয়াল প্রয়োজন সেই তাগিদ থেকেই আমি আমি আজকে এই টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। টিউটোরিয়ালটি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Stay Connected with Us On- ---------------------------------------------------------------------- Facebook- / techmasterariful Instagram- / techmasterariful Twitter- / enggariful Pinterest- / ariful1971 Behance- https://www.behance.net/ariful8965799