У нас вы можете посмотреть бесплатно ঘুরে এলাম নাটর শহর | Rajbari | Natore | 3rd vlog |Sujon Khan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ঘুরে এলাম নাটর শহর | Rajbari | Ghanabhaban | Natore | 3rd vlog |Sujon Khan নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। আর এই নাটোর জেলা তে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে। তার মধ্যে অন্যতম হলো নাটোর রাজবাড়ী ও উত্তরা গণভবন।অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়।১৭০৬ সালে পরগণা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রাম জীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রাম জীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭০৬ সালে, মতান্তরে ১৭১০ সালে।রাজবাড়ির মোট আয়তন ১২০ একর। ছোট-বড় ৮টি ভবন আছে। ২টি গভীর পুকুর ও ৫টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করে আছে দুই স্তরের বেড়চৌকি। পুরো এলাকা ২টি অংশে বিভক্ত – ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হল শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালিবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির।দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে প্রাসাদটি অবস্থিত। রানীভবানী তার নাম দয়ারাম কে এই উত্তরা গণভবন পুরস্কার হিসেবে দিয়েছিলেন। উত্তরা গণভবনে সুন্দর একটি ছোট্ট পার্ক আছে আর বিভিন্ন রকমের গাছ লাগানো আছে। আপনারা এখানে একটি সুন্দর জাদুঘর দেখতে পাবেন। দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। কবি জীবনানন্দ দাশ তার কবিতায় এই নাটোরের বনলতা সেন কে অনেক প্রাধান্য দিয়েছেন। কবিতাটি অনেক জনপ্রিয় ছিল। নাটোর রেলওয়ে স্টেশন অনেক সুন্দর। আপনারা বিভিন্ন স্থান থেকে ট্রেনের মাধ্যমে এই নাটোরে আসতে পারেন। আর নাটোরের কাঁচাগোল্লা তো সবচাইতে জনপ্রিয় বেশি। রাজবংশীর আমল থেকে নাটোরের কাঁচাগোল্লা অনেক বিখ্যাত আকার ধারণ করে আসছে। এবং আমরা বলেও থাকি নাটোর কাঁচাগোল্লা জন্য বিখ্যাত। 1st video link: • পাহাড়পুর বৌদ্ধবিহার | Sompura Mahavihara... 2nd video link: • মিনি কক্সবাজার হাঁসাইগাড়ি বিল | Naogaon ... our facebook page: / sujonkhanofficial07 fb id :https://www.facebook.com/profile.php?... insta: https://www.instagram.com/sabla_sujon... #natore_rajbari #uttara_ghanabhaban #sujon_khan