У нас вы можете посмотреть бесплатно ভারতের মেঘালয়ের নিকট বাংলাদেশের বর্ডার এলাকায় অবস্থিত শেরপুর গজনী অবকাশ।Bordar Area। Gojni Obokash или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ভারতের মেঘালয় রাজ্যের নিকটে গারো পাহাড়েরর পাদদেশে অবস্থিত বাংলাদেশের বর্ডার বা সীমান্ত এলাকায় অবস্থিত শেরপুর গজনী অবকাশ। ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি গজনী অবকাশ কেন্দ্র। শহুরে কোলাহল ও নাগরিক ব্যস্ততা থেকে একটু বিনোদন মানবজীবনে সবার প্রয়োজন। সে সুযোগ কাজে লাগিয়ে ঘুরে যেতে পারেন ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার গজনী অবকাশ থেকে। ভারত সীমান্তঘেঁষা উঁচু—নিচু পাহাড়বেষ্টিত এই পর্যটনকেন্দ্রের নৈসর্গিক দৃশ্য দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার—পরিজন নিয়ে ছুটে আসেন বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। গারো পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। আর তাই শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীর ঐতিহ্যবাহী গারো পাহাড়ের গজনী অবকাশের পাদদেশে অবস্থিত সারি সারি শাল, গজারি, সেগুনগাছ; ছোট—বড় মাঝারি টিলা, লতা—পাতার বিন্যাস, যা প্রকৃতি ও পর্যটনপ্রেমীদের মনে নিশ্চিত দোলা দিয়ে যাবে। এই জেলার বিশাল অংশজুড়ে গারো পাহাড়ের বিস্তৃতি। লাল মাটির উঁচু—নিচু পাহাড়, গহিন জঙ্গল, টিলা, মাঝেমধ্যে সমতল। দুই পাহাড়ের মাঝখান দিয়ে ছন্দ তুলে এগিয়ে চলা স্বচ্ছ পাহাড়ি ঝরনা। প্রাকৃতিক শাল গজারী বনের পাশাপাশি সুসজ্জিত বিভিন্ন প্রজাতির সবুজ অরণ্যে ঘেরা গারো পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকে ভ্রমণপিপাসু প্রকৃতিপ্রেমীদের। গারো পাহাড়ের বুক চিড়ে আঁকাবাঁকা বন্ধুর পথ পাহাড়ি অঞ্চলের এ প্রান্ত দিয়ে অন্য প্রান্তে চলে গেছে। গোটা গারো পাহাড়জুড়ে হরেক রং এর লতা—পাতা ও ঘন সবুজ বৃক্ষরাজী দেখে যে কারো প্রাণ জুড়িয়ে যায় মূহুর্তেই। দিগন্ত প্রসারিত মেঘমালার সারি যেন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এসে মিলে গেছে। যেভাবে আসবেনঃ গজনী অবকাশে আসলে হলে প্রথমে আপনাকে শেরপুর শহরে আসতে হবে। এরপর শেরপুর খোয়ারের পাড় মোড় হতে জনপ্রতি ৫০ টাকা ভাড়ায় সিএনজি যোগে ঝিনাইগাতী বাজারে যেতে হবে এরপর ঝিনাইগাতী বাজার থেকে জনপ্রতি মাত্র ৩০ টাকা অটো ভাড়ায় আপনি পৌছে যাবেন গজনী অবকাশে। এছাড়াও ব্যক্তিগত গাড়ি বা রিজার্ভ বাস বা অন্যান্য যানবাহনে আপনি সরাসরি গজনী অবকাশে চলে আসতে পারেন। #gojni_obokash #border_area #india_border #bangladesh_border #মেঘালয় #গজনী #vromon #sherpur #bd_shomachar Join Our Facebook Page: / bdshomacharofficial Tag in this video: ভারত সীমান্ত,বাংলাদেশ সীমান্ত,মেঘালয়,গারো পাহাড়,ভ্রমন ভিডিও,বাংলাদেশ বর্ডার,ইন্ডিয়া বর্ডার,শেরপুর,গজনী অবকাশ,পাহাড়ের ভিডিও,বাংলাদেশ ভ্রমন,গজনী,ভারত বাংলাদেশ বর্ডার,bd shomachar,border area,bangladesh border,india border,gojni obokash,gajni obokash,border area of bangladesh,varot bangladesh border,sherpur,garo pahar,vromon video,india bd border,bd border,rangamati,bandorbon,meghalaya,bangladesh tourist spot,india bangladesh border,border,bd tour