У нас вы можете посмотреть бесплатно হযরত শামপুরী রঃ আঃ এর আবির্ভাব দিবস রোযে মোকাদ্দাম||Tarikat TV|| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
অনন্য পহেলা জ্যৈষ্ঠ হযরত কোতবুল আলম শাহ ছূফী সৈয়দ গোলাম মাওলা হোছায়ানী চিশতী শামপুরী রঃ আঃ এর আবির্ভাব দিবস চির পুন্যলোকে উদযাপন রোযে মোকাদ্দাম(১১৮ তম আবির্ভাব দিবস) যে তারিখে তিনি ধরাধামে আসেন বাংলা ১৩১২ সালের ১লা জ্যৈষ্ঠ, ১৯০৫ খৃষ্টাব্দের ১৫ই মে, ১৩২৩ হিজরী সনের ৯ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সোমবার অতি প্রত্যুষ কালে বৃহত্তর নোয়াখালী জেলার শামপুর দ্বায়রা শরীফে মা ছৈয়দা বিবি আছিয়া খাতুনের কোল জুড়ে এক অপূর্ব অসাধারণ সুন্দর শিশু জন্ম গ্রহণ করেন। বহু আউলিয়ায়ে কেরামের ভবিষ্যত বাণীকে সত্য প্রমাণিত করে এই অপূর্ব কান্তিময় শিশুই একদিন বেলায়েতের ছর্দারি অর্জন করে হযরত বাবা শামপুরী কেবলা রাঃ আঃ নামে জগতের বুকে পরিচিত হন। তাঁর এই জন্মের তারিখ ও ক্ষণ এমন এক ঐতিহ্য ও নিদর্শনকে ধারণ করে আছে যার বৈশিষ্ট্য বর্ণনা করা তো দূরের কথা ধারণা করাও সম্ভব নয়। রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সোমবার অতি প্রত্যুষ কাল হচ্ছে মহাকালের বুকে সেই অতুলনীয় ক্ষণ যখন সমস্ত মাখলুকাতের শাহানশাহ্, সমস্ত কায়েনাতের ছরওয়ার, মহান স্রষ্টার হাবীব, সমস্ত সৃষ্টির প্রেমাস্পদ হযরত মোহাম্মদ মোস্তফা ছাঃ আঃ এই ধরাধামে আবির্ভূত হয়ে সমস্ত সৃষ্টি পরিক্রমাকে ছরফরাজ করেছিলেন। শুধু বারের হিসাবেই নয়, তারিখের হিসাবেও এই দিন এক অনন্য তাৎপর্যের দাবীদার। যদিও আমরা জানি এবং আবাহমান কাল থেকে বহুল কথিত ও প্রতিষ্ঠিত মতে বিশ্ব নবী হযরত মোহাম্মদ মোস্তফা ছাঃ আঃ এর পবিত্রতম অবির্ভাবের তারিখ ১২ই রবিউল আউয়াল সোমবার ছোবেহ্ ছাদেকের সময়। ইংরেজী গণনায় তারিখটি ৫৭০ খৃষ্টাব্দের ২৯শে আগষ্ট বলে কথিত। কিন্তু এ সম্পর্কে বিস্ময়কর এবং গভীর গবেষণার ফলশ্রুতি স্বরূপ কিছু পৃথক মত রয়েছে। মিশরের স্বনামখ্যাত জ্যোতির্বিদ ও অদ্বিতীয় ইতিহাসবেত্তা মাহমুদ পাশা ফলকী তাঁর ১৮৫৭ খৃষ্টাব্দে প্রকাশিত আরবী গ্রন্থ "নাতায়েজুল আফহাম" এ হুজুর পুর নূর ছাঃ আঃ এর আবির্ভাবের তারিখ ১২ই রবিউল আউয়ালের পরিবর্তে ৯ই রবিউল আউয়াল বলে অকাট্য প্রমাণিত সিদ্ধান্ত দিয়েছেন। আল্লামা শিবলী নোমানীও তাঁর 'সিরাতুন্নবী' গ্রন্থে একই মতামত ব্যক্ত করেছেন। “রহমতুল্লিল আলামীন" গ্রন্থের প্রণেতা শুধু ৯ই রবিউল আউয়াল বলেই ক্ষান্ত হননি। অত্যাশ্চর্য কুদরতের দৃষ্টান্ত এই যে, উক্ত অবাঙ্গালী লেখক হুজুর পুর নূর ছাঃ আঃ এর জন্ম তারিখ “একম জায়েঠ” বা পহেলা জ্যৈষ্ঠ সোমবার ছোবেহু ছাদেক বলে বর্ণনা করেছেন। অধিকন্তু অবিভক্ত বাংলার মুসলিম রেনেসাঁর অন্যতম নায়ক মাওলানা আকরম খাঁ ছাহেব তাঁর “মোস্তফা রচিত” গ্রন্থে হযরত রাছুলে খোদা ছাঃ আঃ এর জন্ম তারিখ তাঁর ভাষায়, “সোমবার ৯ই রবিউল আউয়াল, ২০শে এপ্রিল, ৫৭১ খৃষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ ৬২৮ সংবৎ ব্রহ্মা মুহূর্ত্তের (ছোবেহ্ ছাদেক) অব্যবহিত পরে জন্ম গ্রহণ করিলেন।” “বিশ্বনবী” গ্রন্থে কবি গোলাম মোস্তফা উপরে বর্ণিত তথ্য সমূহ বিস্তারিত বিশ্লেষণ করে মত প্রকাশ করেছেন, “জন্ম দিনের তারিখ নির্ণয় সম্বন্ধে মতভেদ আছে বটে, কিন্তু রবিউল আউয়াল মাসের ৮ হইতে ১২ তারিখ পর্যন্ত এই মতভেদ সীমাবদ্ধ রহিয়াছে। সোমবার সম্বন্ধে কাহারও মতভেদ নাই।” উপরে বর্ণিত তথ্য অকাট্যভাবে প্রমাণ করে যে, তারিখ এবং সময়ের নিরিখে হযরত রাহ্মাতুল্লীল আলামীন ছাঃ আঃ এর রহমত হিসাবে তাঁরই জ্যোতিস্নাত বংশধারায় আগত হযরত শামপুরী ক্বেবলা রাঃ আঃ'র জন্মের লগ্নেই তাঁর পবিত্র জীবনে ছুন্নাতে রাছুল বাস্তবায়িত হয়ে যায় কাযায়ে এলাহীর অপূর্ব নিদর্শন হিসাবে। ........হযরত কোতবুল আলম শামপুরী রঃ লেখক অধ্যাপক জি নেওয়াজ খান (বই থেকে সংগৃহীত)