У нас вы можете посмотреть бесплатно চলো ভুলে যাই | Cholo Bhule Jai | Quota Movement 2024 | Parsha или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Emniy likhlam jiboner maya kom tai Stream on Spotify ➟ https://spoti.fi/46YF4Ra ♫ Stream 'Cholo Bhule Jai' Now ➟ https://qmg.fanlink.tv/CholoBhuleJaiU... Audio available on all digital streaming platforms. 🎧Audio Credits : Track Title - Cholo Bhule Jai Song-written, Music Composed & Performed By Parsha Music Distribution & Publishing – Quantize Music Group (@QMGOriginals) 📝 Lyrics: ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যাক কালোরাত আর স্মরণ করুক রেলটাকে চলে যাক নেট, নিভে যাক জাতি, হায়নাতে খাক দেশটাকে চলো ভুলে যাই চোখে দেখা খুন ধরে নেই ওটা নাটক ছিলো ধরে নেই সব ঠিকঠাক এমন কত রাজাকার আসলো গেলো। কত ফাইয়াজ প্রিয় জাফর আহাদ পলকেই যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখে নেই বাতাবী লেবু লটকনে দেশ ছাড়িয়ে চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রোরেলটা জড়িয়ে মূল্যবোধের রক্তক্ষরণ আকাশ থেকেই ঝরুক মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু তাকে আমি ভালোবাসি দুনিয়াতে পাই নরকের স্বাদ বাংলা মা আজ বানভাসি গোঁ ধরে থাকুক আরোশের মানুষ আঁকড়ে থাকুক গদি পরে কোনো গানে ফিরবো আবার এই প্রাণটা থাকে যদি! আমার দশ মিনিটে বসে লেখা গান.. আশা করি দশ বছর পস্তাতে হবেনা এটা লেখার জন্য! বলে রাখা ভালো, আমি সবসময় সত্যের পক্ষে, মঙ্গলের পক্ষে। সব যায়গায়ই ভালো খারাপ আছে তাই নিজেকে কোনো স্পেসিফিক ক্যাটাগরিতে ফেলতে চাইনা। আমি চাই আমার দেশ মা, আমার বাংলা মা আবার সুস্থ হয়ে ফিরুক। যে দেশের মাটিতে বসে আমি শব্দচয়ন শিখেছি, গাইতে শিখেছি, এভাবে লিখতে শিখেছি, সেই দেশ ভালো থাকুক। আমি চাই আমার দেশের মানুষ ভালো থাকুক, আর কোনো মায়ের কোল খালি না হোক। আমি চাই সব সহিংসতার বিচার হোক, আমার ভাই বোনদের রক্তের দাম দেয়া হোক। আমার জায়গা থেকে হয়তো আমি এইটুকুই দিতে পারি এখন। বেঁচে থাকলে দেশের জন্য একদিন অনেক ভালো কিছু করবো ইনশাল্লাহ। যারা আমার গানের প্রশংসা করেছেন, সবাইকে আমার সালাম। পাশে থাকবেন এটাই চাওয়া। Stay safe everyone. ️ Label & Publishing Inquiries: 🤝 🤳 Email - [email protected] Phone - +1410-953-9239 (US TOLL FREE) Visit - https://quantizemusicgroup.com/ Enjoy and Stay connected with us!! © 2024 Parsha under exclusive license to Quantize Music Group., a division of Quantize Music Entertainment, LLC.