Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ১৯৭১ - হুমায়ূন আহমেদ (অখন্ড) Humayun Ahmed 1971 в хорошем качестве

১৯৭১ - হুমায়ূন আহমেদ (অখন্ড) Humayun Ahmed 1971 11 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



১৯৭১ - হুমায়ূন আহমেদ (অখন্ড) Humayun Ahmed 1971

১৯৭১ - হুমায়ূন আহমেদ (অখন্ড) Humayun Ahmed 1971 ............................................................... '১৯৭১' সংখ্যাটা শুনলে বাংলার মুক্তিযুদ্ধের কথাই মনে পড়ে। সুতরাং এই সংখ্যাটি যদি কোন উপন্যাসের শিরোনাম হয় তাহলে অবশ্যই সে উপন্যাসের কাহিনীর সাথে মুক্তিযুদ্ধের সরাসরি যোগাযোগ থাকা বা উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হওয়ারই কথা। বাস্তবে হুমায়ুন আহমেদের '১৯৭১' উপন্যাসেও হয়েছে ঠিক তা-ই। হুমায়ুন আহমেদের আরও একটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হল '১৯৭১'। হুমায়ুন আহমেদের সাহিত্য জীবনের প্রথম দিককার মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস সমূহের একেকটিতে মুক্তিযুদ্ধের একেকটি ভিন্ন ভিন্ন দিক ফুটে উঠেছে। সম্ভবত '১৯৭১'ই হল হুমায়ুন আহমেদের প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস যেখানে তিনি মুক্তিযুদ্ধ সংস্লিষ্ট একাধিক দিকে আলোকপাত করতে চেয়েছেন। তবে বলে রাখা জরুরি, উপন্যাসের এক পর্যায়ে এসে লেখক সেটি আর কন্টিনিউ করেন নাই। তাই শেষ পর্যন্ত '১৯৭১' উপন্যাসটিতেও কেবল একাত্তরের মুক্তিযুদ্ধের কিছু খন্ডচিত্রই ফুটে উঠেছে। এই উপন্যাসের পটভূমি হল নীলগঞ্জ নামের একটি গ্রাম। পাঠকরা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, হুমায়ুন আহমেদের একাধিক উপন্যাসে এই নীলগঞ্জ গ্রামের উল্লেখ আছে। এই নীলগঞ্জ গ্রামের নানা শ্রেণি পেশার মানুষই হল এই উপন্যাসের বিভিন্ন চরিত্র। সেসব চরিত্রের মধ্যে আছে বৃদ্ধ মীর আলী, তার ছেলে বদিউজ্জামান, জয়নাল মিয়া, আজিজ মাস্টার, ইমাম সাহেব প্রমুখ। তবে এই উপন্যাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাবে পাক মিলিটারির মেজর ও তার এক বাঙালি সহকর্মী রফিক। মে মাসের ১ তারিখ নীলগঞ্জ গ্রামে পাক মিলিটারি আসে। মিলিটারি এসে বেশ কিছু হিন্দুকে হত্যা করে। আজিজ মাস্টার, ইমাম সাহেব, জয়নাল মিয়াদের ধরে নিয়ে যায় তাদের থেকে জানার জন্য যে গ্রামের বনে মুক্তিবাহিনী লুকিয়ে আছে কিনা আর থাকলে তারা সংখ্যায় কত। ক্রমশ মিলিটারির মেজরের বন্দিদের উপর নিষ্ঠুরতার চিত্র প্রতীয়মান হতে থাকে কাহিনীতে। যুদ্ধ, বাংলার মানুষ, পাকিস্তান প্রভৃতি বিভিন্ন ইস্যুতে মেজরের নিজস্ব থিওরি প্রকাশিত হতে থাকে যা মূলত একাত্তরে প্রায় সকল পাকিস্তানি হানাদারদেরই নিজস্ব অভিমত ছিল। পাকিস্তানি হানাদারদের দৃষ্টিভঙ্গি কতটা নিষ্ঠুর ছিল তার উৎকৃষ্ট প্রমাণ মিলবে এই মেজরের চরিত্রের মাধ্যমে। আর এই উপন্যাসের সবচেয়ে রহস্যময় চরিত্র হল রফিক যে কখনো বা নির্বিকারে গ্রামের মানুষদের অত্যাচারিত হওয়া দেখে চলেছে আবার কখনো মেজরের নিষ্ঠুরতার প্রতিবাদ করতে দুঃসাহসী হয়ে উঠছে। এই রফিক চরিত্রটিই কাহিনীর শেষ পর্যায়ে যেভাবে মৃত্যুভয়কে তুচ্ছ করে মেজরের মুখোমুখি হয়, সেই ঘটনার মাধ্যমে রূপকভাবে হলেও পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাঙালীর বীরত্বপূর্ণ অবস্থানের চিত্র প্রতিফলিত হয়েছে। ............................................................... For any Information please email to : [email protected] ...............................................................

Comments