У нас вы можете посмотреть бесплатно একের পর এক বিতর্কে শ্রীজাত, কী বলছেন তিনি | Srijato Bandyopadhyay | Manab Zameen | Aaj Tak Bangla или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
#tollywood #bengalifilm #aajtakbangla #aajtak এক চাকরির ইন্টারভিউতে ‘জীবনে কী করতে চান?’ জানতে চাওয়া হলে প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘রবীন্দ্রনাথের মতো গান লিখতে। সে-চাকরি তার হয়নি।’ আর এখন তো অনেকেই মজা করে বলছেন সময় এখন কবি শ্রীজাতর। কখনও তাঁর গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। কখনও আবার রামপ্রসাদের গানের জন্য অ্যাওয়ার্ডে নমিনেশন। রবীন্দ্র জয়ন্তীর দিন শহরের একটি নামী স্কুলে গাওয়া হয়েছিল তাঁর লেখা গান। কিন্তু, বলা হয়েছিল গানটি রবীন্দ্রনাথের গাওয়া। *শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘মানবজমিন’ ছবির গান ‘মন রে কৃষিকাজ’-এর জন্য টেলি সিনে অ্যাওয়ার্ডস এ মনোনীত হয়েছে।টেলি সিনে অ্যাওয়ার্ডের তালিকায় রামপ্রসাদের গানে এল তাঁর নাম। চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৪ জুন ঠিক বিকেল ৫ টায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে টেলি সিনে অ্যাওয়ার্ডস।* রবীন্দ্র জয়ন্তীতে তাঁর লেখা গানে কবিগুরুর নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল। যদিও এতো কিছুর পর লম্বা একটা পোস্ট লেখেন কবি পরিচালক তার ফেসবুক এ " ‘মন রে, কৃষিকাজ জানো না’ – টেলি সিনে অ্যাওয়ার্ডস-এর তরফে এই গানটির জন্য সেরা গীতিকারের মনোনয়নপত্রটি যখন আমার ফোনে আসে, তখন আমি একটি বিজ্ঞাপনের কাজে বিষম ব্যস্ত। তাই কিছুক্ষণ খুলে দেখা হয়নি। পরে চিঠির প্রতিলিপি খুলে তুমুল অঘটনটি দেখামাত্র আমি চেষ্টা করি কোনওভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তা জানাতে। আমাদের ছবির প্রযোজক রাণা সরকার মারফত আমার সঙ্গে কথা হয় সংস্থার সাধারণ সম্পাদক মৃন্ময় কাঞ্জিলালের। তাঁকে আমি স্পষ্টতই জানাই, বিরাট আকারের এক ভ্রান্তি হয়ে গেছে তাঁদের তরফে এবং পুরস্কার তো অনেক পরের কথা, এই মনোনয়ন মেনে নেওয়াই আমার পক্ষে সম্ভব নয়। সব শুনে তিনি ভুল স্বীকার করেন এবং জানান যে যত দ্রুত সম্ভব এই ত্রুটি সংশোধন করে নেওয়া হবে। ব্যক্তিগত স্তরে এই ঘটনার জন্য তিনি আমার কাছে দুঃখপ্রকাশ করেন। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় এই মনোনয়নপত্রের প্রতিলিপি ছড়িয়ে পড়েছে হু হু ক’রে। জানি না কীভাবে তা সম্ভব হলো, কিন্তু ইদানীং সবই সম্ভব। যাই হোক, ফলত বিষয়টি আলোচ্য হয়ে ওঠে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের এখানে কোনও বিষয়ই বেশিক্ষণ আলোচনার আওতায় থাকে না। ঠাট্টা, মশকরা ও ব্যক্তি-আক্রমণের স্তরে নেমে আসে। বিশেষত তার কেন্দ্রে যদি আমি থাকি। সারাদিন কাজের ব্যস্ততায় সংবাদমাধ্যমের বন্ধুদের ফোন ধরতে পারিনি, কিন্তু টের