У нас вы можете посмотреть бесплатно কেমন দেশ ক্রোয়েশিয়া | ক্রোয়েশিয়া দেশের অজানা তথ্য এবং ইতিহাস | All about Croatia in Bengali |Croatia или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ইউরোপের ছোট্ট এক্টি দেশ হলো ক্রোয়েশিয়া। রোমান সাম্রাজ্যের সময় থেকেই কোন না কোন ফর্মে এই ক্রোয়েশিয়ার অস্তিত্ব ছিল। তবে বর্তমানে ক্রোয়েশিয়া নামের যে রাষ্ট্র, ১৯৯১ সালের আগে তার কোন অস্তিত্ব ছিল না। সে বছরের জুন মাসে আধুনিক এই রাষ্ট্রটি ইয়ুগোস্লাভিয়া থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য ক্রোয়েশিয়া এবং দেশটির লোকসংখ্যা ৪০ লাখের সামান্য বেশি।ক্রোয়েশিয়ায় খুবই চমৎকার কিছু জাতীয় পার্ক আছে, আছে অপূর্ব কিছু লেক, যেখানে আপনি সাঁতার কাটতে পারেন। বনে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু অসাধারণ ঝর্ণা। এমন সব বনাঞ্চল আছে ক্রোয়েশিয়ায়, যাতে কখনো আঁচড় পড়েনি। বিশ্বব্যাঙ্কের হিসেবে অনুসারে দেশটির তিন ভাগের একভাগ এলাকা জুড়ে আছে অরণ্য।ক্রোয়েশিয়ায় মোট আটটি জাতীয় পার্ক আছে। তার মধ্যে অন্যতম একটি প্লিৎভিচ লেক। গেম অফ থ্রোন্স এমন এক কল্পরাজ্য যাতে আছে বহু ড্রাগন এবং হোয়াইট ওয়াকার। কিন্তু এটা একেবারেই স্বপ্নের কোন জগত নয়। 'ওয়েস্টেরস' নামের কাল্পনিক ওই দেশের রাজধানী 'কিংস ল্যান্ডিং' এর অস্তিত্ব যেন আছে ক্রোয়েশিয়ারই একটি শহরে, আর সেই শহরটির নাম ডুব্রোভনিক।এই শহরেই গেম অফ থ্রোন্স সিনেমার প্রায় পুরোটা অংশ চিত্রায়ন করা হয়েছে। প্রাচীণকালের ঐতিহ্যবাহী গথিক ও রেনেসাঁ গির্জার জন্যে বিখ্যাত এই শহর। আছে অপূর্ব নৈসর্গিক সব দৃশ্য। গেম অফ থ্রোন্সের জনপ্রিয়তার কারণে এই শহরে পর্যটকেরও সংখ্যাও অনেকে বেড়ে গেছে।সপ্তদশ শতাব্দীতে যে 'থার্টি ইয়ার্স ওয়ার হয়েছিল' সেসময় ফরাসী সেনাবাহিনীতে ক্রোয়েশিয়ানরা তাদের গলায় এই কাপড়টি পেঁচিয়ে রাখতো। সেখান থেকেই এই ক্রাভাত টাই এর জন্ম। দেশটিতে প্রতিবছর ১৮ই অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক ক্রাভাত দিবস হিসেবে। নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরতে ক্রোয়েশিয়ার নাগরিকরা বিশেষ এই দিনটিতে গলায় নেকটাই পরে থাকেন।আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি পৃথিবীর সুন্দর একটি দেশ ক্রোয়েশিয়া দেশের অনেক অজানা তথ্য এবং ইতিহাস নিয়ে। সেই সাথে আলোচনা করা হয়েছে ক্রোয়েশিয়ার অর্থনীতি,ক্রোয়েশিয়ার জনসংখ্যা,ক্রোয়েশিয়া দেশের ইতিহাস এবং ক্রোয়েশিয়া দেশের কাজের ভিসা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত। #দেশ_পরিচিতি #ক্রোয়েশিয়া_দেশের_ইতিহাস #Croatia_visa #ক্রোয়েশিয়ার_অর্থনীতি #bangla_documentary #বাংলা_ডকুমেন্টারি #countryinformation ক্রোয়েশিয়া দেশের কাজের ভিসা Croatia student visa Croatia visa requirements Croatia visa system Croatia visa Croatia job visa Croatia visa for Bangladeshi ক্রোয়েশিয়া দেশের ইতিহাস ক্রোয়েশিয়ার অর্থনীতি ক্রোয়েশিয়ার জনসংখ্যা