У нас вы можете посмотреть бесплатно Brajaku Chora Asichi 🌸🎼 Sujata Mohapatra & Kavita Krishnamurthy Live Odissi • 14.12.25 • Kolkata 🎻🪷 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
For the first time the two wonderful artists are performing together in India. একটা বিশ্বাস ক্রমশ দৃঢ় হচ্ছে যে, যা কিছু আমরা পাওয়ার আশা করি, এবং তা যদি নিষ্ঠার সাথে করি, তাহলে সেটা অপ্রত্যাশিতভাবেও আমাদের কাছে এসে যায় কখনো কখনো। মানে ইউনিভার্স ক্ষমাঘেন্না করে হলেও, দিয়ে দেয় আর কি। আমার কাছে এই অনুষ্ঠানটি দেখতে পাওয়াটাও ঠিক এমনটাই। কোনারক ফেস্টিভ্যালে যাওয়ার আশা বহুবছর ধরে করে আসছি। কিন্তু বারংবার পরিস্থিতি প্রতিকুল হওয়ায় সে আশা পূরণ হয়ে ওঠেনা আর। এমনকি এই বছরেও ডিডি ওড়িয়া ইউটিউব চ্যানেলে কোনারক ফেস্টিভ্যালের লাইভ সম্প্রচার দেখে মনে মনে ভেবেছি~ যদি আমিও সামনে থেকে এমন সব স্বর্গীয় পরিবেশনা দেখতে পারতাম, এই ভেবে ভেবে কদিন যাবৎ ঘুরেফিরে ঐ অনুষ্ঠানগুলি দেখে গিয়েছি। তারপর হঠাৎই সেই মাহেন্দ্রক্ষণ। অনুষ্ঠানের আগের রাতে সমাজমাধ্যমে হঠাৎ কবিতাজীর একটি রিহার্সালের পোষ্ট দেখে তৎক্ষণাৎ টিকিট কাটা, এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে মঞ্চে গুরু রতিকান্ত মহাপাত্র ও তার সহ বাদকবৃন্দকে দেখতে পাওয়াটা কোনও অদৃশ্য শক্তিরই দান বটে। পন্ডিত রঘুনন্দন পানশিকর, পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পন্ডিত স্বপন চৌধুরী, পন্ডিত তন্ময় বোস- এর মতো মহান শিল্পীদের শোনার পাশাপাশি সবচেয়ে বড় যে প্রাপ্তি, তা হল গুরু রতিকান্ত মহাপাত্র ও বিদুষী সুজাতা মহাপাত্রর সঙ্গে একযোগে কবিতা কৃষ্ণমূর্ত্তির একত্রিত পরিবেশনা। গুরু মহাপাত্রের সহযোগী কন্ঠশিল্পী ও বাদকবৃন্দের জন্য কোনও বিশেষণই যথেষ্ট নয়। মঙ্গলাচরণের পরিবেশনা দেখে মনে হয় মঞ্চে যেন স্বয়ং জগন্নাথ দেব অবতরণ করেছেন। বিদুষী সুজাতা মহাপাত্রর প্রতিটি মুদ্রার চারুতা অভিভূত করে। বংশীবাদক শ্রীনিবাস সতপতি এবং বেহালাবাদক অগ্নিমিত্র বেহেরার পরিবেশনা সম্মোহক। বিশ্বখ্যাত এই শিল্পীদের স্বচক্ষে দেখতে পাওয়াটা আমার কাছে ঈশ্বরপ্রাপ্তির সমান। সব মিলিয়ে once in a lifetime experience. এই পরিবেশনায় শিশু গোপাল ও মা যশোদার পারস্পরিক কথোপকথন এবং কর্মকাণ্ডকে নিবেদন করেছেন শিল্পীরা। আট ঘন্টার অনুষ্ঠানে বসে এতজন মহান শিল্পীর যে সুরমুর্ছনা দেহ মন ও আত্মায় নিবিষ্ট করে এসেছি, তার অনুরণন আজীবন চলবে। নজরুল মঞ্চ • ১৪ই ডিসেম্বর • ২০২৫ All copyrights are reserved by the governing body of Swara Samrat Festival. Here I'm publishing it for entertainment purposes only সম্পূর্ণ ভিডিওটি ক্যামেরা হাতে ধরে করা, তাই এত কম্পন। ক্ষমা করবেন। Swara Samrat Festival 2025 • Organized by Pt. Tejendra Narayan Mazumder. 14th December 2025 • Nazrul Mancha • Kolkata Song: Brajaku Chora Asichi (Odia) Voice: Kavita Krishnamurthy Dance: Vidushi Sujata Mohapatra Choreography & Pakhawaj: Guru Ratikanta Mohapatra Violin: Agnimitra Behera Flute: Srinivas Satpati Tabla: Pt. Tanmoy Bose #classicalmusic #classicaldance #odissi #odissidancer #odissidance #music #kavitakrishnamurthy #kavitakrishnamurti #kavitakrishnmurti #kavitakrishnamurty #livemusic #livedanceshow #livedance #jagannath #jagannathtemple #jagannathbhajan #jagannathpuri #yashoda #gopal #odiasong #odia #kolkata #nazrulmancha #december #sujatamahapatra #sujatamohapatra #ratikantamohapatra #kelucharanmohapatra #bhubaneswar #orissa