У нас вы можете посмотреть бесплатно Katra Masjid || Katra Masjid, Murshidabad || Flashback Vlog || কাটরা মসজিদ মুর্শিদাবাদ || или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Katra Masjid || Katra Masjid, Murshidabad || Flashback Vlog || কাটরা মসজিদ মুর্শিদাবাদ || মুর্শিদাবাদ,নামের সাথেই যেন এক রোমাঞ্চকর ইতিহাসের সম্পর্ক চিরাচরিত বয়ে চলেছে। আর আজকে আমরা বাংলার স্বাধীন নবাব মুর্শিদকুলি খাঁর এক ঐতিহাসিক স্থাপত্যের আশ্চর্য ইতিহাসে গল্পই আপনাদেরকে ঘুরে দেখাবো এবং শোনাবো। আমরা আজকে এসে পৌঁছে গেছি মুর্শিদাবাদের কাটরা মসজিদের মুর্শিদকুলি খাঁর সমাধিস্থলে। মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত এই কাটরা মসজিদ। লোকমুখে শোনা যায় মসজিদটির নিকটে একটি বাজার ছিল এবং কাটরা মানে হচ্ছে বাজার,কাজেই সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় কাটরা মসজিদ,বা বাজার মসজিদ। মসজিদে প্রবেশ করতেই দুপাশে যে দুটি মিনার দেখা যাচ্ছে সেখান থেকে সকাল-সন্ধ্যা দুবেলা আযান দেওয়া হতো এবং বহিঃশত্রুদের উপরেও নজর রাখা হতো এই দুর্গ থেকে। এই মিনার বা দুর্গের উচ্চতা প্রায় 70 ফুট এবং চওড়া প্রায় কুড়ি ফুট, সম্পূর্ণ মসজিদটি আকারে চতুর্ভুজাকৃতির। বৃদ্ধ বয়সে নবাব মুর্শিদকুলি খাঁ নিজের কবর কোথায় হবে তা ঠিক করেছিলেন। এবং তার জন্য তিনি এখানে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণের ব্যবস্থা করেছিলেন ।এই মসজিদটি 1723 এবং 1724 সালে নির্মিত হয়েছিল। এবং তার দুবছর পর মুর্শিদকুলি খাঁ মারা যান। নিজের মৃত্যুর দিন ঘনিয়ে আসছে বুঝতে পেরে নবাব মুর্শিদকুলি খাঁ এই মসজিদ এবং কাটরা বা বাজার বসানোর হুকুম দিয়েছিলেন । ইসমাইল ফরাসের ছেলে মুরাদ ফরাসের উপর মসজিদ নির্মাণের আদেশ দেওয়া হয় । নবাবের হুকুম মেনে নিয়ে প্রার্থনা করেন যে, মসজিদ তৈরির ব্যাপারে সে যে সমস্ত ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে নবাবের কাছে যদি কোন রকম নালিশ হয় তাহলে তার বিচার করা চলবে না। তাড়াতাড়ি কাজ শেষ করার তাগিদ এই আবেদন নবাব মঞ্জুর করে দিয়েছিলেন। মুরাদ ফরাসও এই মসজিদ নির্মাণ করার সময় অনেক অনৈতিক কাজ করেন, বিভিন্ন জায়গা থেকে তিনি ইট সংগ্রহ করে বহু মানুষকে জোর করে মসজিদ নির্মাণের কাজে লাগিয়ে দিয়েছিলেন । মসজিদের কাছ দিয়ে যদি কেউ পালকি চরে যেতেন মুরাদ তাকে নামিয়ে মসজিদ নির্মাণের কাজে লাগিয়ে দিতেন। মুরাদের ভয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এই ভাবেই মুরাদ ফরাস এই কাটরা মসজিদ নির্মাণের কাজ শেষ করেছিলেন। তবে পরবর্তীকালে এই কাটরা মসজিদ নির্মাণের সময় মুরাদ ফরাস যে অন্যায় গুলি করেছিলেন তার বিচার করে পরবর্তী নবাব সুজাউদ্দিন মুরাদ ফরাস কে প্রাণদণ্ডের আদেশ দিয়েছিলেন। Voice : dibakar Jimmy (flashback Vlog) Videography & Editing : Ajay Pramanik (flashback Vlog) Backgrund Music : audio library ( Thank you So much Audio Library) #hazarduari #murshidabad #berhampore #lalbag #flashbackvlog #debakor #ajaypramanik #katramasjid#murshidkulikhan#murshidabad #katramasjid#murshidkulikhan#murshidabad #মুর্শিদকুলিখান #কাটরামসজিদ #murshidabad #মুর্শিদাবাদ #lalbag #লালবাগ