У нас вы можете посмотреть бесплатно আধ্যাত্মিক সাধক আলী রজা কানু শাহ'র পূর্ণাঙ্গ জীবনী ও অজানা ঘটনা | Islamic Documentary Video или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
চট্টগ্রামকে বলা হয় বার আউলিয়া কেরামের পূণ্যভূমি। তেমনি এক আউলিয়ায়ে কেরামের স্মৃতি বিজড়িত কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার ৯নং পরৈকোড়া ইউনিয়নে অবস্থিত ওষখাইন আলী নগর দরবার শরীফ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বক্কর ছিদ্দীক (রা:) এর বংশধর।হযরত আলী রজা (রা:) পিতা মাতার তত্ত্বাবধানে তৎকালীন ধর্মীয় প্রথানুসারে তার পিতা-মাতার সান্নিধ্যে থেকে ৭ বছর বয়সে নামাজ রোজা কুরআন শিক্ষা মাছায়েলের কিতাবাদি প্রাথমিক শিক্ষাসহ প্রকৃতির জ্ঞান অর্জন করেন। শৈশব থেকেই তাঁর জীবনে প্রতিটি ক্ষেত্রে আধ্যাত্মিক আচরণ পরিলক্ষিত ছিল। হঠাৎ তাঁর পিতা শাহ মো: শাছি (রাঃ) ইন্তেকালের পর মায়ের উপর আলী রজার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব অর্পিত হয়। তখন তার মা বালক হযরত আলী রজার লেখা পড়ার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন।আলী রজা শুধু একজন প্রখ্যাত আল্লাহর ওলী নয়। তিনি একাধারে ছিলেন একজন কবি, আধ্যাত্মিক সিদ্ধপুরুষ, সাধক, তাত্বিক এবং সঙ্গীতজ্ঞ,। আলী রজার শুধুমাত্র সাহিত্যজগৎ নিয়ে এখন পর্যন্ত গবেষণা করেছেন আবদুল করিম সাহিত্য বিশারদ, ড. অসিত কুমার বন্দোপাধ্যায়, শাহেদ আলী, ড. আহমদ শরীফ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তসংস্কৃতি ও মুসলিম স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ডেবিড জি ক্যাসিন, এসএম আবদুল আলীম, জামাল উদ্দিন এবং শামসুল আরেফীনসহ আরো অনেকে।আলী রজার রচিত কবিতা 'মনের মহিমা' ১৯৬৬-৬৭ ইং সনে একাদশ, দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচির অন্তর্ভূক্ত ছিল। উল্লেখ্য আলী রজার সবচেয়ে আলোচিত ও প্রশংসনীয় গ্রন্থ 'জ্ঞানসাগর'। তার জ্ঞানসাগর নিয়ে দেশ-বিদেশে এখন পর্যন্ত প্রচুর গবেষণা হয়েছে।কবি আল্লামা আলী রজার লিখিত কাব্যগুলো দরবেশ গ্রন্থী। এতে আল্লাহ্ ও রাসূল (দঃ) এর আধ্যাত্মিক প্রেমই প্রাধান্য পেয়েছে। এই ধরণের গ্রন্থ স্বভাবতই দুর্বোধ্য হয়ে থাকে। এতে আধ্যাত্মিকভাবের যে সব কথা আছে, তা সাধারণ পাঠকের নিকট একান্ত দুরূহ মনে হলেও ভাবুকের নিকট প্রীতিপ্রদ হবে আশা করা যায়।আলী রজার গুরু হযরত শাহ্ কেয়ামুদ্দিন আউলিয়া (রা:) নিজেই হযরত শাহ আলী রজা (রা:) কে পরীক্ষা নিরীক্ষা করে বেলায়তের শক্তি এলমে তাসাউফ এবং তত্ত্বজ্ঞানের গভীরতা দেখে ত্বরিকায়ে চিশতীয়া ও তরিকায়ে মোজাদ্দেদীয়া ছিলছিলার খেলাফত প্রদান করেন। যা তাঁর দাদা পীর হযরত সৈয়দ আমানত আল-নয়ামী আল আরবি কর্তৃক গুরু শাহ্ কেয়ামুদ্দীন আউলিয়াকে দেওয়া হয়েছিল। উল্লেখ্য যে, তার গুরু শাহ কেয়ামুদ্দিন আউলিয়া (রা:) আলী রজাকে কানু নামে ডাকতেন। হযরত শাহ আলী রজা (রা:) দীর্ঘকাল আপন মুর্শীদের খেদমতে শরীয়ত ত্বরিকত হাকিকত ও মারেফতের প্রতিস্তর অতিক্রম করে বেলায়তের উচ্চ আসন লাভ করেন। তিনি অত্যন্ত কঠিন মেহনত ও ৩৬ বছর অরণ্য এবং খানকায় বেয়াজতের পর তার মুর্শিদ আধ্যাত্মিক মসনদের সিংহাসনে আসিন করেন। এরপর বেলায়তে সম্রাট খ্যাতিতে ভূষিত করে খেলাফতের সম্মানী বেলায়তের তাজ (মুকুট) তাঁর ছের মোবারকে পরিয়ে দেন।বাবাজান কেবলা হযরত শাহ আলী রজা (রা:) ১১৯৯ মঘীর ৫ই মাঘ, ১৯ শাওয়াল মোতাবেক ১৮৩৭ ইংরেজি রোজ বুধবার ৭৮ বছর বয়সে নশ্বর পৃথিবী ত্যাগ করেন।আজকের ভিডিওটিতে প্রখ্যাত সাধক আলী রজা প্রকাশ কানু শাহ (রাঃ) পূর্ণাঙ্গ জীবনী তুলে ধরা হয়েছে। #আলী_রজা_কানু_শাহ #ওষখাইন_আলী_নগর_দরবার_শরীফ #আনোয়ারা_ওষখাইন #ওষখাইন_ওরষ #পরৈকোড়া_ইউনিয়ন ##আলী_রজা_প্রকাশ_কানু_শাহ্ #কানু_শাহের_জীবনী The Barta Media 24 is an interactive multimedia news portal for the Bengali speaking people worldwide.The Barta Media 24 launched its online publication.