У нас вы можете посмотреть бесплатно The Way of The Tears - অশ্রুর পথ - COVERED IN BENGALI LANGUAGE by Abdur Rahman Ibn Azim или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
প্রায় ৯ বছর আগে Muhammad Al Muqit এর The way of tears বা অশ্রুর পথ এই শিরোনামে একটি নাশীদ রিলিজ হয়। যা এ যাবৎ ৪০ মিলিয়নের বেশী ভিউ হয়েছে। নাশীদের প্রতিটি লাইনের মর্মস্পর্শী অর্থ গুলো অনারবীদের নিকট তুলে ধরতে অনেকেই তাদের নিজস্ব ভাষাভাষী মানুষের কাছে অনুবাদ উপস্থাপন করেছে এবং বাংলা ভাষায়ও এর অনুবাদের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে Abdur Rahman Ibn Azim এর ইচ্ছা হলো এই হৃদয়স্পর্শী কথা গুলো কে এর আবেগময়ী সুরে বাংলা ভাষাভাষীদের নিকট উপস্থাপন করার। তাইতো এই নগণ্য প্রয়াস। পরিবেশনার বিবরণীঃ টাইটেলঃ অশ্রুর পথ। The way of Tears । বাংলা ভার্সন। سبيلُ الدّموعِ The way of the tears in bangla ভাবানুবাদ এবং কন্ঠঃ Abdur Rahman Ibn Azim Artist: @ibnazim Video & Typography: Ahmed Mostofa Rezve (@IslamicLyfProduction) Recording & Mastering: Mazharul Islam (@TruthofUmmah) Special thanks to: @InvestineAmeen & @hamnah.islamicitem কথাগুলোঃ অশ্রুর পথ হলো পথ আরামের سبيلُ الدّموعِ سبيلٌ مريحْ দীর্ঘশ্বাস ফেলে হও প্রস্তুত বিশ্রামের تنهّد أيا صاحِ كي تستريحْ প্রকাশ্যে দুআ আর দুআ নিরবের وبُثّ الدّعاءَ الخفيَّ الصّريحْ ধারন করে রাখবে মহাকাশ রবের। يسعْكَ الفضاءُ الرَّحيبُ الفسيحْ আল্লাহ, তার দয়ায় সব জখম সেরে যায় فَبِاللهِ كَمْ تستطبُّ القُروحْ আর ভগ্ন, আহত রা হয় নিরাময় ويبرأُ جُرحُ الكَسيرِ الجريحْ আর সেই পীড়িতরা প্রানবন্ত হয় وينشطُ ذاكَ السّقيمُ العَلِيلْ অথচ কত দিন তারা ছিলো অসহায়। وقد كانَ بالسُّقم دهرٌ طريحْ এর দ্বারা মহা পাপ হয়ে যায় মোচন تقالُ العِثارُ العِظامُ بهِ কামনা গুলো হয় উৎসর্গের মতন ويغدو الهوا كَكبشٍ ذبيحْ জীবন সুখী করে ইলাহের স্মরন بِذكر الإلهِ تطيبُ الحياة আনন্দে ভরে ওঠে দীপ্ত বদন। تُسرُّ أساريرَ وجهٍ صبيحْ সরে যাও, হে দুঃখ হৃদয় ছেড়ে যাও تنحّ أيا حزنُ واهجُر فؤادًا তাওয়াক্কুল রবের প্রতি মজবুত বানাও توكّل بِجدٍّ بعزمٍ فصيحْ কারন তুমি গোপনে কুমন্ত্রণা দাও فإنّي عَلِمتُ بأنّكَ نَجْوى নিকৃষ্ট কু-পরিধান বিপথে চালাও। ولبسُ خبيثٍ مضلٍّ قبيحْ বীরত্বে স্ব শব্দে স্ব অশ্বে হও আগুসার تبختر ترجّل بصوتٍ وخيلٍ সঠিক কোন পথ এ ধরায় নেই তোমার فمالكَ في الأرضِ دربٌ صحيحْ রবের দিকে ফিরলাম রবের আশ্রয় নিলাম إلى الله عُدنا وبالله لُذن কঠিন সে মহাকাল হতে পারাপার। ليُطْوى زمانٌ بئيسٌ شحيحْ আমাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন জাযাকুমুল্লাহ। Copyright: All rights reserved by @ibnazim এই পরিবেশনার অডিও বা ভিডিও ক্লিপটি সর্বত্র ব্যাবহার করা যাবে। শর্ত হলো টাইটেল এ আরটিস্ট এর নাম উল্লেখ করতে হবে।