У нас вы можете посмотреть бесплатно মাওয়া ঘাট । মাওয়া ঘাট এবং পদ্মা সেতু ভ্রমণ গাইডলাইন | Mawa Ghat Tour. Masum Time или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
মাওয়া ঘাটের কথা শুনলে প্রথমে মাথায় আসে ইলিশ মাছের কথা! ইলিশ ভাজা খেতে আমরা প্রায়ই হুটহাট ঢাকা থেকে মাওয়া ঘাট চলে যাই। এই এপিসোডে মাওয়া ঘাট যাওয়ার বিস্তারিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। নদী ভ্রমণ ও ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি স্পট হলো মাওয়া ফেরি ঘাট। এই ঘাটের পাড়ে আছে বেশ কিছু খাবারের হোটেল। দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য প্রতিনিয়ত সেখানে ভিড় করেন পর্যটকরা। সেখানে ইলিশ ছাড়াও অনেক বাহারি প্রজাতির তাজা মাছ পাওয়া যায়। মাওয়ার এই ফেরিঘাট সব সময় মেতে থাকে মেলার আমেজে। ঢাকার খুব কাছাকাছি হওয়ায় পদ্মা পাড়ে গিয়ে একদিনেই ঘুরে আসা যায়। রুপালি জলের ঝিকিমিকি দেখতে দেখতে, এর পাড় ধরে দূরে হেটে যাওয়া কিংবা পদ্মা পাড়ের শান্ত সবুজ গ্রামের যান্ত্রিকতা ও কোলাহলমুক্ত পরিবেশ সবাইকে মুগ্ধ করে। চাইলে নৌকায় ঘুরেও দেখতে পারবেন পদ্মার বুকে সূর্যাস্তের দৃশ্য। তাছাড়া ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পদ্মার ইলিশের স্বাদ কি আর অন্য কিছুতে মেটানো সম্ভব! আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে পদ্মার বুকে ১৫০ টাকা ভাড়ায় স্পিড বোটে এপার থেকে ওপারে যেতে পারেন। যুগ যুগ ধরেই মাওয়া ঘাটের ইলিশের চাহিদা সর্বত্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ইলিশ খেতে আসেন ভোজন রসিকরা। এই বিশাল চাহিদা পূরণে মাওয়া ঘাটের পাড়ে গড়ে ওঠেছে ছোট-বড় হোটেল। আছে মৌসুমী ফলসহ অন্যান্য পণ্যের বিশাল সমারোহের দোকান। এছাড়া আছে খণ্ড-খণ্ড মাছের বাজার। এ মাছের বাজারগুলোতে বিক্রি হয় পদ্মা নদীর তাজা ইলিশসহ ছোট-বড় মাছ। চাহিদাও ব্যাপক। যদি জেলেদের কাছ থেকে তাজা মাছ কিনে খেতে চান তবে আপনাকে মাওয়ায় পৌঁছাতে হবে সকাল ৯টার মধ্যে। আর শুধু ইলিশ খেয়ে চলে আসা নেহায়েত বোকামি হবে যদি নদীর পাড়ে বসে পদ্মার বিশাল জলের একটু উন্মাদনা না দেখেন। তার জন্য বেস্ট প্ল্যান হবে, মাওয়া ঘাট থেকে জন প্রতি ২৫ টাকা করে ব্যাটারি চালিত অটো রিকশায় লোহজং ঘুরে আসা। সম্পূর্ণ অটো রিকশা রিজার্ভ নিলে ১৫০ টাকা নেবে। সেখান থেকে নৌকায় যাবেন পদ্মা রিসোর্ট। এতে রিসোর্টও দেখা হবে নৌকা ভ্রমণ ও হয়ে যাবে। ইচ্ছা করলে সারা দিন অথবা রাত দিন থাকার ব্যবস্থা আছে রিসোর্ট এ। না থাকতে চাইলেও অসুবিধা নেই শুধু ৫০ টাকা দিলেই ঘুরে দেখা যাবে সম্পূর্ণ রিসোর্ট। সকালে গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে বাসে মাওয়া ঘাটে চলে যাবেন। ভাড়া ৭০ টাকা পড়বে বিআরটিসি বা ইলিশ পরিবহনে। মিরপুর ১০, ফার্মগেট, শাহবাগ থেকে যেতে পারেন স্বাধীন পরিবহনে। গুলিস্তান থেকে বিআরটিসি এসি বাস পাবেন।ঘণ্টাখানেকের একটু বেশি সময় লাগতে পারে ঘাটে পৌঁছাতে। চাইলে পদ্মা পাড়ি দিতে পারেন লঞ্চ, ফেরি কিংবা স্পিডবোটে। ভাড়া পড়বে ২০, ৩৫ কিংবা ১৫০ টাকা যথাক্রমে। সময় লাগতে পারে ২ ঘণ্টা, দেড় ঘণ্টা অথবা ৩০ মিনিট যথাক্রমে। কোথায় খাবেন? পদ্মার ওপাড়ে কাওড়াকান্দি ঘাটে হোটেলগুলোতে ইলিশ আর গরম ভাত দিয়া ভূড়িভোজ করতে পারেন। তবে খাবার আগে ইলিশ এর ফেনা ওঠা গরম তেল আর শুকনা মড়িচ দিয়ে ভাত মেখে খেতে ভুলবেন না।কোথায় খাবেন? পদ্মার ওপাড়ে কাওড়াকান্দি ঘাটে হোটেলগুলোতে ইলিশ আর গরম ভাত দিয়া ভূড়িভোজ করতে পারেন। তবে খাবার আগে ইলিশ এর ফেনা ওঠা গরম তেল আর শুকনা মড়িচ দিয়ে ভাত মেখে খেতে ভুলবেন না। দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের। সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না। Tags: মধুমতি এক্সপ্রেস,modhumoti express train,modhumoti express,modhumoti express ticket price,মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী,intercity modhumoti express,modhumati express,train,madhumati express train schedule,ট্রেন,modhumati train,bangladesh railway,মাওয়া,মাওয়া রেলস্টেশন,Dhaka to mawa train,ঢাকা থেকে মাওয়া ট্রেন ভ্রমন,পদ্মাসেতু,মাওয়া ইলিশ ঘাট,mawa elish ghat,padma bridge,padma setu,bd rail enjoy,mawa ghat,Kamalapur railway station,mawa railway station Masum Time