У нас вы можете посмотреть бесплатно যাত্রা অভিনেত্রী লতা দেশাই এর সাক্ষাৎকার | Jatra actress Lata desai или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
যাত্রা জগতের বিখ্যাত নায়িকা, বলিষ্ঠ অভিনেত্রী লতা দেশাই অসংখ্য মঞ্চ সফল যাত্রাপালা য় তিনি অভিনয় করেছেন চরম দারিদ্র্য র মধ্যে ই বেড়ে ওঠা তাঁর চন্দননগর এ, ছোটবেলা তে গান শিখতেন, আর্থিক কষ্টের কারণে পড়াশোনা হয়নি সেভাবে, বারো বছর বয়সে অভিনয় শুরু করেন অপেশাদার দলে, যাত্রা য়, অফিস ক্লাব থেকে ও প্রচুর ডাক আসতে শুরু করে, একটি পয়সা পালায় শবরী চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন মফস্বল অঞ্চলে, প্রথম পেশাদার দলে আসেন অগ্রদূত যাত্রা সমাজে প্রথম পালা প্রেমের সমাধি তীরে, ও গুম গুহার কাহিনী। এরপর একে কাজ করেন কলিকাতা যাত্রা সমাজ, নট্ট কোম্পানি,আনন্দলোক শিল্পী তীর্থ, ভারতী অপেরা, গণ বাণী, ভান্ডারী অপেরা ভৈরব অপেরা, নব রঞ্জন অপেরা, মুক্তধারা, অগ্রগামী, নবদিগন্ত অপেরা, তাঁর বিখ্যাত যাত্রা পালা গুলি হলো মরুতীর্থ হিংলাজ, মানুষের অধিকার, ধরার তামাং, রামী চন্ডীদাস বিল্বমঙ্গল, বিপ্রদাস, শের আফগান, মহাজনের মেয়ে, বণিক বাড়ির বৌ, বিরহিনী রাধা, কলকাতা র বৌদি, আদরের বোন, বড়দিদি, বৌমা তোমার পায়ে নমস্কার, থানা যাচ্ছে ছোটো বৌ, বৌ হয়েছে রঙের বিবি, শেষ সাক্ষী দুর্গা, ঘরে বউ বাইরে বিবি, কবরে কাদছে আনারকলি, মুর্শিদকুলী খা, শান্তি তুমি কোথায়, তাঁর শেষ পালা মুক্ত মঞ্জরী দলে বৃদ্ধাশ্রমে কাদছে বাবা মা, ২০১৬ সালে শান্তি গোপাল তপন কুমার পুরস্কার পেয়েছেন তিনি, স্বামী ছিলেন বিখ্যাত যাত্রা অভিনেতা সমর ব্যানার্জী, স্বামী র মৃত্যু র পর এখন একাকী সাধিকা র জীবন কাটাচ্ছেন তিনি, গোপাল এর সেবা নিয়েই দিন কাটছে একদা ডাকসাইটে এই যাত্রা র নায়িকা র লতা দেশাই মানেই এক ডাকে পচিশ হাজার দর্শক, বড়ো মাপের অভিনেত্রী তিনি সত্যি সংগ্রাম করে এই জায়গা অর্জন করেছেন তিনি, ভালো থাকুন লতা দেশাই মহাশয়া। Ami Avijit Bolchi #biography #bengali #podcast #jatrapala #latadesai #jatra #folktheater Join this channel to get access to perks: / @amiavijitbolchi