У нас вы можете посмотреть бесплатно Poriborton (পরিবর্তন) | Critical Mahmood ft. Ariyan | Prod. Sami Tonmoy | Official Music Video 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Poriborton (পরিবর্তন) | Critical Mahmood ft. Ariyan | Prod. Sami Tonmoy | Official Music Video 2025 Poriborton (পরিবর্তন) is the latest official music video of Critical Mahmood featuring @AriyanChowdhury. The music is produced by Sami Tonmoy. Poriborton (পরিবর্তন) is a fresh music video of 2025. Credits: Artist: Critical Mahmood, Ariyan Chowdhury Lyrics: Critical Mahmood Music: Sami Tonmoy Record, mix and master: Hall of Critics Director: Tasrif Faravi Assistant Director: Jahid Hasan Talib DOP, Edit, Colour: Tasrif Faravi Production: RTF Films Artwork: OPCedit Calligraphy: OPCedit Sponsor: Quantize Music Group Apparel Partner: Finesse Lifestyle Powered By: Tunefizz Distribution Music Label: Underrated Bangladesh Lyrics: Hook: পরিবর্তন চাই পরিবর্তন নাই পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু কত কিছু করবি দুনিয়াতে অর্জন শুধু সম্মান ছাড়া বাকি সব বর্জন পরিবর্তন চাই পরিবর্তন নাই পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু পরিবর্তন চাই পরিবর্তন নাই পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু Verse: ৭১ দেখি নাই নিজের চোখে দেখসি ২৪। বিপ্লবের পরে দেখছি শান্তির মার নাই কোনো হোদিস। অই তোরা যোগ দিছ দলে দলে ভোট দিছ। নির্বাচনের আগে আগে বাজার দরের খোজ নিছ। দাম বারে দিনে দিনে কমার কোনো নাম নাই। সিন্ডিকেটের জালে আটকা কৃষক শ্রমিক,প্রশাসন এর কাম নাই। জান যায় গরিবের বাজার করতে এক বেলার। চিন্তায় পইরা দিন কাটায় মধ্যবিত্ত ব্যাচেলর। বর্তমান পরিস্থিতি upside down বিদ্যা অর্জন করে মেধাবী, আর ভাংচুর করে clown, আইয়া শিক্ষা প্রতিষ্ঠানে। যেনে জ্ঞানী বানায় জাতি। মেরুদণ্ড ভাইংগা গেলে, সারা দেহের লাইগা ক্ষতি। স্বাধীন হয়ছে আমার freedom of speech. বাইচ্চা আছে দেশে যারা কালো টাকায় rich. স্বপ্ন এতো কাছে তবু লাগে out of reach টাকা নিয়া যায় উপরে যদি হইতে পারো নিচ। Hook: পরিবর্তন চাই পরিবর্তন নাই পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু কত কিছু করবি দুনিয়াতে অর্জন শুধু সম্মান ছাড়া বাকি সব বর্জন পরিবর্তন চাই পরিবর্তন নাই পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু পরিবর্তন চাই পরিবর্তন নাই পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু Verse: চাই দেশের পরিবর্তন নাই পরিবর্তন। নাই কত কিছু করবি দুনিয়াতে অর্জন। শুধু সন্মান ছাড়া বাকি সব বর্জন। ধরেন আপনার আমার কিছু না দূর্নিতীর কামাই মামাগো। মানা না কইরা কামা ঝৃণ আর জরিমানা আমাগোই। কানার পথে আলো,জামানা ভালোনা কার দোষ। ঝইরা গেলে রক্ত,রক্তের উপরে নাই আপোষ। টিকে নাই dictator descendant of evil. by worshiping power এরা জন্ম দিছে devil. এগো ভিতরে,নাই কোনো মনসত্ব মানবতা। আম জনতার রক্ত খাইয়া,সুখে থাকতে পারবো না কেউ কবরে। ধর্মরে political weapon বানায় স্বার্থ। হাসিল করার উদ্দেশ্যে। এই দেশে,সাম্প্রদায়িক সম্প্রীতি এতো বেশি। যে বিদেশি ফ্যাসিবাদের চক্রান্ত ব্যার্থ। আর কিসের? ডর লাগে তর জন্মভূমি বাংলাদেশ। দরবারে তরবারি লাগা শান। যদি ভুইলা যান রক্তাক্ত জুলাই। ভবিষ্যতে আবু সাইদ,মুগ্ধ হইয়া দিবো না কেউ জান। Hook: পরিবর্তন চাই পরিবর্তন নাই পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু কত কিছু করবি দুনিয়াতে অর্জন শুধু সম্মান ছাড়া বাকি সব বর্জন পরিবর্তন চাই পরিবর্তন নাই পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু পরিবর্তন চাই পরিবর্তন নাই পরিবর্তন, ক্ষমতার গর্জন শুধু #BanglaRap #CriticalMahmood #AriyanChowdhury #Poriborton #Bangladesh #BanglaHiphop