У нас вы можете посмотреть бесплатно অপরূপ বর্ষাকাল | Amazing Rainy Season | বাংলার বর্ষাকাল | Beautiful Rainy Season in Bangladesh или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
অপরূপ বর্ষাকাল | Amazing Rainy Season | বাংলার বর্ষাকাল | Beautiful Rainy Season in Bangladesh ঋতুবৈচিত্র্যের দেশ আমাদের এই বাংলাদেশ। এখানে সারা বছর চলে ষড়ঋতুর রূপবদল। গ্রীষ্মকালে যখন প্রবল দাবদাহে শুষ্ক আর মলিন হয়ে পড়ে প্রকৃতি, ধূলি-ধুসারিত উষ্ণ বাতাসে প্রতিটি প্রাণে যখন তীব্র হা-হুতাশ; তখনই ধরণীর বুকে প্রশান্তির বার্তা বইয়ে দিতে নেমে আসে কাঙ্খিত বৃষ্টি। আসে বর্ষা। শনশন উড়ানি বাতাস, কাজল কালো মেঘের ঘনঘটা আর পরক্ষণেই বৃষ্টির রিমঝিম ছন্দ, দোলা জাগায় প্রকৃতির বুকে। বর্ষার সুশীতল বর্ষণে ধুয়ে যায় জীর্ণ প্রকৃতি। বনে বনে জেগে ওঠে গাছেদের সংসার। আষাঢ়-শ্রাবণ এই দুই মাসকে বর্ষাকাল বলা হলেও, মূলত বৈশাখের শেষ থেকে শুরু হয়ে কার্তিকের প্রথমটা জুড়েই থাকে এমন থরে থরে জল-মেঘের আনাগোনা। বঙ্গোপসাগর সৃষ্ট লঘু নিম্নচাপ এবং সাগর থেকে স্থল অভিমুখী আর্দ্র মৌসুমী বায়ুই এসব জলভরা মেঘেদের দল বয়ে আনে স্থলভাগে। এর প্রভাবেই ঘটে বজ্রপাতসহ ঘন ঘন বৃষ্টি। বর্ষাকালে প্রায় দিনেই থাকে কখনো ঝড়ো বাতাসের দাপট, কখনো একটানা বর্ষণ। টুপটাপ অঝোর বৃষ্টি প্রাণরসের সুধা হয়ে সিক্ত করে মাটি। প্রকৃতি হয়ে ওঠে আরো শ্যামল, সুন্দর। জল শুকিয়ে আসা অনেক নদীও এ সময় ফিরে পায় তার দুরন্ত গতি। কানায় কানায় ভরে ওঠে পুকুর-নালা, হাওর-বাওড়সহ ছোট-বড় সকল জলাশয়। বর্ষার অবিরল বারিধারায় প্রকৃতি সেজে ওঠে এক মোহনীয় রূপে। বৃষ্টিস্নানে পল্লবিত হয়ে শোভা ছড়ায় হলুদ-সাদা কদম ফুল। উলটচন্ডাল, পদ্ম সহ বিভিন্ন বুনো ফুলের সমারোহে যেন প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। এছাড়াও বিভিন্ন ধরনের মৌসুমী দেশি ফলও দেখতে পাওয়া যায় এসময়। বর্ষাকালের পুরোটা জুড়েই থাকে জেলেদের মাছ ধরার ভরা মৌসুম, এদেশের অনেক মানুষের জীবন-জীবিকাও প্রভাবিত হয় বর্ষার পরশে। তাইতো, শ্যামলে কোমলে বাংলার প্রান্তর ভরিয়ে তুলতে সবুজের বার্তা নিয়ে প্রতি বছর বর্ষা আসে- আমাদের প্রিয় বাংলাদেশে। To reach us: Web: http://www.pojf.org Phone: (+88 02) 9830376-80 E-mail: http://[email protected] Facebook: / pojfoundation Twitter: / prokritiojibon #Prokriti_O_Jibon #Prokriti_Kotha #Rainy_Season