У нас вы можете посмотреть бесплатно ছাত্রী অরিত্রি অধিকারী, পরিবারের অভিযোগ শিক্ষকের দিকে или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ভিকারুন নেসা নূন স্কুলের ছাত্রীর আত্মহত্যা পরিবারের অভিযোগ শিক্ষকের দিকে নিজস্ব প্রতিবেদক: ভিকারুন নিসা নূন অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রি অধিকারী (১৫) আত্মহত্যা করেছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবারের অভিযোগ, মেয়ের সামনে তার বাবা ও মাকে স্কুলশিক্ষক বকাঝকা করার কারণেই অরিত্রি আত্মহত্যা করেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্কুলে শিক্ষকের কথায় অপমানিত হয়ে ছাত্রীর আত্মহত্যা অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। মোবাইল ফোনের মাধ্যমে নকলের অভিযোগ তুলে বাবা-মাকে ডেকে অপমান ও টিসি দেয়ার কথা বলায় রাজধানীর শান্তিনগরে নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারী (১৫) আত্মহত্যা করেন। এর পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিভাবকদের ক্ষোভের কথা শোনেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ ও ক্ষোভের কথা শুনেছি। তাদের বলেছি-কেউ অপরাধী হলে অবশ্যই শাস্তি পাবে। ~-~~-~~~-~~-~ Please watch: "কলেজছাত্রী হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন" • Видео ~-~~-~~~-~~-~