У нас вы можете посмотреть бесплатно বেনারসে কোথায় থাকবেন | হোটেল লিস্ট নাম্বারসহ | Cheap And Best Hotel In Varanasi | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
বেনারসে কোথায় থাকবেন | হোটেল লিস্ট নাম্বারসহ | Cheap And Best Hotel In Varanasi | #hotelvaranasi #hotelrent #varanasi #touristporibar বন্ধুরা ট্যুরিস্ট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা বেনারসে এসে কোথায় থাকবেন ? কম বাজেটে ভালো মানের পরিস্কার পরিচ্ছন্ন হোটেল কিভাবে সহজে পাবেন তা বলে দিব আজকের ভিডিওতে। আমরা বেনারসে কোন হোটেলে থেকেছি তার ভাড়া কত, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারি দেখিয়ে দিব। এবং সেই সাথে আজকের পর্বে বেনারসের কয়েকটি কম বাজেটের হোটেলের ঠিকানা বলেদিব যে হোটেল গুলো কাশি বিশ্বনাথ মন্দিরের কাছে ও গঙ্গা ঘাটের নিকটে অবস্থিত। – তো চল বন্ধুরা ভিডিওটি দেখতে থাকি । বন্ধুরা বেনারসের প্রতিটি অলিগলিতে রয়েছে এই শহরের ইতিহাস। কেননা পৃথিবির প্রাচিনতম শহরের মধ্যে ব্যনারস একটি যা আজও টিকে থেকে মেলে ধরছে তার ইতিহাস ও ঐতিহ্য। এই প্রাচিন শহরে রয়েছে নতুন পুরাত শত শত হোটেল। আপনি যে কোন হোটেলে এসে থাকতে পারেন। তবে আপনার পছন্দের হোটেলের ঠিকানা , লোকেশন এবং ভাড়া জানা থাকলে আপনি অনেকটা ণির্ভর থাকবেন । অনলাইনের যুগ তো আপনি চাইলে বুকিং দিয়েও আসতে পারেন। তবে ব্যানারসে এসে দু-চারটি হোটেলর নিজেদের পছন্দমত রুম দেখে ভাড়া ঠিক করতে পারেন । এ ক্ষেত্রে ভাড়া দু-একশ টাকা কম পাবেন যা অনলাইনে সুযোগ নেই । আমরা ব্যানারসে এসে প্রথম কয়েকটি হোটেল দেখলাম ও দরদাম করলাম । শিবায়ালা ঘাটের দিকে হোটেল ‘প্রভু সুন্দরম গেস্ট হাউজ’ এই হোটেলে ডাবল বেডের এসি রুম ভাড়া চাইল ১৬০০/- টাকা । কোন বেলকনি নেই। কাছেই আর একটি হোটেল জিউনার রেস্টুরেন্ট । ডাবল বেডের এসি রুম ভাড়া চাইল ১৭০০/- টাকা । ে এটাতে বেলকনি আছে । ‘হোটেল নিউ সান সাইন ‘ এখানে এসি রুম ভাড়া চাইল ১৬০০টাকা। আমরা চারজন হয়তো তাই ভাড়া এরকম। ২জন হলে ১২০০/ টাকায় এসি রুম । আবার ৬ জন একই রুমে থাকলে ভাড়া ২০০০-২২০০ টাকা। এ ক্ষেত্রে সুবিধা হলো আপনারা যদি গ্রুপ টুর দেন তবে এক এক জনের ভাগে পরবে ৩৫০ টাকার মতো এসি রুম। এসব হোটেলে নন এসি রুমের ভাড়া ৮০০টাকা থেকে শুরু । এসব হোটেল আপনার পছন্দ হলে থাকবেন। তবে সব কটি হোটেলেই পরিস্কার পরিচ্ছন্ন। পাশেই আর একটি আশ্রম দেখলাম- মা অন্নাপূর্ণ আশ্রম’ এখানে ম – এসি রুম, ডাবল বেড, বেলকনি যুক্ত, এ রুমের ভাড়া চাইল ১৫০০/- টাকা । আমরা ১৪০০ টাকায় ঠিক করে উঠে পরলাম। চার তলায় আমাদের রুম । সাধ্যের মধ্যে খুব সুন্দর একটি রুম। যেহুতু গরমের সিজন সাথে বাচ্চারা রয়েছে তাই এসি রুম নিলাম। বন্ধুরা বেনারসের কয়েকটি ভালো মানের কিন্তু কম বাজেটের কিছু হোটেলের নাম ও ঠিকানা এখানে বলে দিচ্ছি ১ । Hotel Om Vishwa Nath Lodge (Varanasi, India) ঠিকানা: গোধলিয়া চকের পাশে । B,8/97, Harishchandra Ghat, Bara Gambhir Singh, Sonarpura, Varanasi, মোবাইল নম্বর 6387333056 ২ । Golden Lodge বারাণসীতে গেস্ট হাউস খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য গোল্ডেন লজ একটি ভাল । এটি লাহোরি টোলায় অবস্থিত। বারাণসীর সমস্ত বাজেট হোটেল থেকে, গোল্ডেন লজ পর্যটকদের মধ্যে খুব জনপ্রিয় হোটেল দেবা : ০৫৪২২৪৫০৩৪০ , গোধলিয় চকের মোরে এটি রয়েছে । ডি 40/12, সিদ্ধার্থ প্লাজা, গোদৌলিয়া-লাক্সা আরডি, ধোধ সত্তির কাছে, লুক্সমানপুরা, গোদোলিয়া, বারাণসী,, গোদোয়ালিয়া, বারাণসী-+91 542 245 0240 ৩ । হোটেল আল্কা :, গোল্ডেন মন্দিরের কাছেই । ডি ৩/৩ মিরঘাট, ভারনসী , মোবাইল - ৯৮৩৯৬৬৬০৫৮ ৫। প্রকাশ গেস্ট হাউজ : ৯৯১৮০৪০৬৮০ Dashwasamedh Ghat , Varanasi | 440 m from Kashi Vishwanath Temple ৬। দশাশমেদ লজ এটি দশাশ্বমেদ ঘাটের কাছেই। ডি ১৫/৭১ দশাশ্বমেদ মোড় । মোবাইল নম্বর – ০৮৮০৪৫২২৩২ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর কোন ভুল তথ্য দিয়ে থাকলে কমেন্টস বক্সে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ থাকলো অনেক ধন্যবাদ বেনারস কোথায় থাকবেন,কম খরচে ভালো হোটেল,বেনারস হোটেল বুকিং কি ভাবে,ব্যানারস হোটেল লিস্ট, বেনারস হোটেল ভাড়া কত,বেনারস সস্তা Ma annapurna Ashram number - 9721991144 7394968884 Facebook Link : / maturam My Another Channel : / @charukolabd