Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



নেহারি খেতে ভোর ৪ টায় পাঁচ ভাই রেস্টুরেন্ট সিলেট || কিন ব্রিজ ও আলী আমজাদের ঘড়ি

পাঁচ ভাই রেস্টুরেন্টে সকালের নাস্তা, paach vai hotel, সিলেট পাঁচ ভাই রেস্টুরেন্ট, Sylhet food, পাঁচ ভাই রেস্টুরেন্ট সিলেট সিলেট দ্বিতীয় লন্ডন bangladeshi people, greater sylhet, sylhet home town, sylhet town view sylhet town tour/cng tour/vlog video in bangla. সিলেট ভ্রমণ করেছেন অথচ পাঁচ ভাই রেষ্টুরেন্ট এ খান নি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তবে ভোরবেলায় এখানে নলা হালিম বা নেহারি খাওয়ার জন্য যে লাইন দেখা যায় সেটা বেশীরভাগ পর্যটকদেরই অজানা।। আমরা ভোর ৪ টায় সিলেট নগরীর পাঁচ ভাই রেষ্টুরেন্টের উদ্দেশ্যে যাত্রা করি, এটি নগরীর জিন্দাবাজার এরিয়ায় অবস্থিত। সেখানে পৌঁছুতেই রেষ্টুরেন্টের মেইন গেটে মানুষের ভীড় দেখে বুঝতে বাকী নেই আমরা সম্ভবত লেট করে ফেলেছি। কিছুক্ষণের মধ্যেই ফজরের আযান হয়। তার কিছুক্ষন পরে মেইন গেট খুলে দেয়, এরপর আবার রেষ্টুরেন্টের গেটে গিয়ে লাইন ধরতে হয়। কিছুক্ষন দাঁড়ানোর পর এই গেটটি ও খুলে দেয় এবং সাথে সাথে সবাই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। কারন এখানে দাঁড়ানো সবাই নেহেরি খেতে পারবেনা, কারন চাহিদার তুলনায় অনেক কম নেহেরি তৈরি করা হয়। আবার অনেকে সিট দখল করতে না পেরেও বাদ যায়। যাহোক আমাদের ভাগ্য ভালো। আমরা দুটো নলা হালিম, ৪ টি রুটি, ২ কাপ চা খাই। বিল আসে ২২২/- টাকা মাত্র। মূল্য হিসেবে খাবারের মান কয়েকশো গুন ভালো ছিলো। খাওয়া শেষ করে আমরা সিলেট নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজ / কিন ব্রিজ (Keane Bridge) এলাকায় ঘুরে আসি৷ এটি সুরমা নদীর উপর অবস্থিত। এর এক প্রান্তে বন্দর, আরেকপ্রান্তে সিলেট রেলওয়ে স্টেশন অবস্থিত। এ ব্রীজকে সিলেটের প্রবেশদ্বার বলা হয়। ব্রীজের পাশেই ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ি অবস্থিত। আমরা সুরমা নদীর তীরে এসব ঐতিহাসিক নিদর্শন ও সূর্যোদয় দেখে অন্যত্র গমন করি। Ep 1.    • নেহারি খেতে ভোর ৪ টায় পাঁচ ভাই রেস্টু...   Ep 2.    • রাতারগুল সোয়াম্প ফরেস্ট 🌿 | Ratargul ...   Ep 3.    • Sada pathor Sylhet 🏞 | সাদা পাথর ভোলা...   ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটি আমাকে নতুন ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে 💙 #pachvairestaurant #keanebridge #sylhet #traditional #sylhetivlog #sylheti_video

Comments