У нас вы можете посмотреть бесплатно Dui Bighaa Jomi | দুই বিঘা জমি | রবীন্দ্রনাথ ঠাকুর | Bengali Recitation | Rabindranath Tagore | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Dui Bighaa Jomi | দুই বিঘা জমি | রবীন্দ্রনাথ ঠাকুর |Bengali Recitation | Rabindranath Tagore | বাংলা আবৃত্তি | রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও জমিদারদের সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের উপর নীপীড়নের কথা এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। আমার চ্যানেলের অন্যান্য আবৃত্তির ভিডিও : • Ma Eseche Ma Eseche | Kazi Nazrul Islam | ... • Eseche Sarat Himer Paras। এসেছে শরৎ হিমের ... • গণেশ ঠাকুর আর মা দুর্গার কবিতা। দুর্গাপূজা... • Bandana Sloka | Mallika Sengupta | Mahalay... • sobar pujo durga pujo। Tilak Bhattacharyya... • Sharodiya । Subha Dasgupta । শারদীয়া । শুভ... Voice : Sonali Chakraborty Editing, Sound Mixing and Mastering By Debmallya Bhattacharyya #DuiBighaaJomi #দুইবিঘাজমি #রবীন্দ্রনাথঠাকুর #BengaliRecitation #RabindranathTagore #বাংলাআবৃত্তি #sonalirkabyashruti শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, "বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।' কহিলাম আমি, "তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।' শুনি রাজা কহে, "বাপু, জানো তো হে, করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা-- ওটা দিতে হবে।' কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি সজল চক্ষে, "করুণ বক্ষে গরিবের ভিটেখানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!' আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, "আচ্ছা, সে দেখা যাবে।' পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে-- করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে। এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি-- রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখি দিল বিশ্বনিখিল দু বিঘার পরিবর্তে। সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য! ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো-ষোলো-- একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল। নমোনমো নম সুন্দরী মম জননী বঙ্গভূমি! গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগনললাট চুমে তব পদধূলি, ছায়াসুনিবিড় শান্তির নীড় ছোটো ছোটো গ্রামগুলি। পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ, স্তব্ধ অতল দিঘি কালোজল-- নিশীথশীতল স্নেহ। বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে-- মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজগ্রামে-- কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে, রাখি হাটখোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে তৃষাতুর শেষে পঁহুছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক্ ধিক্ ওরে, শতধিক্ তোরে, নিলাজ কুলটা ভূমি! যখনি যাহার তখনি তাহার, এই কি জননী তুমি! সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্রমাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা! আজ কোন্ রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাসবেশ-- পাঁচরঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ! আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন-- তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন! ধনীর আদরে গরব না ধরে ! এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন! কল্যাণময়ী ছিলে তুমি ওই , ক্ষুধাহরা সুধারাশি! যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী, হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারি দিকে চেয়ে দেখি-- প্রাচীরের কাছে এখনো যে আছে, সেই আমগাছ একি! বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক-কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা-পলায়ন-- ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন! সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতখনে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা। হেনকালে হায় যমদূত-প্রায় কোথা হতে এল মালী, ঝুঁটি-বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে, "আমি তো নীরবে দিয়েছি আমার সব-- দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব!' চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠিগাছ-- বাবু ছিপ হাতে পারিষদ-সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, "মারিয়া করিব খুন!' বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুণ। আমি কহিলাম, "শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়!' বাবু কহে হেসে, "বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।' আমি শুনে হাসি আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে-- তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে! #duibighajomikobita, দুই বিঘা জমি rabindranath tagore দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর, dui bigha jomi rabindranath tagore রবীন্দ্রনাথ ঠাকুর দুই বিঘা জমি,rabindranath tagore dui bigha jomi, dui bigha jomi by rabindranath tagore #রবীন্দ্রনাথঠাকুরের #শ্রেষ্ঠকবিতাদুইবিঘাজমি দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প dui bigha jami rabindranath tagore dui bigha jomi rabindranath thakur abritti dui bigha jomi rabindranath thakur দুই বিঘা জমি কবিতা আবৃত্তি rabindranath thakur dui bigha jomi