Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб রহস্যে ঘেরা চন্দ্রনাথ পাহাড় || Chandranath Hill || Suhrid Jahangir в хорошем качестве

রহস্যে ঘেরা চন্দ্রনাথ পাহাড় || Chandranath Hill || Suhrid Jahangir 2 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



রহস্যে ঘেরা চন্দ্রনাথ পাহাড় || Chandranath Hill || Suhrid Jahangir

Please Subscribe For More Video LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE বাসে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগবে প্রায় ৫-৬ ঘণ্টা। ঢাকা থেকে চট্টগ্রাম গামী এসি, নন-এসি বাসের মধ্যে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, এনা, সেন্টমার্টিন পরিবহন, রয়াল কোচ, সৌদিয়া, সিল্ক লাইন, রিলাক্স, গ্রীন লাইন, প্রেসিডেন্ট ট্র্যাভেলস, টি. আর ট্র্যাভেলস, দেশ ট্র্যাভেলস ইত্যাদি। এসব বাসের টিকেট এখন ঘরে বসেই অনলাইনে রিজার্ভ করা যায়। প্রত্যেকটি পরিবহণের নামে আলাদা আলাদা ওয়েবসাইট ছাড়াও সহজ টিকেট, বিডিটিকেটস, যাত্রী টিকেট, পরিবহণ ডটকম ইত্যাদি নামে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। যেখান থেকে অনায়াসে টিকেট রিজার্ভ করা যায়। ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগবে ৬-৮ ঘন্টা। ঢাকা থেকে চট্টগ্রাম গামী আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে রয়েছে পযটক এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস ও তুর্ণা। ট্রেনগুলোতে বিভিন্ন শ্রেণির সিট রয়েছে। তারমধ্যে এসি বার্থ, এসি এস, স্নিগ্ধা, এফ বার্থ, এফ সিট, এফ চেয়ার, শোভন চেয়ার, শোভন, সুলভ ও এসি চেয়ার। ট্রেনের টিকেটও ঘরে বসে অনলাইনে রিজার্ভ করা যায়। রেলসেবা নামে একটি মোবাইল অ্যাপ রয়েছে, স্মার্টফোনের প্লেস্টোর থেকে এটি ইনস্ট্রল করে অথবা গুগলে সার্চ দিয়ে ওয়েবসাইট থেকেও টিকেট রিজার্ভ করা একদম সহজ। ঢাকা থেকে চট্টগ্রামে বিমানে যেতে সময় লাগে ৪০ থেকে ৫০ মিনিট। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এ্যাস্ট্রার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইট রয়েছে। প্রত্যেকটা বিমানেরেই রয়েছে নিজস্ব ওয়েব সাইট। নাম দিয়ে গুগলে সার্চ দিয়ে অনলাইনে টিকেট রিজার্ভ করা যায়। চট্রগ্রামে মোটামুটি কম বাজেটের কিছু হোটেলের ভাড়া ও ফোন নং যেহেতু ঢাকা থেকে বাস গুলো দামপাড়া কাউন্টার, জিইসি এলাকায় থামে তাই ওই এরিয়ার ভাল নিরাপদ কিছু হোটেলের পরিচয় তুলে ধরলাম। হোটেল পার্ক (আবাসিক) ৫/৬ জাকির হোসেন রোড,দামপাড়া চট্রগ্রাম। জি.ই.সি, দামপাড়া, গ্রীন লাইন কাউন্টারের উপরে অবস্থিত, যেখানে বাস এসে থামে। ফোন-০১৫২১৩২৮৪৮২। রুম রেন্ট-৫০০ হতে ১৫০০। হোটেল অবকাশ (আবাসিক) জিইসি মোড়,নিড়িবিলি রেস্টুরেন্টের উপরে।চিটাগাং। ফোন- ০৩১২৬৬৫৪৩। রুম রেন্ট-১২০০ হতে ২০০০। হোটেল লর্ডস ইন। সি এন্ড বি জিইসি মোড়,চিটাগাং। ফোন- রুম রেন্ট ২০০০ হতে ৭০০০। হোটেল সিলমুন। ওয়াশা মোড়,দামপাড়া,চিটাগাং। ফোন-০১৮২৩২৮৭৪৬৪। রুম রেন্ট ১৮০০ হতে ৪০০০। গোধুলী গেস্ট ইনন। ৫/৬জাকির হোসেন রোড চট্রগ্রাম দামপাড়া। ফোন-০১৯৭৬১২৩০১৭। রুম রেন্ট- ১৮০০ হতে ৪০০০। এছাড়া আরো অনেক হোটেল চিটাগাং এর বহদ্দারহাট,আগ্রাবাদ,নিউ মার্কেট এলাকাতে আছে। নিজ দায়িত্বে খুঁজে নিতে পারেন। তবে নিউ মার্কেট এলাকাতে একটু সাবধানে চলাফেরা করবেন। #chandranath_hill #suhrid_jahangir #chandranathtemple

Comments