У нас вы можете посмотреть бесплатно Samz Vai | Tore Vule Jawar Lagi | তোরে ভুলে যাওয়ার লাগি | Bengali Song | 2019 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Music video by Samz Vai performing Tore Vule Jawar Lagi © Eagle Music. Produced by Kachi Ahmed. Directed by Eagle Team. Label: Eagle Music. This Bengali song composed by Ankur Mahamud. Lyrics & Tune by Samz Vai, Video edited & Color grading by Imratul Islam. #ToreVuleJawarLagi #SamzVai #AnkurMahamud #EagleMusicCity #EagleMusic #EagleTeam ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি, তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি, তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসি নি, [ তোরে ভুলে যাওয়ার লাগি লিরিক্স ] তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারিনি আজ এই অবেলায় তুমি হীনা কাটে না সময় তুমিময় এই ভুবন তোমাকে পেতে চায় কাছে এই মন সারাক্ষণ কেনো বুঝনা তুমি কত আপন এই অবেলায় কার অপেক্ষায় মন আমার কেঁদে যায় আমি কি কিছুই জানি না আমি জেনেও কি লাভ সে বুঝেনা অনুরাগ তারে ভোলা তো যায় না আজ আমার শূন্যতা আমায় ডাকে বারেবার আজ তুমি অন্য কারো জানি হবেনা আমার অতীতের কথাগুলো মনে পড়ে বারবার ভয় নেই আজ তোমাকে হারাবার আজ আমি বড় একা নেই তোমার কোনো দেখা তুমি আছো ভালো আমায় করে দিয়ে একা পথের ধাঁরে খুঁজি দেখো পাবে তোমার পাশে ছায়া হয়ে রবো আমি দেখো তোমার কাছে তোমায় নিয়ে গাইবো গান ভালোবাসার সুরে আমি আশায় আছি একদিন আসবে আবার ফিরে আমার ছিলো কত স্বপ্ন তুমি ভেঙ্গে দিয়েছো বাস্তবতার দোহাই দিয়ে মনে ব্যাথা দিয়েছো তোমার স্মৃতি গুলো কখনও ভুলে যাবার নয় ওগো তোমায় ছাড়া আমার যে কাটেনা সময় তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারিনি তুই ছাড়া কে বন্ধু হায় বোঝে আমার মন তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন তুই চলেছিস তোর স্রোতের টানে তাল মিলিয়ে সময়ের নিয়মে ভুলে গেছিস অতীতের দিনের কথা এখন কি আর আমায় ভাবিস নিজেকে নিয়ে ব্যাস্ত হয়ে গেছিস সুখের ঘুম ঘুমিয়ে আছিস কার কোলে রেখে মাথা কোনদিন হবনা তোর পথেরই কাঁটা চলে যাবো আমিও দূরে Subscribe us on YouTube / eaglemusicvideostation / eaglemusicbdofficial / eaglechottocinema / eaglemusiccity / eaglemovies / eagledrama Like us on Facebook / eaglemusicbd Follow us on Instagram / eagle.music Follow us on Twitter / eaglemusicbd Official Website of Eagle Music http://eaglemusicbd.com