У нас вы можете посмотреть бесплатно Kolkata to Keonjhar road trip (Via Bhadrak) কোলকাতা টু কেওনঝাড় রোড ট্রিপ (ভায়া ভদ্রক) 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#cardrive #roadtrip #keonjharroadtrip #highwayride #bhadrak #balasore #roadsidedhaba #durgapujavibes #কারড্রাইভ #রোডট্রিপ #কেওনঝাড় #হাইওয়েরাইড #ভদ্রক #বালাসোর #রোডসাইডধাবা #দূর্গাপুজো #2025 #VloggerSubrata #youtube কেওনঝাড় যাবার এই বিকল্প রাস্তাটা ছিল অসাধারণ, আর আমি মোট কভার করেছিলাম আমার বাড়ি হরিপাল থেকে কেওনঝাড় টাউনে আমার হোটেল পর্যন্ত মোট 475 কিলোমিটার রাস্তা। আর মোট টোল লেগেছিল 650 টাকা। যারা কলকাতা থেকে আসবেন তাদের একটা টোল কম লাগবে, ডানকুনি টোল প্লাজার 110 টাকাটা লাগবে না। এই অল্টারনেটিভ রুটটা সত্যিই খুব ভালো, কনস্ট্যান্ট একটা স্পিড মেইন্টেন করে যাওয়া গেছে এবং রাস্তাঘাট বেশ ভালো, খুব সামান্য জায়গায় কাজ হচ্ছে রাস্তায় সেই ডাইভারসানটুকু কোথাও একটু সামান্য খারাপ আছে এছাড়া গোটা রাস্তাটাই ভালো। কলকাতা থেকে সোজা ভদ্রক গিয়ে তারপর সেখান থেকে বাঁদিকে সার্ভিস লেনে নেমে ডানদিক ঘুরে SH-53 ধরে সোজা আনন্দপুরের মোড়। সেখান থেকে বাঁ হাতে টার্ন নিয়ে একটুখানি গিয়ে বৈতরণী নদীটা পার হয়েই পাওয়া যাবে সালাপদা মোড়, সেখান থেকে ডানদিকে ঘুরে NH-20 ধরে সোজা 80 কিলোমিটার কেওনঝাড়। এই রাস্তাটাই অসাধারণ সুন্দর এবং সিনিক বিউটি দুর্দান্ত। তবে এই রাস্তাটা সন্ধের আগে পার হয়ে কেওনঝাড়ে পৌঁছে যাওয়াই সবচেয়ে ভালো হবে, কারণ পাহাড় আর জঙ্গলে ঘেরা এই রাস্তাটা খুবই নিরিবিলি এবং রাস্তায় জনপদ খুবই কম। এই রাস্তায় প্রচুর এলিফ্যান্ট করিডরের বোর্ড দেওয়া রয়েছে। তাই কলকাতা থেকে খুব ভোরবেলা বেরোতে পারলে সন্ধ্যার আগে পৌঁছে যাওয়া যেতে পারে। আমি এখানে আপনাদের সুবিধার্থে হোটেল শ্রীকৃষ্ণর ফোন নাম্বার দিয়ে দিলাম ওদের ব্যবহার ভালো এবং দামও মোটামুটি রিজনেবল মনে হয়েছে। যাওয়ার আগে রেট কনফার্ম করে বুকিং করবেন। আমাদের 4 বেডরুম এসি ভাড়া পড়েছিল ২৫০০ টাকা প্লাস জি এস টি। যারা ট্রেনে কেওনঝাড় যাবেন তারা হাওড়া থেকে সকাল 6:20 মিনিটের 12021 বারবিল জন শতাব্দী এক্সপ্রেস ধরে বেলা 11:15 তে বারবিল স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে 80 কিলোমিটার দূরে কেওনঝাড় পৌঁছে যেতে পারেন। এছাড়া ভুবনেশ্বর রুটের যেকোনো ট্রেন ধরে জাজপুর কেওনঝাড় রোড স্টেশনে নেমে গাড়ি করে যেতে পারেন কেওনঝাড় দূরত্ব 115 কিলোমিটার। গাড়ি ভাড়া দরদাম করে নেবেন। ভদ্রক বাসস্ট্যান্ড থেকে কেওনঝাড়ের বাস সার্ভিসও চলাচল করে। Hotel Shri Krishna: +919437826311 • Bada Ghaghra and Sana Ghagra waterfalls, O... • Bhimkunda & Kanjhari Dam কেওনঝাড়ের দুটো স... • কেওনঝাড়ের রাজবাড়ী ও কোডিপাসা ড্যাম। উড়ি... • মা তারিনী মন্দির, ঘাটগাঁও। কেওনঝাড়, উড়িষ...