У нас вы можете посмотреть бесплатно ছেলে সন্তান না থাকলে শুধু মাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি বন্টনের নিয়ম। সহজ আইন। Shohoz Ain।। или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
প্রিয় দর্শক, এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি ছেলে সন্তান না থাকলে শুধু মাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি বন্টন করার নিয়ম । যদি কোন ব্যক্তির শুধু মাত্র কন্যা সন্তান থাকে অর্থ্যাৎ কোন ছেলে সন্তান না থাকে তাহলে তার মৃত্যুর পর তার সম্পত্তি কি ভাবে বন্টন করা হবে, একজন কন্যা থাকলে কি ভাবে বন্টন করা হবে, একাধিক কন্য সন্তান থাকলে কিংবা তার স্ত্রী জীবিত থাকলে বা না থাকলে কি ভাবে বন্টন করা হবে এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন কাজ করে, অনেকেই এই বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা চান। কোন মুসলিম ব্যক্তি যদি শুধুমাত্র কন্যা সন্তান রেখে মারা যান তাহলে তার সম্পত্তি যে ভাবে বন্টিত হবে তা আজকের এই লেখার মাধ্যমে আলোচনা করব। বিষয়টি ভালো ভাবে বোঝার এই লেখাটি সম্পূর্ণ পড়ুন। মৃত ব্যক্তি যদি পুরুষ হন তাহলে বন্টন হবে একরম এবং মৃত ব্যক্তি যদি মহিলা হন তাহলে বন্টন হবে অন্যরকম। তবে আমরা দেখব মৃত পুরুষ ব্যক্তির উত্তরাধিকার হিসাব। মৃত ব্যক্তির যদি কোন সন্তান না থাকে, তাহলে তার স্ত্রী মোট সম্পত্তির ১/৪; চার ভাগের একভাগ পাবেন এবং বাকী অংশ আসাবা বা অবশিষ্ট ভোগীরা পাবে। আসাবা কারা সেই বিষয়ে পরে আসছি। মৃত ব্যক্তির যদি শুধু-মাত্র একটি মেয়ে থাকে এবং স্ত্রী থাকে, তাহলে তার মেয়ে পাবে মোট সম্পত্তির অর্ধেক ১/২ এবং স্ত্রী পাবেন ১/৮; আটভাগের একভাগ এবং অবশিষ্ট সম্পত্তি আসাবারা পাবেন মৃত ব্যক্তির যদি দুইটি বা তার বেশি মেয়ে থাকে তাহলে তারা মোট সম্পত্তির ২/৩, তিন ভাগের দুই ভাগ পাবেন, স্ত্রী ১/৮ পাবেন এবং বাকী অংশ আসাবারা পাবেন। মৃত ব্যক্তির স্ত্রী ও যদি না থাকে, অর্থ্যাৎ শুধুমাত্র এক কন্য থাকে তাহলে কন্য কন্যার ৫০% এবং বাকী অংশ পাবে আসাবারা , দুই বা ততোধিক কন্য থাকলে তারা মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ এবং বাকী সম্পত্তি পাবেন আসাবারা। এক্ষেত্রে স্ত্রী না থাকায় স্ত্রীর অংশ আসাবারা পাচ্ছেন। আসাবা কারাঃ মনে করুন মি.রহিম এখানে মূল চরিত্র, তিনি মারা গিয়েছেন এবং তার সম্পত্তি ভাগ হবে। এখানে প্রথম আসাবা হবে, রহিমের বাবা যদি জীবিত থাকেন তিনি, তিনি না থাকলে রহিমের ভাইয়েরা, তারা না থাকলে তার ছেলেরা, তারা না থাকলে রহিমের চাচারা, তার তা থাকলে রহিমের চাচাতো ভাইয়েরা আসাবা হবে। মনে করুন, মি-X, মোট ১০০ টাকার সম্পত্তি বা ১০০ টাকা রেখে মারা যান, তার একটি মাত্র মেয়ে এবং তার স্ত্রী জীবীত আছেন। এক্ষত্রে সম্পত্তির বন্টন হবে মি. X এর স্ত্রী পাবেন মোট সম্পত্তির ১/৮; ৮ ভাগের ১ ভাগ, তার মেয়ে পাবেন ১/২; মোট সম্পত্তির অর্ধেক, এবং বাকী অংশ পাবেন আসাবা বা অবশিষ্ট ভোগীরা অর্থ্যাৎ x এর স্ত্রী পাবেন ১২টাকা ৫০ পয়সা, তার কন্যা পাবেন ৫০ টাকা, এবং বাকী ৩৭.৫০ টাকা পাবেন আসাবারা। আসাবা আরবী শব্দ এর অর্থ অবশিষ্টভোগী। এক্ষেত্রে আসাবা কারাঃ মি. X এর বাবা যদি জীবিত থাকেন তাহলে তিনি পাবেন অবশিষ্ট ৩৭.৫০ টাকা। তিনি জীবীত না থাকলে X এর ভাই পাবেন, যদি একাধিক ভাই থাকে, তাহলে সমান ভাবে ভাগ হয়ে যাবে। ভাই জীবিত না থাকলে ভাইয়ের ছেলেরা অবশিষ্ট অংশ পাবেন। যাদের কথা বললাম তাদের কেউ না থাকলে মি x এর চাচা বা চাচারা, এবং তারাও না থাকলে চাচাতো ভাইয়েরা অবশিষ্ট অংশ পাবেন। কিন্তু মি x এর বোনেরা বা তাদের ছেলে-মেয়েরা আসাবা হবেন না বা এই অবশিষ্ট সম্পত্তি পাবেননা। আবার; মি.X এর যদি স্ত্রী যদি জীবীত না থাকে, শুধু মাত্র একটি মেয়ে থাকে, তাহলে মেয়ে ১/২’ অর্থ্যাৎ সমুদয় সম্পত্তির অর্ধেক এবং বাকী অর্ধেক পাবেন আসাবারা। আবার; মি.X এর যদি স্ত্রী এবং দুই মেয়ে থাকে তাহলে, দুই মেয়ে মিলে ৩ ভাগের দুই ভাগ, তাহলে স্ত্রী ১/৮ এবং অবশিষ্টাং আসাবারা পাবে। বন্ধুরা আপনারা যারা এত হিসাব-নিকাশ করে সম্পত্তির থেকে প্রাপ্য অংশ বের করার ঝামেলা নিতে চান না, তারা চাইলে শুধু মাত্র সম্পত্তির পরিমান এবং উত্তরাধিকারদের তালিকা ইনপুট করে সফটওয়্যার এর মাধ্যমে অটোমেটিক ভাবে কয়েক সেকেন্ডে কে কতটুকু সম্পত্তি পাবে তার হিসাব বের করে প্রিন্ট করে নিতে পারেন। বন্ধুরা এই যে কন্য সন্তানের সম্পত্তির অধিকার নিয়ে এতক্ষণ যে আলোচনা করা হয়, তা কোন রাষ্ট্রীয় বা মানব সৃষ্ট আইন নয়। আমাদের দেশে যার যার পারসোনাল ল অর্থ্যাৎ ধর্মীয় আইনঅনুযায়ী সম্পত্তি বা উত্তরাধিকারদের অংশ বন্টন করা হয়, সে অনুযায়ী পবিত্র কুরআনে নারীদের সম্পত্তিতে অধিকার সম্পর্কে বলা আছে। Contact Information Phone- 01671-043256 E-mail- [email protected] Facebook Page- / advocateamirhamza.lemon Instagarm- / advocatelemon Twitter- / advocatelemon