Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



বাজেট ফ্রেন্ডলি কক্সবাজারে Impulse Ocean View হোটেলটা আসলে কেমন?|| Ep-03 || hotel Price List 2024

✅ বাজেট ফ্রেন্ডলি কক্সবাজারে ভালো মানের ১টি হোটেল || Ep-03 || Impulse Ocean View | hotel price list 2024 ✅ নোটঃ কিছু বিশেষ দিন, দিবস এবং টানা বন্ধের সময় এই বাজেটের মধ্যে রুম পাবেন না। তখন তেমন ডিসকাউন্ট থাকে না । এছাড়া ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হোটেলে ডিসকাউন্ট কম থাকে। বাকি ৮-৯ মাস উল্লেখিত প্রাইজে রুম পাবেন। এছাড়া তাদের আরো কিছু ভালো রুম, ডাবল বেডের রুম, কানেক্টিং রুমও আছে ✅নোটঃ আমাদের এই ইউটিউব চ্যানেলে যত গুলো হোটেল ট্যুর এর ভিডিও আছে, এর কোন হোটেল এর সাথে আমরা সরাসরি সম্পৃক্ত নই। আমাদের চ্যানেল এর মার্কেটিং এবং জনসাধারণ এর সুবিধার্থে আমরা ট্যুর ভিডিও করার উদ্যোগ নেই। প্রতিটি হোটেল এর ভিডিও এর জন্য আমরা সরাসরি হোটেল কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে ভিডিও করেছি। হোটেল রুম এর রেন্ট হোটেল কর্তৃপক্ষ থেকে আমাদের যা জানানো হয়েছে এবং ছাড় এর বিষয়ে যে তথ্য আমাদের দেয়া হয়েছে আমরা সে তথ্য ভিডিওতে বলেছি। আমরা আমাদের ভিডিওতে জানিয়েছি, যে ছাড় আমরা বলছি সে ছাড় সবসময় না থাকতে পারে, সময় এবং অবস্থা এর কারণে ছাড় কম বেশী হতে পারে। তাই রুম বুক করা, রুম এর সার্ভিস ভালো বা মন্দ বা হোটেল এর সাথে অর্থ আদান-প্রদান সংক্রান্ত কোন বিষয়ে আমরা দায়বদ্ধ নই। হোটেল এর ঠিকানা, ফোন নাম্বার – কোন আর্থিক লেনদেন এর পূর্বে অবশ্যই সকল তথ্য যাচাই করে নিবেন। আমরা মনে করি, আমাদের এই ট্যুর ভিডিও এর কারণে আমি সহজেই ঘরে বসে হোটেল সম্পর্কে জানতে পারছেন এবং হোটেল রুম কেমন ভাবে সাজানো আছে তা দেখতে পারছেন, এতে আপনার অনেক সময় বাঁচবে এবং হয়ত কিছু ক্ষেত্রে আর্থিক সুবিধা হবে। ✅ ভিডিও তে দেখানো হোটেল নাম এবং ঠিকানা 🏢 Impulse Ocean View 📌Plot No.69, Block A, PWD R/A, Kolatoli, Cox's Bazar ✅Impulse Ocean View ☎ 01312737010 ☎ 01312737011 ☎ 01312737013 ✅আমাদের পেইজ লিংক-   / digontershuvrotavlog   ✅ ট্রাভেল এজেন্সি পেইজ লিংক-   / digontershuvrotatours   ✅ ট্রাভেল এজেন্সি গ্রুপ লিংক-   / 10250.  . 🗺️ যত ঘুরবেন তত জানবেন। কম বাজেটে ট্যুর করুন 🧳Digonter Shuvrota Tours & Travel এর সাথে। বিদ্র: ট্রাভেল হোস্ট কিন্ত আমি #coxsbazarbeach #coxbazartour #hotel #coxsbazarhotelprice #coxsbazar #top5lowbudget #budgetfriendly #touristplace #coxbazarhotelprice2024 #impluseoceanview

Comments