У нас вы можете посмотреть бесплатно নাই রস নাই, মূলতান কাহারবা Nai Raso Nai Rabindra Sangeet Tutorial Part 1 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Nai Raso Nai Rabindra Sangeet Tutorial Part 1 নাই রস নাই - প্রথম পর্ব : স্বরলিপির সাথে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা . এই ভিডিওটিতে এই গানটার স্থায়ী এবং অন্তরা এই দুটি তুক বা পর্ব সেখান হয়েছেএবং হাতের আঙুলে কর গুনে তালের সঙ্গে গানের চলন বিশ্লেষণ করতে শেখানো হয়েছে। এটা একটা Intermediate বা মধ্যম মানের গান, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে মোটামুটি পরিচয় আছে এবং কিছু গান ও সহজ স্বর-সাধনা করেছেন, এই রকম শিক্ষার্থীরা গানটা তুলতে পারবেন। এখানে কর গুনে তালের বিন্যাস দেখান হয়েছে, স্বরের চলন বিশ্লেষণ করে দেখান হয়েছে, তানপুরার সঙ্গে গলা মেলানর বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়েছে এবং ডিজিটাল তবলার সাথে গানটা গেয়ে দেওয়া হয়েছে। আসা করি সবার এই ভিডিওটা ভাল লাগবে। নাই রস নাই - প্রথম পর্ব : স্বরলিপির সাথে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা রাগ - মূলতান, তাল - কাহারবা, পর্যায় - প্রকৃতি (গ্রীষ্ম) নাই রস নাই, দারুণ দাহনবেলা। খেলো খেলো তব নীরব ভৈরব খেলা ॥ যদি ঝ'রে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা গাঁথা, থাক্ জনহীন পথে পথে মরীচিকাজাল ফেলা ॥ শুষ্ক ধুলায় খসে-পড়া ফুলদলে ঘূর্ণী-আঁচল উড়াও আকাশতলে। প্রাণ যদি কর মরুসম তবে তাই হোক-- হে নির্মম, তুমি একা আর আমি একা, কঠোর মিলনমেলা ॥ link for lyrics and notation http://www.tagoreweb.in/Render/ShowCo... সল্ট লেক সুরের ধারা ও রবিস্কোপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সল্টলেক সুরের ধারা একটি সাংস্কৃতিক সংগঠন। বিগত প্রায় এক দশক ধরে আমাদের এই সংস্থা রবীন্দ্রসঙ্গীত তথা অন্যান্য বাংলা গান নিয়ে কাজ করে চলেছে। আমাদের আদর্শ নিরাভরণ রবীন্দ্রসঙ্গীত। আমাদের বিশ্বাস, রবীন্দ্রনাথের গানের মাধুর্য নিজের অন্তরে অনুধাবন করতে হলে, তানপুরা সহযোগে স্বরলিপি অনুসরণ করে রবীন্দ্রনাথের গান অনুশীলন করা একান্ত প্রয়োজন। রবীন্দ্রসঙ্গীত শিখতে আগ্রহী, কিন্তু সময়ের অভাবে, কাজের চাপে, পারিবারিক ব্যাস্ততায় প্রথাগত ভাবে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়ে উঠতে পারেননি, এই ধরনের মানুষজনকে সঙ্গীতচর্চায় উৎসাহী করে তুলতে সল্টলেক সুরের ধারা মঞ্চ-উপস্থাপনার পাশাপাশি প্রতি মাসে একটি করে ঘরোয়া রবীন্দ্রসঙ্গীতের আসর অথবা একটি সঙ্গীত বিষয়ক ওয়ার্কশপ আয়োজন করে চলেছে। এইসব রবীন্দ্র-অনুরাগীদের কথা মাথায় রেখেই রবিস্কোপের সৃষ্টি। আমাদের নতুন YouTube চ্যানেল, যেখানে গান শেখার পাশাপাশি তানপুরা সহযোগে কণ্ঠসাধনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আলোচনার সাথে সাথে বিশেষ ভিডিও টিউটোরিয়াল সিরিজ বানানো হবে যার সাহায্যে আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতির মাধ্যমে গান পড়তে ও লিখতে শেখা যাবে। আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের পাশে থাকুন, চ্যানেল Subscribe করুন, অন্যান্য রবীন্দ্র অনুরাগী বন্ধুদের কাছে এই চ্যানেলের কথা শেয়ার করুন। ভিডিও তে কমেন্ট করে জানান, কিভাবে ভিডিও তৈরি করলে আপনারা আরও ভালভাবে শিখতে পারবেন। অনলাইন রবীন্দ্র সঙ্গীত ক্লাস আপনাদের সবার জন্য... সব ধরনের ছাত্রছাত্রীর উপযুক্ত গানের ক্লাস ইউটিউবে... সাথে কণ্ঠ সাধনার জন্য প্রয়োজনীয় পাল্টা অলংকারের ভিডিও, থিওরি সম্পর্কে আলোচনা, তাল সম্বন্ধে আলোচনা, বিভিন্ন প্রয়োজনীয় বই, সফটওয়্যার, বাজনা যন্ত্রপাতির সুলুক সন্ধান... সব একেবারে হাতের মুঠোয়, আক্ষরিক অর্থেই আপনার মোবাইলে... রবিস্কোপের ইউ টিউব চ্যনেলে... #LearnRabindraSangeetOnline #OnlineRabindraSangeetClasses #RabindraSangeetTutorials video made by Sayan Sengupta on behalf of Saltlake Surer Dhara.