У нас вы можете посмотреть бесплатно ডিসি পার্কে আবারও শুরু হয়েছে ফুল উৎসব | Dc park Chittagong | ডি সি পার্ক চট্টগ্রাম или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ডিসি পার্কে আবারও শুরু হয়েছে ফুল উৎসব | Dc park Chittagong | ডি সি পার্ক চট্টগ্রাম চট্টগ্রাম শহরের ডিসি পার্কে আবারও শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ১৩৬ প্রজাতির ফুল ও বর্নিল সাজে সাজানো হয়েছে ডিসি পার্ক। আগের বছরের চেয়ে এই বছর আরো আর্কষণীয় ভাবে সাজানো হয়েছে ডিসি পার্ক। ৪ জানুয়ারি শুভ উদ্বোধন করা হয় ডিসি পার্কে মাস ব্যাপি ফুল উৎসবের। ডিসি পার্কে প্রবেশ করার জন্য টিকেট মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ফুল উৎসব চলবে ১ মাসের বেশি সময় ধরে। প্রতি বছর এত সুন্দর ফুল উৎসবের আয়োজনের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে ডিসি পার্ক। একসময় যেখানে মানুষ দিন রাত মাদকদ্রব্য সেবন করতো এখন সেই জায়গা রুপান্তর হয়েছে পর্যটন কেন্দ্র। ডিসি পার্ক যারা চিনেন না বা এখনো আসেননি তারা সবাই জানতে চান ডিসি পার্ক কোথায় কীভাবে যাবো। আপনি যদি চট্টগ্রাম শহরে বসবাস করে থাকেন তাহলে আপনি প্রথমে চলে আসবেন একে খান, জিসির মোর থেকে খুব সহজে আপনি একে খান চলে আসতে পারবেন। তারপর সেখান থেকে লোকাল বাসে করে চলে আসবেন বাইপাস। ভাড়া নিবে জনপ্রতি ১০ টাকা। বাইপাস থেকে রিকসা অথবা পায়ে হেঁটে ডিসি পার্কে আসতে পারবেন। রিকশা নিয়ে গেলে ভাড়া নিবে ৩০ টাকা। আপনি যদি রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী, এই সমস্ত জায়গা থেকে আসেন তাহলে আপনি বায়জিদ লিংক রোড দিয়ে চলে আসবেন বাইপাস। আর দেশের অন্য প্রান্ত থেকে আসলে এই বাইপাস নামতে হবে। বাইপাস নেমে রিকশা অথবা পায়ে হেঁটে ডিসি পার্ক যেতে পারবেন। আর যারা পতেঙ্গা থেকে আসতে চান তাদের জন্য একদম সহজ। পতেঙ্গা থেকে লিংক রোড ধরে সোজা ডিসি পার্ক চলে আসতে পারবেন। সেইক্ষেত্রে রিজার্ভ সিএনজি প্রয়োজন হবে। আশাকরি ডিসি পার্ক কীভাবে আসবেন এটা নিয়ে আর কোন প্রশ্ন নেই। আজকে ৪ জানুয়ারি ২০২৫ সাল,আজকে ডিসি পার্কে ফুল উৎসবের শুভ উদ্বোধন করা হয়। প্রথম দিন দেখেন কী পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসলো। চারদিকে ফুল সহ নানান রকম আর্কষণীয় ব্যানার, ফেস্টুন,ঝর্ণা, ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে ডিসি পার্ক। ফুল উৎসবকে কেন্দ্র করে পার্কে বসেছে বিভিন্ন ধরনের রাইড,যেখানে সব বয়সী মানুষ উপভোগ করতে পারছে এই রাইড গুলো। এছাড়াও রয়েছে নানা ধরনের মুখরোচক খাবারের জন্য ছোট বড় রেস্টুরেন্ট।এখনো যারা ডিসি পার্ক ঘুরতে যান নি, আপনারা চাইলে জীবনে একবার হলেও নিজে অথবা পরিবার নিয়ে ঘুরে আসুন। আশাকরি আপনার ভালো লাগবে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ফুল গুলো কতদিন থাকবে সবার মনে প্রশ্ন থাকে। আসলে এটা মাসব্যাপী একটা ফুল উৎসব প্রোগ্রাম। এটা মাসব্যাপী চলার পর ফুল উৎসব বন্ধ হয়ে যাবে। কিন্তুু পার্কটি খোলা থাকবে। হয়তো এত সুন্দর আয়োজন তখন থাকবে না। তখন হয়তো ফুল গুলো না থাকতেও পারে। তাই দেরি না করে আজকেই ঘুরে আসুন। চট্টগ্রাম শহরের মধ্যে আমাদের আরো একটা সার্ভিস চালু আছে, যেটা হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার প্রাইভেট বাসে মাএ ৮৫০ টাকায় টিফিন ও দুপুরের খাবার সহ, ডিসি পার্ক সহ,পতেঙ্গা সমুদ্র সৈকত, টানেল,পারকি সমুদ্র সৈকত, লুসাই পার্ক ঘুরে আসার সুযোগ। বিস্তারিত জানতে স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন। অথবা ফেইসবুক পেইজটি ভিজিট করুন। প্রাইভেট পর্যটক বাস- Private Tourist Bus - https://www.facebook.com/profile.php?... Mobile Number:- 01815845687 You Can Mail Me Any Kind Of Sponsor Video: [email protected] 𝔽𝕠𝕝𝕝𝕠𝕨 𝕞𝕖 𝕠𝕟 𝕤𝕠𝕔𝕚𝕒𝕝 𝕞𝕖𝕕𝕚𝕒 🔰FACEBOOK PAGE - / adivlogsbde Welcome To ADI VLOGS BD Youtube Channel. I Am A Bangladeshi Vloger. I Make travel vlog,travel guide,trip plaing,daily life vlog,food vlog,funny video,historical place heritage,information,bd travel vlog,bangla vlog,new vlog etc So Guys If You Likes My Videos Then Please Subscribe My Youtube Channel And Press The Bell Icon For All The Latest Updates. Thank you !