পাচ্ছিলাম, এ নিয়ে জল ঘোলা হচ্ছে। তিনি আরো বলেন বহু রাতে বাড়ি ফিরে কিছু কিছু দেখলাম। ফেসবুকে নানান লেখা, হোয়াটসঅ্যাপের গ্রুপে গ্রুপেও ঘুরছে সেই চিঠির ছবি। আজকের দিনে সেটা অস্বাভাবিক নয়। কিন্তু একটা কথা আছে এখানে। রামপ্রসাদ সেনের গানের জন্য আমাকে মনোনীত করা যেমন বিস্ময়কর অজ্ঞানতা বা অসাবধানতার পরিচায়ক, তেমনই এই মনোনয়নের জন্য আমাকে আক্রমণ করাও অশিক্ষা ও অভব্যতার সামিল। প্রথমত, অনেকেই দেখলাম ধরে নিয়েছেন যে, এই পুরস্কার আমি পাচ্ছি ও গ্রহণ করছি। তাঁরা সম্ভবত মনোনয়ন এবং পুরস্কারের তফাতটুকুও জানেন না। এই দুয়ের মধ্যে কতগুলো পর্যায় আছে বা থাকতে পারে, তাও তাঁদের জানা নেই। এও জানেন না যে, মনোনয়ন ব্যক্তি-মানুষের গ্রহণ বর্জনের বাইরে। গ্রহণ বা বর্জনের বিষয় তখনই আসে, যখন কেউ পুরস্কৃত হন। নইলে নয়। তাই আমি কেন এই মনোনয়ন গ্রহণ করলাম, এ-প্রশ্ন ভিত্তিহীন। কিন্তু এই মনোনয়নের বিরোধ নিশ্চয়ই করা উচিত, যা আমি যথাস্থানে করেওছি। সে যাক গে, যাঁরা যে-কোনও বিষয়ের কারিগরি দিকগুলি বিচার না-করেই ময়দানে নেমে পড়েন, তাঁদের নিয়ে ভাবার সময় আমার নেই। যেমন খতিয়ে দেখা বা পড়ার মতো বাজে সময় তাঁদেরও নেই, বদলে খেউড়ে অংশ নেবার মতো মহান কাজে নিবিষ্ট থাকতে হয়। দ্বিতীয়ত, বহু মানুষ, হয়তো ইচ্ছাকৃত ভাবেই, এই ঘটনার জন্য আমাকে দায়ী করছেন। এখন, দায়ী করলেই কেউ দায়ী হয়ে যায় না। সে তো মাঝেমধ্যে সিরিয়ায় বোম পড়ার জন্যেও ফেসবুকে আমিই দায়ী থাকি। সেটা কথা নয়। এতে বরং অভিযোগকারীদের অশিক্ষা ও উদ্দেশ্যই প্রকাশ পায়। তবু, স্পষ্ট করেই বলি, এই ঘটনায় আমার কোনও পূর্ব-ভূমিকা নেই। আছে কেবল বিরোধ প্রকাশ ক’রে এই মনোনয়ন প্রত্যাহার করতে বলা। বহু সংখ্যক মানুষই লিখছেন, আমি কেন প্রতিবাদ করিনি এই মনোনয়নের (আবারও, পড়ুন, পুরস্কারের নয়)। সে-প্রশ্ন স্বাভাবিক নিশ্চয়ই। কিন্তু শনিবার কাজের বিরামের বিলাস যেহেতু জীবনে নেই, তাই ব্যস্ততার মাঝখানে কাজের ক্ষতি করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারিনি। যেখানে জানালে কাজ হবে, সেখানে জানিয়েছি। এবং কাজ হয়েছে। তাঁরা ওই একই ছবির অন্য একটি গানের জন্য আমাকে একটি মনোনয়নপত্র পাঠিয়েছেন (সে-ছবি এখানে রাখলাম)। তাতে যদিও এই মারাত্মক ভুল মুছে যায় না, সেটা নিশ্চিত তাঁরাও বোঝেন। পুরস্কার প্রদানকারী সংস্থার তরফে বড় রকমের ত্রুটি হয়েছে এবং বিষয়টি প্রকাশে চলে আসায় তাঁদের উপর ঘটনার দায় বর্তেছে, যা স্বাভাবিক। তাঁরা এই দায় সরকারিভাবে ইতিমধ্যেই কোথাও স্বীকার করেছেন কিনা, আমার জানা নেই। জেনে খুব একটা লাভও নেই। আমি নিজে এই মনোনয়নের বিরোধিতা করেছি এবং তাতে কাজও হয়েছে, এটুকুই জানানোর ছিল। #RPT0279 একের পর এক বিতর্কে শ্রীজাত, কী বলছেন তিনি | Srijato Bandyopadhyay | Manab Zameen | Aaj Tak Bangla Follow Us on: Facebook: / aajtakbangla Twitter: / aajtakbangla Instagram: / aajtakbangla