У нас вы можете посмотреть бесплатно Live Concert(Bedaon Square)of Hemanta Mukherjee # বিডন স্কোয়ার অনুষ্ঠান # হেমন্ত মুখোপাধ্যায় или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
" জলসায় হেমন্ত মুখোপাধ্যায় " ১৯৭২ বিডন স্কোয়ার প্যান্ডেল অনুষ্ঠান প্রাককথনঃ তুষার তালুকদার শীতের মরশুম মানেই মনে পড়ে তখনকার কলকাতা শহর সহ পশ্চিমবাংলার বিভিন্ন শহরতলীতে প্যান্ডেল বেঁধে গানের আসরের কথা। আর সেইসব আসরে নামী শিল্পীদের মধ্যমণি হয়ে থাকতেন হেমন্ত মুখোপাধ্যায়, কখনও সন্ধেবেলা, কখনো মধ্যরাতে কিম্বা ভোররাতের শেষ শিল্পীর আসনে।একেকদিনে অনেকগুলি অনুষ্ঠানে গান শোনাতে হয়েছে তাঁকে, কিন্তু ক্লান্তি তাঁকে ছুঁতে পারেনি। রেকর্ডিংএর অসম্ভব ব্যস্ততা, বিয়োগব্যথা সব সয়ে, এমনকি ভাঙ্গা পায়ে প্লাস্টার নিয়েও তিনি জলসায় আমাদের গান শোনাচ্ছেন এমন দৃশ্য আমাদের চোখের সামনে আজো ভাসে। শ্রোতাদের আসন থেকে একেরপর এক গানের অনুরোধ আসছে, আর তিনি অবলীলায় সে সব গান গেয়ে চলেছেন তাঁর ভুবনভোলানো কণ্ঠে। এই স্বর্গীয় মুহূর্ত যারা দেখেছেন তাঁরা নিশ্চয়ই আজো শীতের মরশুম এলে সেইসব হারানোদিনের কথা ভেবে নস্টালজিক হন। ভেবে কষ্ট হয় আগামী প্রজন্ম এইসব মধুর অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্ত দেখা থেকে বঞ্চিত হলেন। ঠিক সেইকথা ভেবেই ‘হেমন্ত মুখোপাধ্যায় স্মরণ কমিটি’র সভাপতি, শ্রী তুষার তালুকদারের বিশেষ উদ্যোগে ও ভাবনায় এবং সম্পাদক সৌম্যেন অধিকারীর সৃজনে ১৯৭২ সালে বিডন স্কোয়ারের একটি প্যান্ডেল অনুষ্ঠানে গাওয়া গানগুলির অংশবিশেষ সকল হেমন্ত অনুরাগীদের শোনার জন্য প্রকাশ করা হল, সেদিনের জলসার মরশুমের কিছুটা রেশ তুলে ধরতে। কৃতজ্ঞতাঃ নগেন রায়চৌধুরী (মডার্ন ডেকরেটার্স) সংগ্রহঃ তুষার তালুকদার সংরক্ষণঃ হেমন্ত মুখোপাধ্যায় স্মরণ কমিটি বিশেষ ঋণ স্বীকারঃ সারেগামা, আনন্দবাজার পত্রিকা