Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб কুলি মজুর | কাজী নজরুল ইসলাম | kuli mojur | Kazi Nazrul lslam | মে দিবসের কবিতা в хорошем качестве

কুলি মজুর | কাজী নজরুল ইসলাম | kuli mojur | Kazi Nazrul lslam | মে দিবসের কবিতা 10 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



কুলি মজুর | কাজী নজরুল ইসলাম | kuli mojur | Kazi Nazrul lslam | মে দিবসের কবিতা

কবিতা: কুলি মজুর কবি: কাজী নজরুল ইসলাম কন্ঠে: ক্যামেলিয়া চৌধুরী poem: Kuli Mojur poet: Kazi Nazrul lslam voice : Kyamalia Choudhury কুলি মজুর কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সা'ব তারে ঠেলে দিল নিচে ফেলে! চোখ ফেটে এল জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প- শকট চলে, বাবু সা'ব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছো? চুপ রও যত মিথ্যাবাদীর দল! কত পাই দিয়ে খুলিদের তুই কত ক্রোর পেলি বল? রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প-শকট দেশ ছেয়ে গেল কলে, বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লিখা। তুমি জানো নাকো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ, ওই জাহাজ, শকট, অট্টালিকার মানে! আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ! হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিলো যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি ; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান! তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে! সিক্ত যাদের সারা দেহ-মন মাটির মমতা রসে এই ধরনীর তরণীর হাল রবে তাহাদের বশে! তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি! আজ নিখিলের বেদনা-আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যতো কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আজ আকাশের যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল! সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহা-মানবের মহা-বেদনার আজি মহা-উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো Links:    / @kyamaliachoudhury   #কুলিমজুর #কাজীনজরুলইসলাম #ক্যামেলিয়াচৌধুরী #কাজীনজরুলইসলামএরকবিতা #মেদিবসেরকবিতা #শ্রমিকদিবস #kulimojur #kazinazrulislamkobitaabritti #kazinajrulislam #bangla_kobita #maydiboserkobita

Comments