У нас вы можете посмотреть бесплатно কুরআনের এই কথাটি একবার চিন্তা করেই দেখুন, হেদায়েতের জন্য যথেষ্ট হবে || Mau. Mozammel Haque New Waz или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সূরা নাজেয়াত এর তাফসীর পর্ব-৩ (শেষপর্ব), আয়াত : ২৭-৪৬ || Surah Najeyat Tafsir : 27-46 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center. #tahjibcentermozammelhaque Stay tuned by subscribing to our channel to hear more new Waz mahfil, tafsir mahfil, hamd-naat / Islamic music, and recitation of the Holy Quran. সুরা নাজিয়াত أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاء بَنَاهَا তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? [সুরা নাজিয়াত - ৭৯:২৭] رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। [সুরা নাজিয়াত - ৭৯:২৮] وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন। [সুরা নাজিয়াত - ৭৯:২৯] وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। [সুরা নাজিয়াত - ৭৯:৩০] أَخْرَجَ مِنْهَا مَاءهَا وَمَرْعَاهَا তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন, [সুরা নাজিয়াত - ৭৯:৩১] وَالْجِبَالَ أَرْسَاهَا পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, [সুরা নাজিয়াত - ৭৯:৩২] مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে। [সুরা নাজিয়াত - ৭৯:৩৩] فَإِذَا جَاءتِ الطَّامَّةُ الْكُبْرَى অতঃপর যখন মহাসংকট এসে যাবে। [সুরা নাজিয়াত - ৭৯:৩৪] يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَى অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে [সুরা নাজিয়াত - ৭৯:৩৫] وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَى এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে, [সুরা নাজিয়াত - ৭৯:৩৬] فَأَمَّا مَن طَغَى তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে; [সুরা নাজিয়াত - ৭৯:৩৭] وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, [সুরা নাজিয়াত - ৭৯:৩৮] فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى তার ঠিকানা হবে জাহান্নাম। [সুরা নাজিয়াত - ৭৯:৩৯] وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, [সুরা নাজিয়াত - ৭৯:৪০] فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى তার ঠিকানা হবে জান্নাত। [সুরা নাজিয়াত - ৭৯:৪১] يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে? [সুরা নাজিয়াত - ৭৯:৪২] فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ? [সুরা নাজিয়াত - ৭৯:৪৩] إِلَى رَبِّكَ مُنتَهَاهَا এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে। [সুরা নাজিয়াত - ৭৯:৪৪] إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। [সুরা নাজিয়াত - ৭৯:৪৫] كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে। [সুরা নাজিয়াত - ৭৯:৪৬]