У нас вы можете посмотреть бесплатно অজ্ঞানে হদক আর চোগো পানি ফেলেবে| অর্থবোধক নতুন গান ২০২৩ইং। или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠান ২০২৩ইং উপলক্ষে বেতছড়ি মৈত্রী নগর অরণ্য কুটিরে ২৯তারিখ রবিবার আনুষ্ঠানিকতা স্বরূপ অনুষ্ঠান উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠান সঞ্চালন করেন বাবু জগদীশ চাকমা। অনুষ্ঠানে পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ সহ বিভিন্ন গ্রাম থেকে আগত পূর্ণ্যার্থীবৃন্দ পুণ্য অর্জন করেন। 👉গানটি মূলত ট্রপি চাকমা ও পরিতোষ দেওয়ান তাদের স্বামী/ স্ত্রী সংসার জীবন সুখ শান্তি আনয়ন প্রসঙ্গে পূজনীয় প্রজ্ঞাসিদ্ধি ভান্তে এক সময় তাদের বাসায় ধর্মোপদেশ দিয়েছেন। সেই দেশনা শুনে তাদের ভাল লাগে পর্যায়ক্রমে ট্রপি চাকমা প্রার্থনা করেন ধর্ম আলোচনায় মূল কথাগুলো গান রূপে স্মৃতি রেখে দেওয়ার জন্য। তারই ধারাবাহিক তাদের স্বামী স্ত্রী দুজনের সম্মতিক্রমে ধর্মোপদেশ দেওয়া কথাগুলো চাকমা ভাষায় গানে রূপে রচিত হয়। 👉তাদের সংসার জীবন আরো সুন্দর হোক এই কামনা করছি। 👉গানটি লিখেছেন- পূজনীয় প্রজ্ঞাসিদ্ধি ভান্তে। কন্ঠ শিল্পী - রুবেল চাকমা ও অন্যন্যা চাকমা সুর - অন্যন্যা চাকমা কির্বোড - রুবেল চাকমা মিউজিক রুবেল স্টুডিও। আর্থিক সহযোগিতায়- পরিতোষ দেওয়ান ও ট্রপি চাকমা। সার্বিক সহযোগিতায় - বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশন। ভিডিও - চিক্কো চাকমা ও তনয় চাকমা। 👉ট্রপি চাকমা & পরিতোষ দেওয়ান উদ্দেশ্য শিক্ষনীয় ধর্মীয় গান 🎵🎶অজ্ঞানে হদক আর চোগো পানি ফেলেবে জ্ঞানচক্ষু উদয় অলে কর্মফল চিনিবে কর্মফল মানিলে মনান বুঝে পারিবে সত্য মিথ্যা জানিলে ধর্মজ্ঞান লাভ গরিবে এই পুণ্যলোই সার্থক উক জীংহানীয়ান, এহাল উহাল সুখ উক এই জীবনান। 🎶🎼পাপকর্ম হেতু ক্ষয় উক এই পুণ্যফলে সংসারত সুখ ফিরি এজোক যদা বলে কর্মফলর জ্ঞান থেলে ভুল বুঝাবুঝি ন অব একজনরে আরেকজনে মানি ললে সুখ ফিরি এব। মানামানি ন অনায় রিজারিজি বেজ অর কর্মফলর জ্ঞান ন তানায় সত্য মিথ্যা ভুলি যর। 🎵🎶কৃতজ্ঞতা গুণানী মনত রাগেনে - গম হামানি গর; সময় তাক্কে পুণ্যমনে সত্য পত্থান দর। যিয়ানি পিও সিয়ানিলোই ম'ন খুজিয়ে তা-গ কর্মফলান ভাবিনে মনানি দমন গরি রা-গ সুখ উক জয় উক এই জীবনত ধর্মজ্ঞান জাগি উদোক এই মনানত। 💞✅💞✅💞✅💞✅💞✅💞✅💞✅💞 বুড্ডিস্ট ধাম্মাপাদা ফাউন্ডেশন। Buddhist Dhammapada Foundation.