У нас вы можете посмотреть бесплатно #তুমি_শুধু_একান্তই_আমার или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#তুমি_শুধু_একান্তই_আমার # ১ম অংশ #গল্প#Heart Touching story #Bangla short story #Romantic Story #লেখনীতে- ফাবিহা বুশরা নিমু #জীবনের গল্প #সত্য ঘটনা অবলম্বনে হঠাৎ করেই কারো সাথে ধক্কা লেগে আমার হাতে থাকা শপিং ব্যাগ গুলো পরে।গেলো সাথে আমি আমের আচার তেঁতুলের আচার খাইলাম ও আল্লা রে মা গো আমার মাজা টা গেলো রো আমি মনে হয় মরেই যাব আর বাঁচবো না ঐ কোন হনুমান বিলাইয়ে বাচ্চা।গোলাপি তেলাপোকা নীল টিকটিকি খচ্চর বেডা না বেডি দেখে শুনে চলতে পারিস না দিলি তো আমার মাজা টা শেষ করে হায় আল্লা আমার মাজা টা মনে হয় ভেঙ্গেই গেছে এখন কে আমাকে বিয়ে করবে কে আমার মনে হয় আর বিয়ে হবে না রে।একা একাই আপন মনে বক বক করে যাচ্ছি। এই দিকে এক জোরা রাগি চোখ যে আমার দিকে তাকিয়ে আছে আমার সে দিকে কোনো খেয়াল ই নাই পারে তো আমাকে এখন ই চোখ দিয়ে আস্তো গিলে খাবে। ছেলে: স্টুপিড মেয়ে কোথাকার নিজে দেখে শুনে চলতে পারো না অন্যর দোষ দাও। মেয়ে : ঐ ছাগলের তিন নাম্বার বাচ্চা চুপ থাকেন একে তো নিজে ইচ্ছে করে আমাকে ফেলাই দিছেন। আমাকে আমের আচার তেঁতুলের আচার খাওয়ায় ছেন আবার গলাবাজি করে কথা বলছেন শালা হনুমান বিলাই এর বাচ্চা গোলাপি তেলাপোকা নীল টিকটিকি চোখ কি আকাশে তুলে হাটেন নাকি মেয়ে মানুষ দেখলেই ধাক্কা দিতে ইচ্ছা করে। মেয়ে টা কথা গুলো এক দমে বলে থামলো। ছেলে:হয়াট দ্যা হেল ভদ্র ভাবে কথা বলো তুমি জানো আমি কে আমি চাইলে তোমার কি করতে পারি এই বলে ছেলেটা আমার দিকে রক্ত চক্ষু করে তাকায় আছে চোখ দিয়ে আগুন ঝরছে পারে তো মেয়ে টাকে এখন ই তাজাই খেয়ে ফেলে এ যে এতখন ধরে যারা বক বক করছিলেন, তারাই হলেন আমাদের গল্পের নায়ক নায়কা আসুন আগে পরিচয় পর্ব টা সেরে ফেলি। আমাদের গল্পের নায়কা ফাবিহা বুশরা নিমু। বাবা মায়ের এক মাএ মেয়ে। একটা ভাই আছে। এইবার ইন্টার ফাস্ট ইয়ারে উঠলো।দেখতে বেশ মাশাল্লাহ। দুধে আলতা গায়ের রং।টানা টানা দুটি চোখ, কোমর পযন্ত বেশ লম্বা চুল।যাকে দেখলে হাজার বার প্রেমে পরতে ইচ্ছে করে। আমাদের গল্পের নায়ক রিপন চৌধুরী রোজ।বাবা মায়ের এক মাএ ছেলে।একটা বড়ো বোন আছে।বাবা নামকরা বিসনেস ম্যানদের মধ্যে একজন। রোজ ও বাবার মতো একজন সফল বিসনেস ম্যান হতে চাই।দেখতে মাশাল্লাহ। ধবধরে সাদা গায়ের রং।গোলাপের পাপরির মতো গোলাপি ঠোঁট জোড়া।উচ্চতা ৬ ফিট।চুল গুলো স্পাইক করা। যাকে বলে পুরাই ক্রাশ বয়।হাজার ও মেয়ের রাতে ঘুম হারাম করে দেওয়ার জন্য রোজ একাই যথেষ্ট। আরো গল্পে জানতে পারবেন এখন ই সব বলে দিলে গল্প পরতে ইচ্ছে করবে না।আসুন মূল গল্পে ফিরে আসি। নিমু: চোখে কি কম দেখেন ঐ রকম রসগোল্লার মতো ড্যাব ড্যাব করে কি দেখেন হুম।আগে কখনো মেয়ে দেখেন নাই রোজ: এই মেয়ে অনেক খন ধরে তোমার ইডিয়ট মার্কা কথা শুনছি তোমাকে তো আজ আমি.... বলার আগেই পাশে থেকে নিমুর বেস্ট ফেন্ড মাহি এসে বলে উঠলো... মাহি:কি রে নিমু তুই আবার কার সাথে ঝগড়া করছিস তোরে আমি সারা শপিং মল খুঁজে শেষ করে ফেলছি। আর তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করছিস তোকে নিয়ে আর পারবো না যেখানে যাবি একটা না একটা ঝামেলা পাকাবি তোকে নিয়ে যে কি করবো আল্লা মালুৃম নিমু:আপনার ৭ই মার্চ এর ভাষন দেওয়া হয়ছে ম্যাডাম,আর বুড়োদের মতো জ্ঞান না দিয়ে আমকে একটু সাহায্য করলেও তো পারেন। দেখ তো ঐ রাবন টা আমাকে একা পেয়ে আমার মতো মাসুম বাচ্চারে যা না তা বলছে বিশ্বাস কর বইন আমি কিছু বলি না আমার কোনো দোষ নাই সব দোষ ঐ রাবণ হনুমান বিলাই এর বাচ্চা গোলাপি তেলাপোকা নীল টিকটিকি খচ্চর বেডার মাহি: কার? • অদ্ভুত_আঁধার_এক