У нас вы можете посмотреть бесплатно দিলপাশার বিল ভাঙ্গুরা পাবনা || Dilpashar Bill Bhangura Pabna или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
দিলপাশার বিল ভাঙ্গুরা পাবনা || Dilpashar Bill Bhangura Pabna . দিলপাশার বিলের সৌন্দর্য বলে বোঝানো সম্ভব নয়। এখানে সব কিছুতেই আপনি সৌন্দর্য খুঁজে পাবেন। বিলের পরিবেশ, রাস্তাঘাট, বিলে ভেসে যাওয়া মাছ ধরার নৌকা, ধানবাহী নৌকা, কিংবা ভ্রমণ পিপাসু মানুষদের পিকনিকের নৌকা, কখনো কখনো দূরে নৌকা থেকে ভেসে আসা গান। যতদূর চোখ যায় শুধু পানি আর আকাশ। বিলের পানিতে ছোট ছোট স্রোত সূর্যের আলোয় ঝিকমিক করে উঠে। বিলের শীতল নরম বাতাস প্রাণ জুড়িয়ে দেয়। এই সব কিছুর মাঝে থেকে চোখ এবং মাথা থেকে যেন হাজার বছরের ক্লান্তি ঝরে পড়ে। ভৌগলিক অবস্থানগত দিক থেকে এটি অত্যান্ত প্রত্যন্ত অঞ্চল। তবে এলাকার স্থানীয় রাস্তাগুলো বেশ ভালো। সারাবছর স্থানীয় মানুষ ছাড়া তেমন কারো যাতায়াত হয়না। বর্ষাকালে এখানে প্রকৃতি প্রেমীদের ভিড় জমে। প্রায় প্রতিদিনই সকাল-বিকাল প্রচুর মানুষ ঘুরতে আসে এখানে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসু মানুষের ভিড় একটু বেশি থাকে। অনেকে আবার নৌকায় করে বেড়াতে আসে বিভিন্ন এলাকা থেকে। দিলপাশা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় অবস্থিত একটি বিল, যা চলন বিলের একটি অংশ। অসাধারণ সুন্দর পরিবেশ। রেল লাইন চলন বিলের মধ্য দিয়ে গেছে। বর্ষাকালে বর্ষার পানিতে রেললাইন ডুবে যায়। আর সেই ডুবে যাওয়া রেল লাইনের উপর দিয়েই যায় রেল। রেলের চাকার ধাক্কায় লাইনের উপরে থাকা পানিগুলো দু’পাশে ছিটকে সরে যায় দূর থেকে দেখে মনে হয় যেন পানির মধ্যে দিয়েই রেল গাড়ি যাচ্ছে। অসাধারণ সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়ে যায়। Follow Me On Facebook : / mdrahat.mdrahat.50364592 Follow Me On Facebook Page : / ks-photography-104872774706058 Follow Me On Instagram : / ks.rahat